1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-ভারত

৭ মে ২০১২

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোন একটি রাজনৈতিক দলের ক্ষমতায় আসা না আসার উপর নির্ভর করে না বলে জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি৷ এটি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক৷

Indian finance minister Pranab Mukharjee called on Bangladeshi prime minister Sheikh Hasina Wazed in Dhaka, on May 5, 2012. photo @ Harun Ur Rashid Swapan and DW is permited to use. Regards Swapan, Dhaka
Bangladesch Premierminister Sheikh Hasina Wazed und Indiens Finanzminister Pranab Mukharjeeছবি: DW/Swapan

অন্যদিকে, বাংলাদেশের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া প্রয়োজনে টিপাইমুখ বাঁধ নিয়ে তৃতীয় দেশের বিশেষজ্ঞ দিয়ে সমীক্ষার কথা বলেছেন৷ আর পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ভারত দুই দেশের অভিন্ন নদীতে আন্ত:নদী সংযোগ বাস্তবায়ন করবে না৷

প্রণব মুখার্জি ঢাকা সফরের শেষ দিনে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন৷ সেখানে তিনি এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দু'টি দেশের মধ্যে, দু'দেশের জনগণের মধ্যে সম্পর্ক৷

তিনি বলেন, এটা সত্য নয় যে এখানে একটি দল ক্ষমতায় আসলে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়, অন্যদের সঙ্গে নয়৷ একটি দেশের সরকার সেদেশের জনগণ নির্বাচন করে৷ আমাদের বন্ধুত্ব বাংলাদেশের মানুষের সঙ্গে৷ বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে৷

খালেদার সঙ্গে বৈঠকে প্রণবছবি: DW/Swapan

প্রণব মুখার্জি বাংলাদেশের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেন৷ খালেদা জিয়া টিপাইমুখ বাঁধ এবং তিস্তার পানি নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন৷ খালেদা জিয়ার উপদেষ্টা শমসের মুবিন চৌধুরী বৈঠকের পর জানান, প্রণব মুখার্জি তিস্তার পানি বণ্টনের ব্যাপারে তাদের দেশে একটি ঐকমত্য গড়ে তোলা হচ্ছে বলে জানান৷ আর টিপাইমুখ বাঁধের ব্যাপারে যৌথ সমীক্ষার কথা বলেন৷ খালেদা জিয়া জবাবে সমীক্ষায় তৃতীয় কোন দেশের বিশেষজ্ঞ রাখার কথাও বলেন৷

এদিকে, পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠকের পর জানান ভারত আবারো সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে৷ আর বলেছে বাংলাদেশ ভারতের অভিন্ন নদীতে তারা আন্ত:নদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন করবে না৷

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি জানান, খুন-গুম নিয়ে হিলারি ক্লিন্টনের উদ্বেগের ব্যাপারে বাংলাদেশ বিব্রত নয়৷ কারণ এর সঙ্গে সরকারের কোন সম্পৃক্ততা নেই৷ সরকার চেষ্টা করছে বিএনপি নেতা ইলিয়াস আলীকে উদ্ধারের৷ আর বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক সংলাপের দুয়ার সব সময়ই খোলা আছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ