1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনশক্তি রপ্তানির চুক্তি সই

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৭ নভেম্বর ২০১২

বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে৷ সে দেশে বাংলাদেশ থেকে জনশক্তি পাঠাতে আর কোন বাধা নেই৷ তবে জনশক্তি রপ্তানি বিশ্লেষকরা বলছেন, এবার বাংলাদেশকে সতর্ক হতে হবে৷

ছবি: Pavel Rahman/AP/dapd

চার বছর পর বাংলাদেশ থেকে আবার মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বাধা দূর হল৷ সোমবার মালয়েশিয়ার পুত্রজায়ায় বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী এস সুব্রহ্মনিয়াম জনশক্তি রপ্তানির চুক্তি সই করেন৷ এই চুক্তিকে বাংলাদেশ থেকে জনশক্তি নেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বাংলাদেশ থেকে আবার জনশক্তি নেয়ার কথা বলা হয়েছে৷ এ ছাড়া মানব পাচার ও অপরাধ দমন নিয়ে আরো দুটি চুক্তি সই হয়েছে৷ জানা গেছে, পুরো প্রক্রিয়া শেষ করে আগামী বছরের জানুয়ারি মাস থেকেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় লোক পাঠানো শুরু হবে৷

নতুন এই চুক্তি বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বাড়াতে সহায়তা করবে বলে জানান বায়রার পরিচালক এবং জনশক্তি রপ্তানি বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী৷ তিনি ডয়চে ভেলেকে জানান, তবে এবার সরকারকে আরো সতর্ক হতে হবে৷ কারণ অতীতে নানা অভিযোগে মালয়েশিয়ার শ্রমবাজারের দরজা বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গিয়েছিল৷ তিনি আরও জানান, বাংলাদেশের এখনো বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য৷ আর বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮০ লাখ শ্রম শক্তি কাজ করেন৷ কিন্তু মধ্যপ্রাচ্যের বাজারে এখন মন্দা৷ আর আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ আছে৷ এই অবস্থায় মালয়েশিয়াসহ নতুন শ্রমবাজার কাজে লাগাতে হবে৷

হাসান আহমেদ চৌধুরী বলেন, এবার  সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় লোক পাঠান হবে৷ তবে তিনি মনে করেন, মালয়েশিয়ার বড় শ্রমবাজার ধরতে হলে এক পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা নেয়ার প্রয়োজন হতে পারে৷

২০০৯ সালের মার্চ মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক নেয়া বন্ধ করেছিল৷ আবার সেই দরজা শুধু খুলেই গেলনা৷ অনেক কম খরচে, মাত্র ৪০ হাজার টাকা খরচ করে মালয়েশিয়ায় যাওয়া যাবে৷ থাকবেনা প্রতারকদের দৌরাত্ম্য৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ