1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বিশেষ নিরাপত্তা

৬ জানুয়ারি ২০১২

এপ্রিল মাসে বাংলাদেশ ক্রিকেট দলের তিন দিনের পাকিস্তান সফর৷ খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষ৷

criket in bangladesh.jpg These photos are taken by me & i permit to use Maskwaith Ahsan and his associates. With Regards Harun Ur Rashid Swapan
ফাইল ছবিছবি: Harun Ur Rashid Swapan

২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেট দলে লাহোর গিয়েছিল খেলতে৷ একটি বাসে করে যখন খেলোয়াড়রা যাচ্ছিল তখন জঙ্গিরা হামলা করে বাসে৷ আটজন মারা যায় এবং সাতজন খেলোয়াড়সহ সহযোগী কোচ আহত হন৷ এরপর আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড সিদ্ধান্ত নেয় যে পাকিস্তানে কোন ধরণের আন্তর্জাতিক হবে না৷

পাকিস্তান আশা করছে বাংলাদেশ ক্রিকেট দলের সফরের পর হয়তো এই নিষেধাজ্ঞা তুলে নেবে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ জানিয়েছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সফরের বিষয়ে কথা বলেছেন৷ ফুল-প্রুফ নিরাপত্তার ব্যবস্থা করা হবে - সে নিশ্চয়তা স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন৷ সাংবাদিকদের তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন,‘‘আমি নিশ্চিত বাংলাদেশের সফল ট্যুরের পর অন্য দেশগুলোও আগ্রহী হবে পাকিস্তানে এসে খেলতে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে অতিথি খেলোয়াড়দের জন্য চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে৷''

নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক শুক্রবার জানিয়েছেন,‘‘বক্স সিকিউরিটি দেয়া হবে খেলোয়াড়দের৷ বুলেট-প্রুফ এবং বোমা-প্রুফ গাড়িতে খেলোয়াড়দের আনা-নেয়া করা হবে৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডেকে দুটি বুলেট-প্রুফ এবং বোমা-প্রুফ বাসের আয়োজন করতে বলা হয়েছে৷''

বাংলাদেশের খেলোয়াড়রা লাহোর এবং করাচিতে খেলবে৷ তাই এই দুটি শহরে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানানো হয়েছে৷ বাংলাদেশ জানিয়েছে, খেলোয়াড়রা পাকিস্তানে যাওয়ার আগে একটি প্রতিনিধি দলকে সেখানে পাঠানো হবে৷ তারা নিরাপত্তার বিভিন্ন দিক খতিয়ে দেখবেন৷ এবং দেশে ফিরে সরকারকে একটি প্রতিবেদন দেবেন৷ সরকারের অনুমতি পেলেই খেলোয়াড়রা পাকিস্তান সফরের প্রস্তুতি নেবেন৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ