1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বিশেষ নিরাপত্তা

৬ জানুয়ারি ২০১২

এপ্রিল মাসে বাংলাদেশ ক্রিকেট দলের তিন দিনের পাকিস্তান সফর৷ খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষ৷

criket in bangladesh.jpg These photos are taken by me & i permit to use Maskwaith Ahsan and his associates. With Regards Harun Ur Rashid Swapan
ফাইল ছবিছবি: Harun Ur Rashid Swapan

২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেট দলে লাহোর গিয়েছিল খেলতে৷ একটি বাসে করে যখন খেলোয়াড়রা যাচ্ছিল তখন জঙ্গিরা হামলা করে বাসে৷ আটজন মারা যায় এবং সাতজন খেলোয়াড়সহ সহযোগী কোচ আহত হন৷ এরপর আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড সিদ্ধান্ত নেয় যে পাকিস্তানে কোন ধরণের আন্তর্জাতিক হবে না৷

পাকিস্তান আশা করছে বাংলাদেশ ক্রিকেট দলের সফরের পর হয়তো এই নিষেধাজ্ঞা তুলে নেবে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ জানিয়েছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সফরের বিষয়ে কথা বলেছেন৷ ফুল-প্রুফ নিরাপত্তার ব্যবস্থা করা হবে - সে নিশ্চয়তা স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন৷ সাংবাদিকদের তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন,‘‘আমি নিশ্চিত বাংলাদেশের সফল ট্যুরের পর অন্য দেশগুলোও আগ্রহী হবে পাকিস্তানে এসে খেলতে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে অতিথি খেলোয়াড়দের জন্য চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে৷''

নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক শুক্রবার জানিয়েছেন,‘‘বক্স সিকিউরিটি দেয়া হবে খেলোয়াড়দের৷ বুলেট-প্রুফ এবং বোমা-প্রুফ গাড়িতে খেলোয়াড়দের আনা-নেয়া করা হবে৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডেকে দুটি বুলেট-প্রুফ এবং বোমা-প্রুফ বাসের আয়োজন করতে বলা হয়েছে৷''

বাংলাদেশের খেলোয়াড়রা লাহোর এবং করাচিতে খেলবে৷ তাই এই দুটি শহরে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানানো হয়েছে৷ বাংলাদেশ জানিয়েছে, খেলোয়াড়রা পাকিস্তানে যাওয়ার আগে একটি প্রতিনিধি দলকে সেখানে পাঠানো হবে৷ তারা নিরাপত্তার বিভিন্ন দিক খতিয়ে দেখবেন৷ এবং দেশে ফিরে সরকারকে একটি প্রতিবেদন দেবেন৷ সরকারের অনুমতি পেলেই খেলোয়াড়রা পাকিস্তান সফরের প্রস্তুতি নেবেন৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ