1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ গার্মেন্টস সুরক্ষা চুক্তি

১৫ মে ২০১৩

ইটালির বেনেটন-ও বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্ট্রিগুলিতে সুরক্ষা উন্নতির চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত৷ এইচঅ্যান্ডএম, সিঅ্যান্ডএ, টেস্কো, প্রিমার্ক, ইন্ডিটেক্স প্রমুখ সংস্থা ইতিমধ্যে চুক্তি স্বাক্ষরে সম্মতি প্রকাশ করেছে৷

(FILES) In this picture taken 11 December 2004, a Bangladeshi female worker uses an automatic sewing machine to stitch a sweater at a textile factory in Ashulia, on the outskirts of Dhaka, Bangladesh's garment exports were down nearly a quarter in July as political turmoil and labour unrest wreaked havoc on the sector, which is crucial to the impoverished nation's economy, data released 06 October 2007, confirms. Bangladesh exported garments worth 692 million USD in July, down almost 24 percent from the same month a year earlier, the Bangladesh Garments Manufacturers and Exporters Association said. AFP PHOTO/Jewel SAMAD/FILES (Photo credit should read JEWEL SAMAD/AFP/Getty Images)
ছবি: JEWEL SAMAD/AFP/Getty Images

সুইডেনের ফ্যাশন চেইন এইচঅ্যান্ডএম বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি গার্মেন্টস কেনে৷ তারা সোমবার জানায় যে তারা পাঁচ বছর মেয়াদের এবং আইনগতভাবে বাধ্যতামূলক ঐ ফ্যাক্ট্রি সুরক্ষা চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই নেদারল্যান্ডসের সিঅ্যান্ডএ, ব্রিটেনের টেস্কো ও প্রিমার্ক, এছাড়া জারা-র মালিক স্পেনের ইন্ডিটেক্স, এরা সবাই এইচঅ্যান্ডএম-এর দৃষ্টান্ত অনুসরণ করেছে৷

অবশ্য সংস্থাগুলির এই তাড়ার পিছনে সম্ভবত একটা তাড়নাও কাজ করছে: বিভিন্ন শ্রমিক অধিকার গোষ্ঠী চুক্তিতে স্বাক্ষর করার জন্য ১৫ই মে অবধি সময় দিয়েছে; নয়ত তারা ব্র্যান্ডগুলির উপর চাপ বৃদ্ধি করবে৷ গতমাসে জার্মানিতে মুখ্য ব্র্যান্ড ও পাইকারি বিক্রেতাদের আলোচনার পর ১৫ই মের ডেডলাইনটি নির্দ্দিষ্ট করা হয়৷

মুশকিল এই যে, মুখ্য মার্কিন রিটেইলারদের মধ্যে একমাত্র পিভিএইচ, যারা ক্যালভিন ক্লাইন ব্র্যান্ডের মালিক, তারাই শুধু চুক্তি স্বাক্ষর করবে বলে ঘোষণা করেছে৷ বাকিদের এখনও একটি বিষয়ে আপত্তি থেকে যাচ্ছে: ফ্যাক্ট্রি সুরক্ষা সংক্রান্ত বিরোধ যেভাবে আদালতে নিষ্পত্তি করা হবে, সেখানে তারা কিছু পরিবর্তন চায়৷ যেমন গ্যাপ ইনকর্পোরেটেড বলেছে, ‘‘ঐ একটি পরিবর্তন হলেই এই বিশ্বব্যাপী, ঐতিহাসিক চুক্তিটি সব রিটেইলারদের দ্বারাই স্বাক্ষরিত হতে পারবে, শুধু ইউরোপ ভিত্তিক রিটেইলারদের দ্বারা নয়''৷

বিশ্বের বৃহত্তম পাইকারি বিক্রেতা ওয়ালমার্ট স্টোর্স ইনকর্পোরেটেড বাংলাদেশের প্রতি একটি গার্মেন্টস ফ্যাক্ট্রি বন্ধ করার ও আরেকটি পরীক্ষা করে দেখার আহ্বান জানিয়েছে৷ ওয়ালমার্টের নিজস্ব পরিদর্শকরা নাকি এই দুটি ফ্যাক্ট্রিতে সুরক্ষার সমস্যা খুঁজে পেয়েছে৷ রয়টার্সের বিবরণ অনুযায়ি ওয়ালমার্ট বাংলাদেশ সরকারের কাছে চিটাগং-এর স্টিচ টোন্স অ্যাপারেলস ফ্যাক্ট্রিটিতে উৎপাদন বন্ধ করার আবেদন জানিয়েছে এবং ঢাকায় নাসা গ্রুপের লিজ অ্যাপারেলস লিমিটেডের ফ্যাক্ট্রি কমপ্লেক্স পরীক্ষা করে দেখতে বলেছে৷

যেহেতু বাংলাদেশের গার্মেন্টস রপ্তানির প্রায় ৬০ শতাংশই যায় ইউরোপে, কাজেই মার্কিন রিটেইলাররা যোগ না দিলেও ফ্যাক্ট্রি সুরক্ষা চুক্তিটি গার্মেন্টস সেক্টরে কিছু পরিবর্তন আনতে পারবে বলে মনে করা হচ্ছে৷ তবে একটি মূল সমস্যা থেকে যাচ্ছে: দেখা গেছে, একটি পোলো-শার্ট যদি লন্ডনে বিক্রি হয় ৪৬ ডলার পরিমাণ মূল্যে, তাহলে তা রানা প্লাজায় কেনা হতো পাঁচ ডলারের কম দামে৷ রানা প্লাজায় খুঁজে পাওয়া ইনভয়েস থেকেই তা দেখা গেছে৷

সেক্ষেত্রে বাংলাদেশের একজন গার্মেন্টস কর্মীকে তাঁর নিজের হাতে তৈরি পোলো-শার্ট লন্ডনে কিনতে হলে দুই থেকে তিন সপ্তাহের মজুরি ব্যয় করতে হবে৷ স্পেনের একজন গার্মেন্টস কর্মী যা একদিনের মজুরি দিয়ে কিনতে পারবে৷

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ