1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-চীন ৫ চুক্তি সই

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১০ জুন ২০১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে পাঁচটি অর্থনৈতিক এবং কারিগরি ও প্রযুক্তি সহায়তা চুক্তি সই হয়েছে৷ তবে বহুল আলোচিত গভীর সমুদ্রবন্দর চুক্তিটি সই হয়নি৷

Sheikh Hasina
ছবি: Reuters

সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লী কিকুয়াং-এর মধ্যে রাজধানী বেইজিংয়ে এক বৈঠকের সময় এই পাঁচটি চুক্তি সই হয়৷ শেখ হাসিনা চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রেট হলে মিলিত হন৷

শেখ হাসিনার সফর সঙ্গি পররাষ্ট্র সচিব শহিদুল হক জানান, মোট পাঁচটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে৷ তবে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর চুক্তি সই হয়নি৷

চুক্তিগুলোর মধ্যে রয়েছে: চীন এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির মধ্যে চুক্তি, দুর্যোগ প্রতিরোধে প্রযুক্তি ও যন্ত্রপাতি বিনিময়ে সহযোগিতা স্মারক, বন্যা প্রতিরোধ ও ব্যবস্থাপনা সহযোগিতা এবং চীনের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক ‘জোন’ গড়তে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের বেপজার মধ্যে সমঝোতা স্মারক সই৷

পররাষ্ট্র সচিব শহিদুল হক জানান, সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর স্থাপন নিয়ে দুই দেশ আবার বৈঠক করবে৷

এদিকে চায়না ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিআইআইএস) আয়োজিত এক সেমিনারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের সঙ্গে বাণিজ্যিক ব্যবধান কমিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন৷ তিনি বলেন, বাংলাদেশ চীন থেকে ৬০০ কোটি ডলারের পণ্য আমদানি করছে৷ এর বিপরীতে বাংলাদেশ থেকে চীনে রপ্তানির পরিমাণ ৫০ কোটি ডলারেরও কম৷

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চীনের অব্যাহত সমর্থনের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে তাঁর দেশের জনগণকে চীন আরও সমর্থন ও সহযোগিতা দেবে বলেই আশা৷

প্রসঙ্গত, গত শুক্রবার চীন সফরে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

চীনের প্রধানমন্ত্রী লী কিকুয়াংছবি: Reuters/Barry Huang
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ