1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-জার্মানি জলবায়ু চুক্তি সই

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৮ নভেম্বর ২০১২

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে প্রায় ১১ মিলিয়ন ইউরো বা ১১২ কোটি টাকার অর্থ সহায়তা দেবে জার্মানি৷ এই অর্থ দিয়ে বাংলাদেশের তিনটি উপকূলীয় জেলায় দুর্যোগ সহনীয় অবকাঠামো গড়ে তোলা হবে৷

ছবি: DW

চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব ইকবাল হাসান মাহমুদ আর জার্মানির পক্ষে সই করেন সে দেশের রাষ্ট্রদূত ড. আলব্রেশট কনসে৷

চুক্তি অনুযায়ী বাংলাদেশের তিনটি উপকূলীয় জেলা পটুয়াখালি, বরগুণা ও ভোলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দুর্যোগ সহনীয় অবকাঠামো গড়ে তোলা হবে৷ আর এ জন্য জার্মান সরকার তাদের আর্থিক সহায়তাদানকারী সংস্থা কেএফডাব্লিউ-এর মাধ্যমে বাংলাদেশকে ১১ মিলিয়ন ইউরো দেবে৷ ২০১২-২০১৭ মেয়াদে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে৷ এসব প্রকল্পের মধ্যে আছে টেকসই রাস্তা-ঘাট, সেতু ও আশ্রয় কেন্দ্র নির্মাণ৷ অর্থনীতির বিকাশে ঐ এলাকার গ্রামীণ হাট-বাজারেরও উন্নয়ন করা হবে৷

চুক্তিসই অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত ড. আলব্রেশট কনসে বলেন, তাঁদের এই সহেযাগিতার উদ্দেশ্য হলো উপকূলের মানুষ যেন ঝড় জলোচ্ছ্বাসহ প্রাকৃতিক দুর্যোগে নিজেদের রক্ষা করতে পারে, বাঁচাতে পারে৷ আর দুর্যোগের পর যেন তার দ্রুত ক্ষতি কাটিয়ে দাঁড়াতে পারে৷

বৃক্ষ রোপণ জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে সহায়ক...ছবি: Design Bangladesh / 350.org Bangladesh team

জার্মান রাষ্ট্রদূত বলেন, শুধুমাত্র যোগাযোগ বা আশ্রয়ের অবকাঠোমো উন্নয়নই নয়, উন্নয়নের জন্য প্রয়োজন বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন৷ তিনি বলেন, বরিশাল বিভাগ ঘুরে তাঁর মনে হয়েছে যে সেখানকার জমিতে বছরে তিনটি সফল ফলান সম্ভব৷ এর জন্য প্রয়োজন জ্বালানি ও বিদ্যুৎ৷ জার্মানি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি বা সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করছে৷ তিনি বলেন, দারিদ্র্য দূর করতেও এই নতুন প্রকল্প ভূমিকা রাখবে৷

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব ইকবাল হাসান মাহমুদ এই সহায়তার জন্য জার্মানিকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ উপকূলের তিনটি জেলায় এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে৷ এবং এই সহায়তা উপকূলীয় মানুষের কষ্ট কমাতে সহায়তা করবে৷

ইকবাল হাসান মাহমুদ জানান, বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে জার্মানি অনুদান, কারিগরি সহায়তা এবং সহজ শর্তে ঋণ দিয়ে আসছে৷ এরমধ্যে স্বাস্থ্য সেবা এবং বিদ্যুৎ উৎপাদন ও পরিচলন অন্যতম৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ