1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ ডুবছে না, জানালেন দেশী বিজ্ঞানীরা

২৩ এপ্রিল ২০১০

বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংবাদপত্রগুলোর প্রায় সবকটিতে প্রধান শিরোনাম হয়েছে ভোলার উপ-নির্বাচনের শেষ দিনের প্রচারণা৷ রয়েছে, জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের উপকূলীয় এলাকা ডুবে যাবার আশঙ্কার বিপরিতে আশার খবরটি৷

ছবি: AP

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংগঠন আইপিসিসিসি ২০০৭ সালে এক প্রতিবেদনে বলেছিল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ডুবে যাবে৷ বাংলাদেশের সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস বিষয়টি নিয়ে গবেষণা করেছে৷ সংবাদটিকে দৈনিক প্রথম আলো এবং কালের কন্ঠ খুব গুরুত্ব দিয়েছে৷ ঐ গবেষণায় বলা হচ্ছে, বাংলাদেশের বিজ্ঞানীরা বলছেন, আইপিসিসিসির প্রতিবেদনটি অতিরঞ্জিত৷ এতে হিমালয় থেকে উৎপন্ন নদীগুলোর মাধ্যমে বাংলাদেশে আসা পলিমাটির বিষয়টি বিবেচনাই করা হয়নি৷ অথচ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়লেও এই পলির কারণে উপকূলীয় অঞ্চল অক্ষত থাকবে৷

ছাত্রলীগের নেতিবাচক কর্মকান্ড বন্ধের পরিকল্পনা

দৈনিক আমাদের সময়ের এক খবরে বলা হয়েছে, ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অন্তর্দ্বন্দ্ব বন্ধে কঠিন সিদ্ধান্ত নেয়ার চিন্তাভাবনা করছে আওয়ামী লীগ৷ পত্রিকাটির পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের কাছে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন, সন্ত্রাস, টেন্ডারবাজির সঙ্গে জড়িত ছাত্রলীগ হোক আর যেই হোক তাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে দেয়া উচিত৷ এদিকে, প্রথম আলোতে শিক্ষাবিদ কবীর চৌধুরী, জামাল নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম চৌধুরী, জিল্লুর রহমান সিদ্দিকী ও ড. আনিসুজ্জামানের এক যৌথ বিবৃতি ছাপা হয়েছে৷ তাঁরা সেখানে শিক্ষাঙ্গনের অপরাজনীতি দূর করার পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন৷

দুর্নীতি দমন কমিশন আইন কি সংশোধন করা হচ্ছে

দৈনিক যুগান্তর এ রকমই এক খবর দিয়েছে৷ তাদের মতে, সরকার দুদক আইন-২০০৪ সংশোধনের উদ্যোগ নেয়ায় প্রতিষ্ঠানটি আর স্বাধীন থাকছে না৷ আগামী মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত আইনের খসড়াটি অনুমোদনের জন্য উত্থাপন করা হতে পারে বলেও উল্লেখ করেছে ঐ পত্রিকাটি৷

গ্রন্থনা: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ