1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

অনিল চট্টোপাধ্যায় নতুনদিল্লি
৩ অক্টোবর ২০১৮

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বন্ধ না হলে বাংলাদেশের ভূখণ্ড দখল করে নেয়ার হুমকি দিয়েছেন বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী৷ ভারতের মিডিয়া অবশ্য তাঁর এমন মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না৷

Bangladesch Biometrische Registrierung von Rohingya-Flüchtlinge
ছবি: DW/M. Mostqfigur Rahman

আগরতলায় এক সংবাদ সম্মেলনে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার সময় বাংলাদশ প্রসঙ্গে ওই মন্তব্য করেন সুব্রামনিয়াম স্বামী৷ 

এমনিতেই বিতর্কিত মন্তব্য করায় বিজেপি নেতা এবং রাজ্যসভা সাংসদ সুব্রামনিয়াম স্বামীর জুড়ি মেলা ভার৷ অতীতের ধারা বজায় রেখে প্রতিবেশী বাংলাদেশ সম্পর্কে এবার তাঁর বিস্ফোরক মন্তব্য, ‘‘বাংলাদেশে যদি হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হয়, তাহলে ভারতের উচিত বাংলাদেশের ভূখণ্ড দখল করা৷'' তাঁর মতে, বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকা উচিত৷পাশাপাশি সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাবধান ক দেওয়া দরকার, যাতে ভারত-বাংলাদেশ সুসস্পর্ক নষ্ট করে দিতে উদ্যত কিছু লোকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়৷ তিনি বলেন, ‘‘তাঁরা হিন্দুদের মন্দির ভাংছে, মন্দির ভেঙ্গে মসজিদ করছে৷ হিন্দুদের জোর করে মুসলমান বানাচ্ছে৷ হালে বগুড়া জেলার একটি হিন্দু গ্রামে হিন্দু দেব-দেবীর মূর্তি ভেঙ্গে বাইরে ফেলে দেওয়া হয়৷ ৩০ ঘর হিন্দুর বাস ঐ গ্রামে৷ তাঁরা দারুণভাবে মুষড়ে পড়েছে৷ হিন্দুদের উপর এই ধরনের অত্যাচার যদি হাসিনা সরকার দমন করতে ব্যর্থ হয়, তাহলে, আমার মতে, ভারতের উচিত হবে বাংলাদেশ ভূখণ্ড দখল করা৷''

সুব্রামনিয়াম স্বামী সাংস্কৃতিক গৌরব সংস্থার ত্রিপুরা শাখার এক কর্মসূচিতে যোগ দিতে আগরতলায় গিয়েছিলেন৷ বাংলাদেশ সম্পর্কে আগেও এই ধরনের মন্তব্য করেছেন তিনি৷ ২০১২ সালে তিনি বলেছিলেন পৃথক বাংলাদেশ গঠিত হয় এই ধারনার ভিত্তিতে যে, হিন্দু ও মুসলিম একসঙ্গে শান্তিতে বসবাস করতে পারবে না৷ কিন্তু বাংলাদেশি মুসলিমদের ভারতে অনুপ্রবেশ চলতেই থাকে৷ ভারতে তাঁরা দিব্যি হিন্দুদের সঙ্গে বসবাস করছে৷ তাই যদি হয়, তাহলে তাঁর মতে, পৃথকভাবে মুসলিমদের বাংলাদেশে থাকার আর দরকারটা কী? তাই তাঁর মতে, যত সংখ্যক বাংলাদেশি মুসলিম ভারতে অনুপ্রবেশ করেছে, সেই সংখ্যার অনুপাতে অর্থাৎ এক-তৃতীয়াংশ জমি ভারতকে ফিরিয়ে দেওয়া উচিত বাংলাদেশের, না দিলে বাংলাদেশের ভূখণ্ড দখল করা উচিত ভারতের৷ 

একই ধরনের কথা ২০১৪ সালেও বলেছিলেন তিনি৷ তখন বলেছিলেন, ঢাকা যদি অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে রাজি না হয়, তাহলে আনুপাতিক হারে জমি ভারতকে ছেড়ে দিতে হবে৷ 

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী  ইমরান খানকেও রেয়াত করেননিবিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী৷ সরকারি অফিসের চাপরাশি বা পিওনের সঙ্গে তুলনা করেছেন ইমরান খানকে৷ কারণ, তাঁর মতে, কার্যতঃ সরকার চালাচ্ছেন আইএসআই, সামরিক বাহিনী এবং জঙ্গি গোষ্ঠী৷ প্রধানমন্ত্রী খান স্রেফ পুতুলমাত্র৷ কাজেই পাকিস্তানের সঙ্গে আলোচনা অর্থহীন৷ সময়ের অপচয়৷ পাকিস্তান থেকে সন্ত্রাসী অনুপ্রবেশ বেড়েছে ইমরান খানের শাসনে৷ ভারতের উচিত হবে দেশের সামরিক বাহিনীকে তৈরি রাখা এবং সময়মতো একদিন পাকিস্তানকে চার টুকরো (বালুচ, সিন্ধ, পাশতুন এবং পশ্চিম পাঞ্জাবের অবশিষ্ট অংশ) করা৷ ভারতের পর্যবেক্ষক মহল অবশ্য বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামীর এই উত্তেজক মন্তব্যকে আমল দিতে নারাজ৷ তাঁদের মতে, এর কোনো রাজনৈতিক গুরুত্ব নেই৷ ভারতের মিডিয়াও এই ধরনের মন্তব্য উপেক্ষা করেছে৷

অনেকেই মনে করছেন, আগামী বছর সাধারণ নির্বাচনকে সামনে রেখে এটা নিছক ভোট ব্যাঙ্কের রাজনীতি৷ শুধু সুব্রামনিয়াম স্বামী কেন, বিজেপিতে আরো কিছু নেতা, মন্ত্রী আছেন, যাঁরা বলেন, মুসলিমরা আদতে রামচন্দ্রের বংশধর৷ কাজেই তাঁদের উচিত, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, মথুরায় শ্রীকৃষ্ণ মন্দির এবং বারানসিতে বিশ্বনাথ মন্দির নির্মাণে সহযোগিতা করা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ