1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ নিরাপদ দেশ?

২১ নভেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের একটি জনমত জরিপ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ৷ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু শ্রীলঙ্কাই বাংলাদেশের ওপরে৷ খবরটি শোনার পর থেকে কে কী ভাবছেন?

Bangladesch Polizei Symbolbild
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

ওয়াশিংটন ভিত্তিক জনমত জরিপ সংস্থা গ্যালাপ-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ৷ ২০১৪ সালে ১৪১টি দেশের এক লাখ ৪২ হাজার মানুষের মতের ভিত্তিতে ‘গ্লোবাল ল অ্যান্ড অর্ডার রিপোর্ট' তৈরি করেছে ‘গ্যালাপ'৷

জানা যায়, পুলিশের ওপর আস্থা, রাতে চলাফেরার ঝুঁকি ও চুরি-ডাকাতির ঘটনা বিবেচনায় নিয়ে তৈরি হয়েছে প্রতিবেদনটি৷ সেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু শ্রীলঙ্কাই বাংলাদেশের চেয়ে নিরাপদ দেশের স্বীকৃতি পেয়েছে৷ বাংলাদেশ ৭৮ পয়েন্ট নিয়ে ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, ভূটান, মালদ্বীপসহ আশপাশের সব দেশের চেয়ে এগিয়ে৷

এমনকি যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়ার চয়েও এগিয়ে আছে বাংলাদেশ! এই দুটি দেশ পেয়েছে ৭৭ পয়েন্ট৷ এক বছরে দুবার সন্ত্রাসী হামলার শিকার ফ্রান্স তো ৭৫ পয়েন্ট নিয়ে আরো খারাপ অবস্থায়৷

৮৯ পয়েন্ট নিয়ে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হয়েছে সিঙ্গাপুর৷ এরপরই রয়েছে উজবেকিস্তান (৮৮ পয়েন্ট) ও হংকং (৮৭ পয়েন্ট)৷

সবচেয়ে ‘অনিরাপদ' দেশ লাইবেরিয়া ও ভেনেজুয়েলা৷ এই দু'টি দেশের পয়েন্ট যথাক্রমে ৪০ ও ৪২৷

গ্যালপ-এর জনমত জরিপে নিরাপদ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান দেখে অনেকেই খুব খুশি৷ নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়ে ক্রিকেট সফর বাতিল করা অস্ট্রেলিয়াকে বাংলাদেশের নীচে দেখে তারা রীতিমতো উৎফুল্ল৷

তবে সাম্প্রতিক সময়ে বই মেলায় বা ঘরে ঢুকে ব্লগার হত্যা, চেকপোস্টে পুলিশ হত্যাসহ নানান ঘটনা নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খুব খারাপ ধারণাই দেয়৷ সে কথা ভেবেই হয়ত টুইটারে একজন বিষয়টি নিয়ে কটাক্ষ করে লিখেছেন, ‘‘মাননীয় স্পিকার, হাসবো না কাঁদবো?''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

প্রিয় পাঠক, আপনিও কি মনে করেন বাংলাদেশ নিরাপদ? জানিয়ে দিন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ