1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ নিরাপদ দেশ?

২১ নভেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের একটি জনমত জরিপ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ৷ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু শ্রীলঙ্কাই বাংলাদেশের ওপরে৷ খবরটি শোনার পর থেকে কে কী ভাবছেন?

Bangladesch Polizei Symbolbild
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

ওয়াশিংটন ভিত্তিক জনমত জরিপ সংস্থা গ্যালাপ-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ৷ ২০১৪ সালে ১৪১টি দেশের এক লাখ ৪২ হাজার মানুষের মতের ভিত্তিতে ‘গ্লোবাল ল অ্যান্ড অর্ডার রিপোর্ট' তৈরি করেছে ‘গ্যালাপ'৷

জানা যায়, পুলিশের ওপর আস্থা, রাতে চলাফেরার ঝুঁকি ও চুরি-ডাকাতির ঘটনা বিবেচনায় নিয়ে তৈরি হয়েছে প্রতিবেদনটি৷ সেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু শ্রীলঙ্কাই বাংলাদেশের চেয়ে নিরাপদ দেশের স্বীকৃতি পেয়েছে৷ বাংলাদেশ ৭৮ পয়েন্ট নিয়ে ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, ভূটান, মালদ্বীপসহ আশপাশের সব দেশের চেয়ে এগিয়ে৷

এমনকি যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়ার চয়েও এগিয়ে আছে বাংলাদেশ! এই দুটি দেশ পেয়েছে ৭৭ পয়েন্ট৷ এক বছরে দুবার সন্ত্রাসী হামলার শিকার ফ্রান্স তো ৭৫ পয়েন্ট নিয়ে আরো খারাপ অবস্থায়৷

৮৯ পয়েন্ট নিয়ে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হয়েছে সিঙ্গাপুর৷ এরপরই রয়েছে উজবেকিস্তান (৮৮ পয়েন্ট) ও হংকং (৮৭ পয়েন্ট)৷

সবচেয়ে ‘অনিরাপদ' দেশ লাইবেরিয়া ও ভেনেজুয়েলা৷ এই দু'টি দেশের পয়েন্ট যথাক্রমে ৪০ ও ৪২৷

গ্যালপ-এর জনমত জরিপে নিরাপদ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান দেখে অনেকেই খুব খুশি৷ নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়ে ক্রিকেট সফর বাতিল করা অস্ট্রেলিয়াকে বাংলাদেশের নীচে দেখে তারা রীতিমতো উৎফুল্ল৷

তবে সাম্প্রতিক সময়ে বই মেলায় বা ঘরে ঢুকে ব্লগার হত্যা, চেকপোস্টে পুলিশ হত্যাসহ নানান ঘটনা নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খুব খারাপ ধারণাই দেয়৷ সে কথা ভেবেই হয়ত টুইটারে একজন বিষয়টি নিয়ে কটাক্ষ করে লিখেছেন, ‘‘মাননীয় স্পিকার, হাসবো না কাঁদবো?''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

প্রিয় পাঠক, আপনিও কি মনে করেন বাংলাদেশ নিরাপদ? জানিয়ে দিন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ