শাস্তি হিসেবে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান হৃদয় ১০ সাসপেনশন পয়েন্ট পেয়েছেন, যা ছয়টি ডিমেরিট পয়েন্টের সমান৷ অফ স্পিনিং অলরাউন্ডার শামীম পেয়েছেন আট সাসপেনশন পয়েন্ট৷ এটিও ছয় ডিমেরিট পয়েন্টের সমান৷ আর বাঁহাতি স্পিনার রকিবুল পেয়েছেন চার সাসপেনশন পয়েন্ট, যা পাঁচটি ডিমেরিট পয়েন্টের সমান৷
এক সাসপেনশন পয়েন্টের অর্থ হচ্ছে, শাস্তি পাওয়া খেলোয়াড়টি একটি ওয়ানডে বা টি-টোয়েন্ট বা অনূর্ধ্ব-১৯ দলের একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না৷ আন্তর্জাতিক দলের বিপক্ষে ‘এ' দলের ম্যাচও এর আওতায় পড়বে৷
ভারতীয় পেসার আকাশ পেয়েছেন আট সাসপেনশন পয়েন্ট, যা ছয়টি ডিমেরিট পয়েন্টের সমান৷ আর লেগ স্পিনার বিষ্ণয় পেয়েছেন পাঁচ সাসপেনশন পয়েন্ট, যা পাঁচ ডিমেরিট পয়েন্টের সমান৷ এছাড়াও বাংলাদেশের অলরাউন্ডার অভিষেক দাস আউট হওয়ার পর তাঁর খুশি উদযাপনও আইসিসির ‘কোড অফ কন্ডাক্ট' অনুযায়ী হয়নি৷ ফলে তার শাস্তি পেয়েছেন বিষ্ণয়৷ এজন্য তিনি পেয়েছেন আরও দুটি ডিমেরিট পয়েন্ট৷ অর্থাৎ সব মিলিয়ে তার ডিমেরিট পয়েন্ট হলো সাত৷
ভারতকে তিন উইকেটে হারিয়েছে আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের শিরোপা ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ৷ ছবিঘরে দেখুন শিরোপা জয়ের পথে কিছু মুহূর্ত৷
ছবি: AFP/M. Spatariটসে জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি৷ শুরু থেকেই দর্দান্ত লাইন লেংথের বলে ভারতকে চেপে ধরেন পেসার শরিফুল ও সাকিব৷ প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে ভারত তোলে মাত্র ২৩ রান৷
ছবি: AFP/M. Spatariবাংলাদেশের বোলিং আক্রমণের সামনে তেমন একটা সুবিধা করতে পারছিল না ভারতের কোন ব্যাটসম্যানই৷ কিন্তু বাধা হয়ে দাড়ান যাশাসবি জয়সাওয়াল৷ ১২১ বলে আট চার ও এক ছক্কায় ৮৮ রান করেন এই ওপেনার৷ তাকে ফেরান শরিফুল৷
ছবি: AFP/M. Spatariশেষ পর্যন্ত ভারত গুটিয়ে যায় ৪৭ দশমিক দুই ওভারে ১৭৭ রানে৷ অভিষেক দাস ৪০ রানে ৩ উইকেট নেন৷ দুটি করে উইকেট নিয়েছেন তানজিম ও শরিফুল৷ বাংলাদেশ তখন শিরোপা থেকে ১৭৮ রান দূরে৷
ছবি: AFP/M. Spatariবাংলাদেশের দুই ব্যাটসম্যান শুরুটা করেছিলেন দুর্দান্ত৷ ওপেনিং জুটিতে অর্ধশত রান ওঠে মাত্র আট ওভারেই৷ কিন্তু এরপর থেকেই একের পর এক আঘাত হানতে শুরু করেন রবি বিষ্ণু৷ নিজের প্রথম পাঁচ ওভারে তুলে নেন চার উইকেট৷ এ সময় উজ্জীবিত হয়ে ওঠেন ভারতীয় খেলোয়াড়রা৷
ছবি: AFP/M. Spatariএকের পর এক যখন বাংলাদেশের উইকেট পড়ছিল তখন হাল ধরেন অধিনায়ক আকবর আলী৷ পারভেজকে সাথে নিয়ে জয়ের পথে এগিয়ে যান তিনি৷ পারভেজ আউট হওয়ার পর তাদের ৪১ রানের জুটি ভাঙ্গে৷ বাকি পথ রকিবুলকে সাথে নিয়ে নির্বিঘ্নে পাড়ি দেন আকবর৷ দলকে জিতিয়ে এই দুইজন মাঠ ছাড়েন৷ আকবর অপরাজিত থেকেছেন ৪৩ রানে৷ ম্যান অব দ্য ম্যাচও তিনি৷
ছবি: AFP/M. Spatariপুরো সময় বাংলাদেশকে উৎসাহ দিয়েছেন সমর্থকরা৷ পুরস্কার বিতরণীতে তাই দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অধিনায়ক আকবর আলী৷ বলেছেন, দর্শকরা ছিল এই ম্যাচে বাংলাদেশের বারোতম খেলোয়াড়৷
ছবি: AFP/M. Spatariআইসিসির বিশ্বকাপে এটিই বাংলাদেশে প্রথম কোনো শিরোপা৷ আর তা এল যুবাদের হাত ধরে, দেশ থেকে আট হাজার কিলোমিটার দূরে দক্ষিণ আফ্রিকার মাটিতে৷
ছবি: AFP/M. Spatari পাঁচজনই দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন৷ আগামী দুই বছর তাদের নামের পাশে ডিমেরিট পয়েন্টগুলো থাকবে৷ আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলো থেকেই শাস্তি কার্যকর হবে৷
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে রবিবারের ফাইনালে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জিতে নেয় জুনিয়র টাইগাররা৷ ম্যাচ শেষে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েছিলেন দুই দলের কয়েকজন ক্রিকেটার৷
জেডএইচ/কেএম (এএফপি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)