1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-ভারতের পাঁচ ক্রিকেটারের শাস্তি

১১ ফেব্রুয়ারি ২০২০

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের তিন ক্রিকেটারকে বড় শাস্তি দিয়েছে আইসিসি৷ শাস্তি পেয়েছেন ভারতের দুই খেলোয়াড়ও৷ ফাইনাল শেষে ধাক্কাধাক্কির ঘটনায় এই শাস্তি পেলেন তাঁরা৷

Südafrika Potchefstroom  Cricket-Endspiel U19-Weltmeisterschaft Bangladesch vs Indien
ছবি: AFP/M. Spatari

শাস্তি হিসেবে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান হৃদয় ১০ সাসপেনশন পয়েন্ট পেয়েছেন, যা ছয়টি ডিমেরিট পয়েন্টের সমান৷ অফ স্পিনিং অলরাউন্ডার শামীম পেয়েছেন আট সাসপেনশন পয়েন্ট৷ এটিও ছয় ডিমেরিট পয়েন্টের সমান৷ আর বাঁহাতি স্পিনার রকিবুল পেয়েছেন চার সাসপেনশন পয়েন্ট, যা পাঁচটি ডিমেরিট পয়েন্টের সমান৷

এক সাসপেনশন পয়েন্টের অর্থ হচ্ছে, শাস্তি পাওয়া খেলোয়াড়টি একটি ওয়ানডে বা টি-টোয়েন্ট বা অনূর্ধ্ব-১৯ দলের একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না৷ আন্তর্জাতিক দলের বিপক্ষে ‘এ' দলের ম্যাচও এর আওতায় পড়বে৷

ভারতীয় পেসার আকাশ পেয়েছেন আট সাসপেনশন পয়েন্ট, যা ছয়টি ডিমেরিট পয়েন্টের সমান৷ আর লেগ স্পিনার বিষ্ণয় পেয়েছেন পাঁচ সাসপেনশন পয়েন্ট, যা পাঁচ ডিমেরিট পয়েন্টের সমান৷ এছাড়াও বাংলাদেশের অলরাউন্ডার অভিষেক দাস আউট হওয়ার পর তাঁর খুশি উদযাপনও আইসিসির ‘কোড অফ কন্ডাক্ট' অনুযায়ী হয়নি৷ ফলে তার শাস্তি পেয়েছেন বিষ্ণয়৷ এজন্য তিনি পেয়েছেন আরও দুটি ডিমেরিট পয়েন্ট৷ অর্থাৎ সব মিলিয়ে তার ডিমেরিট পয়েন্ট হলো সাত৷

পাঁচজনই দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন৷ আগামী দুই বছর তাদের নামের পাশে ডিমেরিট পয়েন্টগুলো থাকবে৷ আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলো থেকেই শাস্তি কার্যকর হবে৷

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে রবিবারের ফাইনালে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জিতে নেয় জুনিয়র টাইগাররা৷ ম্যাচ শেষে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েছিলেন দুই দলের কয়েকজন ক্রিকেটার৷

জেডএইচ/কেএম (এএফপি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ