যৌথ উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী
২৫ মে ২০১২ঢাকার অনুষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় নজরুলের কবিতার উদ্ধৃতি দেন বার বার৷ তিনি বলেন, একটি বৈষম্যহীন সমাজ গড়তে নজরুলের আদর্শকে অনুসরণ করতে হবে৷ তাঁর আদর্শের এমন এক দেশ গড়তে হবে, যেখানে থাকবে না ক্ষুধা আর দারিদ্র্য৷ নারীর প্রতি থাকবেনা কোন অবহেলা৷ জাতীয় কবি নজরুল আর বঙ্গবন্ধু – দু'জনই একই স্বপ্ন দেখতেন৷
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং কর্মে জাতীয় কবি নজরুলের প্রভাব ছিল অপরিসীম৷ দু'জনই ছিলেন বিদ্রোহী৷
অনুষ্ঠানে ভারতের আইন, বিচার ও সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ বলেন, ভারতের সন্তান এবং বাংলাদেশের জাতীয় কবি নজরুল দুই দেশের মধ্যে সেতুবন্ধন রচনা করেছেন৷ তিনি বলেন, এই অনুষ্ঠান বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের এক মাইল ফলক৷ বহুমুখী প্রতিভার অধিকারী কবি নজরুল দুই দেশের মানুষের মধ্যে সেতুবন্ধন রচনা করেছেন৷ ‘‘বাংলা বিশ্বের একটি সমৃদ্ধ ভাষা৷ আর এদেশের মানুষ তাদের মাতৃভাষার সম্মান রক্ষায় জীবন দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন৷'' তিনি আরও বলেন, নজরুলের ‘বিদ্রোহী' কবিতা আমাদের নতুনভাবে ভাবতে শিখিয়েছে৷
অনুষ্ঠানে দুই বাংলার আবৃত্তিকাদের আবৃত্তি আর শিল্পীদের সংগীতে দর্শক শ্রোতারা ছিলেন মন্ত্রমুগ্ধ৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন