1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌথ উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী

২৫ মে ২০১২

জাতীয় কবি নজরুল ইসলামের ১১৩তম জন্ম জয়ন্তী এবং ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের আইন, বিচার ও সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ৷

ছবি: DW

ঢাকার অনুষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় নজরুলের কবিতার উদ্ধৃতি দেন বার বার৷ তিনি বলেন, একটি বৈষম্যহীন সমাজ গড়তে নজরুলের আদর্শকে অনুসরণ করতে হবে৷ তাঁর আদর্শের এমন এক দেশ গড়তে হবে, যেখানে থাকবে না ক্ষুধা আর দারিদ্র্য৷ নারীর প্রতি থাকবেনা কোন অবহেলা৷ জাতীয় কবি নজরুল আর বঙ্গবন্ধু – দু'জনই একই স্বপ্ন দেখতেন৷

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং কর্মে জাতীয় কবি নজরুলের প্রভাব ছিল অপরিসীম৷ দু'জনই ছিলেন বিদ্রোহী৷

জাতীয় কবি নজরুল ইসলামছবি: Harun Ur Rashid Swapan

অনুষ্ঠানে ভারতের আইন, বিচার ও সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ বলেন, ভারতের সন্তান এবং বাংলাদেশের জাতীয় কবি নজরুল দুই দেশের মধ্যে সেতুবন্ধন রচনা করেছেন৷ তিনি বলেন, এই অনুষ্ঠান বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের এক মাইল ফলক৷ বহুমুখী প্রতিভার অধিকারী কবি নজরুল দুই দেশের মানুষের মধ্যে সেতুবন্ধন রচনা করেছেন৷ ‘‘বাংলা বিশ্বের একটি সমৃদ্ধ ভাষা৷ আর এদেশের মানুষ তাদের মাতৃভাষার সম্মান রক্ষায় জীবন দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন৷'' তিনি আরও বলেন, নজরুলের ‘বিদ্রোহী' কবিতা আমাদের নতুনভাবে ভাবতে শিখিয়েছে৷

অনুষ্ঠানে দুই বাংলার আবৃত্তিকাদের আবৃত্তি আর শিল্পীদের সংগীতে দর্শক শ্রোতারা ছিলেন মন্ত্রমুগ্ধ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ