1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৮ সেপ্টেম্বর ২০১৪

নতুন দিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার ঢাকা ছেড়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী৷ এই বৈঠকে অমীমাংসিত বিষয়গুলোর ওপর গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন তিনি৷

Bangladesch feiert Unabhängigkeitstag
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa

গত মে মাসে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্ব নেয়ার পর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ইতিমধ্যেই ঢাকা সফর করে গেছেন৷ কিন্তু মোদী সরকার দায়িত্ব নেয়ার পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর৷

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাই বড় একটি প্রতিনিধি দল নিয়ে দিল্লি গেছেন৷ পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব, নৌ-পরিবহনসচিব, বিদ্যুত্‍সচিব ও পানিসম্পদ সচিব রয়েছেন৷ সফরে তৃতীয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক ও যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) সভায় যোগ দেবেন তিনি৷

নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, পানি সম্পদ, সীমান্ত ব্যবস্থাপনা, অবকাঠামো, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, সংস্কৃতি, পরিবেশ ও শিক্ষাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা হবে বৈঠকটিতে৷

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজছবি: AP

প্রথম দ্বিপাক্ষিক এ সফরে বৃহস্পতিবার সকালে নতুন দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘‘দুই দেশের বিদ্যমান সম্পর্কের গভীরতা অনস্বীকার্য৷ কিন্তু একে আরো এগিয়ে নিতে উভয়পক্ষকেই কাজ করতে হবে৷''

তিনি বলেন, ‘‘আমরা আরো গভীর সম্পর্ক চাই এবং তার জন্য অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তি চাই আমরা৷ এটা অবশ্যই হতে হবে৷''

জানা গেছে, ঝুলে থাকা তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সই এবং স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের বিষয়ে ভারতের কাছে সুনির্দিষ্ট সময়সীমা জানতে চাইবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী৷

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমরা বিষয়গুলো নিষ্পত্তির চেষ্টা করছি৷ এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া৷ তবে ঢাকার এনিয়ে অবশ্যই তাগাদা আছে৷''

নতুন দিল্লিতে ২০শে সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত জেসিসি-র বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী৷ তাঁর কথায়, ‘‘জেসিসি-র বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাছে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনার বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ যৌথ নদী কমিশনের পরবর্তী বৈঠক আয়োজনের বিষয়টি তুলে ধরবো আমরা৷''

উল্লেখ্য, স্থল সীমান্ত চুক্তি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় অনুমোদনের অপেক্ষায় আছে৷ আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার পর আড়াই বছরেরও বেশি সময় ধরে আটকে আছে তিস্তার পানি বণ্টন চুক্তি৷

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়া এবং একে আরো ‘গভীর ও গতিশীল' করাই তাঁর এ সফরের লক্ষ্য৷ তিনি জানান, চার দিনের এই সফরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সৌজন্য সাক্ষাত্‍ করবেন তিনি৷ এছাড়া দেশটির কয়েকজন মন্ত্রী, রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর দেখা হওয়ার কথা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ