1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-ভারত

৩০ আগস্ট ২০১২

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ন্যাম শীর্ষ সম্মেলন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে অংশ নিতে ইরানের রাজধানী তেহরান পৌঁছেছেন৷ কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে ন্যামের এই সম্মেলন কতটা গুরুত্বপূর্ণ?

Bangladesh Prime Minister Sheikh Hasina, right, escorts Indian Prime Minister Manmohan Singh left, after receiving him at the airport in Dhaka, Bangladesh, Tuesday, Sept. 6, 2011. Singh began a visit to Bangladesh on Tuesday aimed at warming often prickly ties between the two South Asian neighbors. (AP Photo/ Pavel Rahman)
ছবি: AP

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, কূটনৈতিক দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের জন্য ন্যাম সম্মেলনটা বেশ গুরুত্বপূর্ণ৷ কেননা বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের সদস্য এবং বিশ্ব রাজনীতিতে এই উন্নয়নশীল বিশ্ব যে সংগঠনের মাধ্যমে তাদের মতামত তুলে ধরে তার মধ্যে ন্যাম অন্যতম৷

এছাড়া সম্মেলনের ফাঁকে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনার সুযোগ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷ যেমন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠক করবেন তিনি৷ প্রতিবেশী এই দুই নেতার মধ্যে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে৷

MMT Interview - MP3-Mono

This browser does not support the audio element.

অধ্যাপক হোসেন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কে যে গতিশীলতা এসেছিল হঠাৎ করেই সেটা ধীর হয়ে গেছে৷ এই বৈঠকের মাধ্যমে সম্পর্কটা একটু ঝালিয়ে নেয়া যাবে৷

তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে একটা বিশেষ পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশের পক্ষ থেকে যতটা ছাড় দেয়া হয়েছে ভারত ততটা করেনি৷ ফলে সম্পর্কে স্থবিরতা এসেছে৷

অধ্যাপক হোসেন বলেন, ট্রানজিট প্রসঙ্গে অতীতে দুই দেশের আর্থিক লাভের যেসব কথাবার্তা শোনা যাচ্ছিল এখন সেখানেও ভারত অনেকটা রক্ষণশীল মনোভাব দেখাচ্ছে৷

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ