1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-ভারত

২৬ ফেব্রুয়ারি ২০১২

সেমিনারে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য বলেছেন, সীমান্ত হত্যাকাণ্ডের মূল কারণ সীমান্ত অপরাধ৷ আর বাংলাদেশের অর্থমন্ত্রী দুই দেশের রাজনীতিবিদদের মধ্যে সম্পর্ক বাড়ানোর কথা বলেছেন৷

Bangladesh Prime Minister Sheikh Hasina, right, escorts Indian Prime Minister Manmohan Singh left, after receiving him at the airport in Dhaka, Bangladesh, Tuesday, Sept. 6, 2011. Singh began a visit to Bangladesh on Tuesday aimed at warming often prickly ties between the two South Asian neighbors. (AP Photo/ Pavel Rahman)
ছবি: AP

ঢাকায় বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর দুই দিনের সেমিনার শুরু হয়েছে শনিবার৷ শেষ হবে আজ রোববার৷ সেমিনারে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, সীমান্ত সমস্যা, পানি বন্টনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে৷ এতে অংশ নিচ্ছেন দুই দেশের বিশেষজ্ঞরা৷

বেসরকারি পর্যায়ে আয়োজিত এই সেমিনারের প্রথমদিনে সীমান্ত হত্যাকাণ্ড এবং তিস্তার পানি বণ্টন প্রাধান্য পায়৷ বাংলাদেশের বক্তারা বলেন ভারত রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে সীমান্তে গুলি না চালানোর বার বার প্রতিশ্রতি দেয়ার পরও তা বন্ধ হচ্ছেনা - যা দু:খজনক৷

জবাবে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য বলেন সীমান্ত হত্যাকাণ্ডের মূল কারণ সীমান্ত অপরাধ৷ তিনি জানান, সীমান্তে চোরাচালা, মাদক এবং অস্ত্রপাচার ও মানব পাচারসহ নানা ধরনের অপরাধ চলছে৷ সীমান্তের কিছু এলাকায় এই অপরাধ চরম আকার ধারণ করেছে৷ সেখানে বলেতে গেলে মাফিয়ারা নিয়ন্ত্রণ করছে৷ এইসব অপরাধ বন্ধে সীমান্তে যৌথ টহল এবং দুই দেশেরই নজরদারি বাড়াতে হবে৷

পানিবন্টণ প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা এবং ফেনী নদীর পানি বন্টন নিয়ে শিগগিরই দুই দেশ একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছবে৷ এনিয়ে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত বিনিময় হয়েছে৷

এদিকে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটাতে হলে দুই দেশের রাজনীতিবিদদের মধ্যে সম্পর্ক বাড়াতে হবে৷ কিন্তু আমরা সেদিকে যাচ্ছিনা৷ আর এই অঞ্চলের মানুষের মতামতকেও গুরুত্ব দিতে হবে৷ কার্যকর করতে হবে সার্ককে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ