1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-ভারত সীমান্ত ব্যবস্থাপনা চুক্তি সই

৩০ জুলাই ২০১১

বিএসএফ আত্মরক্ষার প্রয়োজন ছাড়া আর কোন অবস্থাতেই গুলি ছুঁড়বেনা বলে জানিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ এদিকে, বঙ্গবন্ধু হত্যা মামলার দুই পলাতক আসামিকে আটক এবং হস্তান্তরের দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর৷

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরামছবি: UNI

ঢাকা সফররত ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরাম আশা করেন, সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের আগেই দু'দেশের মধ্যে সব ধরনের সীমান্ত সমস্যার সমাধান হবে৷ এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ভারতে পলাতক বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ক্যপ্টেন মাজেদ ও রিসালদার মুসলেহ উদ্দিনকে আটক করে ফেরত দেয়ার আহ্বান জানিয়েছেন৷

সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম প্রায় দু'ঘণ্টা বৈঠক করেন৷ বৈঠকে অমীমাংসিত সীমানা নির্ধারণ, অপদখলীয় জমি উদ্ধার এবং ছিটমহল নিয়ে সমস্যা গুরুত্ব পায়৷ গুরুত্ব পায় সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা৷ বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে হত্যার ঘটনা আগের চেয়ে অনেক কমে এসেছে৷ বিএসএফকে ভারতীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে যে, আত্মরক্ষার প্রয়োজন ছাড়া সীমান্তে কোন অবস্থায়ই গুলি ছোঁড়া যাবে না৷

বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ভারতে পলাতক বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ক্যপ্টেন মাজেদ ও রিসালদার মুসলেহ উদ্দিনকে ফেরত দেয়ার আহ্বান জানান৷

জবাবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম বলেন, বঙ্গবন্ধুর খুনীরা যদি ভারতে লুকিয়ে থাকে এবং সঠিক তথ্য পাওয়া যায় তাহলে আটক করে বাংলাদেশের হাতে তুলে দেয়া হবে৷

দুই দেশ সীমান্তে অপরাধ দমন এবং সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়৷ ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের আগেই দু'দেশের মধ্যে সব ধরনের সীমান্ত সমস্যার সমাধান হবে৷

বৈঠকের আগে বাংলাদেশ-ভারত সীমান্ত ব্যবস্থাপনা চুক্তি সই হয়৷ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসফ প্রধান নিজ নিজ দেশের পক্ষ চুক্তিতে সই করেন৷

এদিকে, ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার ভারতের কাছে জিম্মি হয়ে গেছে৷ বিএনপি ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়৷ তবে তা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ