1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-ভারত

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৭ অক্টোবর ২০১২

এই বৈঠকে সীমান্ত হত্যা কমিয়ে শূন্যের কোঠায় আনতে ভারতের পক্ষ থেকে আবারো প্রতিশ্রুতি পাওয়া গেছে৷ তবে ভারতের স্বরাষ্ট্রসচিব দাবি করেছেন যে, বিএসএফ একমাত্র আত্মরক্ষার্থেই গুলি ছোড়ে৷

ছবি: AP

স্বরাষ্ট্রসচিব পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশ ভারতের স্থল সীমান্ত চূড়ান্ত করা, সীমান্ত হত্যা, সীমান্ত অপরাধ দমন, ভিসা সহজ করাসহ আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়৷ বৈঠক শেষে সন্ধ্যায় যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় যে, দুই দেশই দুই দেশের নাগরিকদের জন্য ভিসা সহজ করার ব্যাপারে একমত হয়েছে৷ এছাড়া, সীমান্ত অপরাধ দমনে দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে৷ চলবে সীমান্তে যৌথ টহল৷ আর সন্ত্রাসী, চোরাচালানকারী ও মানব পাচারকারীদের ব্যাপারে দুই দেশ ইন্টারপোলের মাধ্যমে তথ্য বিনিময় করবে৷ সীমান্ত হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের স্বরাষ্ট্রসচিব আর কে সিং বলেন, ভারত সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রতিশ্রুতি বদ্ধ৷ তিনি দাবি করেন, বিএসএফ শুধুমাত্র আত্মরক্ষার জন্য গুলি ছোড়ে৷ বাংলাদেশের পরিসংখ্যান প্রত্যাখ্যান করে তিনি বলেন, চলতি বছরে সীমান্তে ৬ জন বাংলাদেশি মারা গেছেন৷ তিনি জানান, সীমান্তে সব হত্যার তদন্ত করছেন তাঁরা৷ তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে৷

বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব কি কিউ কে মোস্তাক জানান, বাংলাদেশের কারাগারে আটক অনুপ চেটিয়াকে কিছু আইনগত প্রক্রিয়া শেষে ভারতের কাছে ফেরত দেয়া হবে৷ আর ভারতও তথ্য চেয়েছে সেখানে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের ব্যাপারে৷ তারা সেখানে থাকলে ভারত ফেরত দেবে৷ এজন্য বন্দি বিনিময় চুক্তির দরকার নেই৷ রাজনৈতিক সিদ্ধান্তে সার্ক কনভেনশনের আওতায় এসব করা যাবে৷

ভারতের স্বরাষ্ট্রসচিব জানান, দুই দেশের অমিমাংশিত স্থলসীমা চিহ্নিত করা প্রায় চূড়ান্ত হয়েছে৷ এজন্য ম্যাপিং-এর কাজ শেষ৷ এখন ভারতের সংসদ অনুমোদ করলই তা কার্যকর হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ