1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভয়ের সংস্কৃতিতে বাধাগ্রস্ত শিল্পের চর্চা

২৪ এপ্রিল ২০১৮

২০১৩ সাল থেকে উগ্র ও জঙ্গিবাদী হামলায় কমপক্ষে ৩০ জন মারা গেছেন৷ এসব হামলার মূল লক্ষ্য ছিল ব্লগার, ভিন্ন ধর্মাবলম্বী, মুক্তমনা মানুষ ও নাস্তিকরা৷

Bangladesch - die Stunde der Islamisten
ছবি: DW/S. Petersmann

‘‘জীবন সুন্দর, কিন্তু কখনো তা অভিশাপের মতো,'' দীর্ঘনিঃশ্বাস পারভেজ হাসান রিগানের৷ এই তরুণ আঁকিয়েকেও বহুদিন ধারালো অস্ত্রের ভয় তাড়া করেছিল৷ তাই মুখ ঢাকার জন্য হেলমেট ছিল নিত্যসঙ্গী৷ কিন্তু কয়দিন? তাই এক সময় হেলমেট খুলে রেখেছেন তিনি৷

রক্তাক্ত বুট

পত্রিকায় কার্টুন এঁকে জীবন ধারণ করেন এই তরুণ শিল্পী৷ তাঁর ব্যক্তিগত পছন্দের একটি পেইন্টিং হলো, নোবেল পুরস্কার বিজয়ী অং সান সু চি এক সেনাসদস্যের বুটের রক্ত মুছে দিচ্ছেন৷ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ঘটে যাওয়া সহিংসতার প্রেক্ষাপটকে তুলে ধরতে এই ছবিটি মোক্ষম বলে মনে করেন তিনি৷ তবে এমন ছবি কি বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো আঁকা সম্ভব? রিগান তা মনে করেন না৷

সেল্ফ সেন্সরশিপ

বাংলাদেশে যখন একের পর এক ব্লগারকে  হত্যা  করা হচ্ছিলো, তখন রিগান তাঁর পত্রিকার সম্পাদকের কাছে জানতে চেয়েছিলেন, এবার তাদের নিয়ে কার্টুন আঁকবেন কিনা৷ ‘‘কিন্তু তিনি তেমন আগ্রহ দেখালেন না,'' বলছিলেন তিনি৷

ছবি: DW/S. Petersmann

খুব শিঘ্রই বাংলাদেশে নতুন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ আওয়ামী লীগ এরই মধ্যে প্রায় এক দশক সরকারে রয়েছে৷ বিরোধীপক্ষের দাবি, তারা দেশে মোটামুটি স্বৈরতন্ত্র কায়েম করে চলেছে৷ তারা বলছে, তাদের নেতাকর্মীদের গুম করা হচ্ছে৷ অনেকেই জেল খাটছেন, যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছে তারা৷

সংবিধান অনুযায়ী, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ৷ কিন্তু এদেশে অনেক ইসলামী দল আছে, যারা ইসলামী শাসন কায়েম করতে চায়৷ মুক্তমনাদের ওপর হামলার পর অনেক ব্লগার দেশ ছেড়েছেন৷

ফোনে হুমকি

ফটোগ্রাফার কাকলি প্রধান ও তাঁর স্বামীও ফোনে হুমকি পেয়েছেন৷

‘‘আমার স্বামী একজন নামকরা টেলিভিশন সাংবাদিক৷ তিনি লেখেনও,'' ডয়চে ভেলেকে বলছিলেন তিনি৷

Hindu minority is under attack

42:31

This browser does not support the video element.

‘‘তিনি প্রগতিশীলতার কথা লিখেছেন৷ অনেক প্রগতিশীল বিষয়ে আলোচনা করেছেন৷ তাতে অযৌক্তিকভাবে কারো কারো মনে হয়েছে তিনি ঠিক কাজটি করেননি৷ তাই তারা হুমকি দিয়েছেন৷'' তবে সেগুলো এখন বন্ধ হয়েছে বলে জানান তিনি৷

‘‘আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি বটে, কিন্তু এখনো প্রকৃত ধর্মনিরপেক্ষ দেশ তৈরি করতে পারিনি৷'' তিনি দূর দূরান্তে ক্যামেরা হাতে ছুটে বেড়ান৷ কাজ করেন নারীদের নিয়ে৷ ‘‘নারীদের দমিয়ে রাখতে অনেকেই চেষ্টা করেন৷ তারা ধর্মেরও দোহাই দেন৷'' বলছিলেন তিনি৷

ঔপনিবেশিক মানসিকতা

কাকলি মনে করেন, মানুষ এখনো ঔপনিবেশিক যুগ থেকে বেরুতে পারেনি৷

‘‘শাসকরা শাসন করবে, তারা মানুষের সেবক নন, এই ঔপনিবেশিক মানসিকতা এখনো দক্ষিণ এশিয়ায় বিরাজ করে৷ আমাদের রাজনীতিকরাও তাই শাসকের ভুমিকায় অবতীর্ণ হন৷''

ছবি: DW/S. Petersmann

রিগানেরও প্রায় এমনই ধারণা৷ ‘‘আমাদের সমাজ অন্ধকারের দিকে ছুটছে৷'' বিশ্বাস করেন রিগান৷ ‘‘কেন বললাম? কারণ, এখানে সবকিছুতেই রাজনৈতিক মেরুকরণ হয়৷ এভাবে দুর্নীতিগ্রস্ত সমাজ তৈরি করছি আমরা৷'' অসহিষ্ণুতার এক সংস্কৃতি তৈরি হয়েছে বলেও মনে হয় তাঁর৷

‘‘এখানে হয় আপনি সরকারি দলের, না হয় বিরোধী দলের, মুসলিম, না হয় হিন্দু, কিংবা সাদা বা কালো৷ মাঝামাঝি কিছু নেই৷''

মডেল ছাড়াই নগ্ন ছবি

ন্যুড পেইন্টিং বা নগ্ন ছবি আঁকায় রিগানের আগ্রহ৷ কিন্তু বাংলাদেশে এই ছবির তেমন একটা বাজার নেই৷ তিনি কখনো আসল মডেল নিয়ে কাজ করেননি৷ ‘‘এখানে মানুষ নগ্ন হওয়া বা অন্যকে নগ্ন দেখার কথা চিন্তাও করতে পারে না৷ এটাই আমাদের সংস্কৃতি৷''

ছবি: DW/S. Petersmann

এই তরুণ শিল্পী নিজের ট্যাবলেট থেকে ছবি দেখে দেখে পেইন্টিং করেন৷ বিখ্যাত ইটালীয় শিল্পী মিকেলেঞ্জেলো তাঁর প্রিয়৷

যতদূর জানা যায়, ঢাকায় এ পর্যন্ত একটি বড় আকারে ন্যুড ছবির প্রদর্শনীয় হয়েছে৷ ২০১৬ সালের এই প্রদর্শনীটি হয়েছে অলিয়ঁস ফ্রঁসেসে৷ তিনি প্রায়ই ইউরোপের কথা চিন্তা করেন৷ বলেন, ‘‘শিল্প সবার জন্য উন্মুক্ত থাকা উচিত৷''

সান্দ্রা পেটার্সমান/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ