1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ: শুরুতে সাত দিন, বাড়তে পারে লকডাউন

সমীর কুমার দে ঢাকা
৩ এপ্রিল ২০২১

করোনা মহামারি সামালাতে আবারও লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার৷ আপাতত ৭ দিনের লকডাউন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷

ফাইল ছবিছবি: DW/M. Rashed

তবে চলমান পরিস্থিতিতে প্রাথমিকভাবে মানুষের চলাফেরা সীমিত করার কথা বলছে সরকার৷ প্রয়োজনে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে৷ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা বলছি, আপাতত ৭ দিনের জন্য মানুষের মুভমেন্টটা বন্ধ করতে৷ এতে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে এটা বাড়ানো হবে৷’’

এদিকে, লকডাউন নিয়ে ইতিমধ্যে উঠেছে নানা প্রশ্ন৷ এসময় পরিবহণ ব্যবস্থা, গার্মেন্টসসহ অন্যান্য শ্রমখাত কিংবা নিম্নবিত্তের উপর লকডাউনের প্রভাব সরকার কীভাবে বিবেচনা করছে সে বিষয়গুলো এখনো স্পষ্ট নয়৷ আর সাত দিনের লকডাউন সংক্রমণে ঠেকাতে কতোটা কার্যকর উঠেছে সে প্রশ্নও৷ 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘আসলে লকডাউন মানে কী? ৭ দিনের লকডাউন দিয়ে কী হবে? বিশ্বের কোথাও ৭ দিনের লকডাউন দেওয়া হয়? এ থেকে আমরা কী অর্জন করব?''

অধ্যাপক নজরুল বলেন, ‘‘প্রয়োজনটা কী? কী দেখে তারা প্রয়োজন বুঝবেন? আসলে সারা বিশ্বেই লকডাউনের একটা সংজ্ঞা আছে৷ এটা অন্তত ১৫ দিনের জন্য হতে হবে৷ আমাদের এখানে কী সেটা মানা হয়৷ জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, শিল্প কলকারখানা খোলা থাকবে৷ এভাবে কি লকডাউন হয়৷’’

‘বিশ্বের কোথাও ৭ দিনের লকডাউন দেওয়া হয়?’

This browser does not support the audio element.

গত বছর লকডাউনের কারণে চাকরি হারিয়েছিলেন অনেকেই৷ অনেকেই জীবিকার সন্ধানে লকডাউন ভেঙ্গে বেড়িয়ে এসেছিলেন৷ এসব বিষয় সরকার কীভাবে বিবেচনায় নিচ্ছে এমন প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, ‘‘দেখেন ৭ দিনে এমন কিছু হবে না৷ তারপরও যদি প্রয়োজন হয় সরকার সেটা করবে৷ আমরা আসলে লকডাউনটা শুরু করতে চাই, তারপর প্রয়োজন হলে যেটা করা দরকার সেটা করব৷ সরকারকে তো অনেক কিছুই চিন্তা করতে হয়৷’’

এর আগে শনিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদ মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় লাকডাউন পরিকল্পনা নিয়ে কিছু আভাস দেন৷ তিনি বলেন, ‘‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায়, সংক্রমণ ঠেকাতে সরকার দু-তিন দিনের মধ্যে সারা দেশে এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে৷ সেক্ষেত্রে লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান খোলা থাকবে৷ আর শিল্পকারখানা খোলা থাকবে যাতে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শিফটে কাজ করতে পারে৷’’

প্রসঙ্গত, সংক্রমণ ঠেকাতে লকডাউনসহ নানামুখী পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা৷ নতুন করে দেওয়া লকডাউন দীর্ঘায়িত করা না গেলে অধিক আক্রান্ত অঞ্চলগুলো চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরমর্শ তাদের৷ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুস্তাক হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘সংক্রমণের এক বছর পর বড় পরিসরে লকডাউন দেওয়াটা কঠিন৷ এখন আসলে সরকার ৭ দিনের জন্য দিচ্ছে, কিন্তু এটা বেশিদিন বাড়ানো যাবে না৷ এখন যেটা করা দরকার তা হলো বেশি সংক্রমিত এলাকা ঠিক করে সেখান থেকে জনগণের চলাচল নিয়ন্ত্রণ করা৷ শুধু লকডাউন দিলেই হবে না, মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে হবে৷ জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের হতে না পারে সেই ব্যবস্থা করতে হবে৷ কিন্তু লকডাউন দেওয়ার পরও যদি মানুষের চলাচল স্বাভাবিক থাকে তাহলে এটা দিয়ে লাভ হবে না৷ পাশাপাশি খেটে খাওয়া মানুষের কথাও চিন্তা করতে হবে৷ তাদের ঘরে থাকতে হলে, তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে৷ তাহলেই এটা কার্যকর হবে৷’’

‘সরকারকে তো অনেক কিছুই চিন্তা করতে হয়’

This browser does not support the audio element.

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে সারা দেশে শুরু হয় করোনা ভাইরাসের টিকাদান৷ কিন্তু মার্চের শুরু থেকে দেশে আবার নতুন রোগীর সংখ্যা বাড়তে থাকে৷ সর্বশেষ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের সংখ্যা একটু কমলেও বেড়েছে মৃত্যু৷ এ সময় ৫৮ জনের মৃত্যু হয়েছে৷ এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২১৩ জন৷ একই সময়ে দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৬৩৮ জন৷ ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ