1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত

১১ জুন ২০১৯

অনেক চেষ্টার পরও ব্রিস্টলের মাঠে টস করতেই নামতে পারলেন না দুই অধিনায়ক৷ ইংল্যান্ডের দুপুর ১টা ৪৮ মিনিটে মাঠ দেখেন আম্পায়াররা৷ এরপরই আসে সিদ্ধান্ত৷

Regen vor dem Spiel Bangladesch-Sri Lanka
ছবি: DW/A. Islam

দুইদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো৷ তবে প্রচণ্ড বাতাস থাকায় আউটফিল্ডে তেমন একটা পানি জমেনি৷ ফলে কয়েক ঘণ্টা সময় পেলে মাঠ খেলার উপযুক্ত করা যেতে পারে, তেমন আশা ছিল৷

শেষ পর্যন্ত আম্পায়ারদের সিদ্ধান্ত ছিল অন্তত ২০ ওভার হলেও যাতে ম্যাচ খেলা যায়৷ কিন্তু সে আশার গুড়ে বালি দিয়ে সারাদিনই কখনও গুড়ি গুড়ি, কখনও মুষলধারে বৃষ্টি পড়তেই থাকে৷ ফলে ব্রিস্টলের মাঠ পরিচর্যাকারীদেরও আর কিছু করার ছিল না৷

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হচ্ছে বাংলাদেশকে৷ ফলে সেমিফাইনালে যাওয়ার পথ আরো কঠিন হয়ে উঠলো টাইগারদের৷

সেরা চারের একটি হতে হলে বাকি পাঁচ ম্যাচের সবকটিই জয়ের বিকল্প এখন আর টাইগারদের সামনে নেই৷ এখনও অস্ট্রেলিয়া ও ভারতের মতো শক্তিশালী দলের সঙ্গে খেলা বাকি বাংলাদেশের৷

এডিকে/

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ