বাংলাদেশ ও নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করলো বিসিসিআই। দল থেকে বাদ পড়া অনেক ক্রিকেটার প্রকাশ্যে ক্ষোভ জানালেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল নিয়ে যাচ্ছে ভারত। রোহিত শর্মাই অধিনায়ক থাকছেন। দলে বিরাট কোহলি, কে এল রাহুলরা আছেন। উল্লেখযোগ্য অনুপস্থিতি বলতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ ফর্মে থাকা ব্যাটার সূর্যকুমার যাদব। বাংলাদেশে ভারত যাচ্ছে ডিসেম্বরে। একদিনের আন্তর্জাতিক ও টেস্ট সিরিজ খেলতে।
একদিনের আন্তর্জাতিকের জন্য ভারতীয় দল এরকম--রোহিত শর্মা(অধিনায়ক), কে এল রাহুল(সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রজত পাতিদার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার ও যশ দয়াল।
নিজে থেকে টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় তিনি এই ঘোষণা করেন। তিনি বলেছেন, বোর্ডকে আগে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, রোহিত শর্মাকেও জানিয়েছিলেন। সেইসময়ের কোচ রবি শাস্ত্রীর সঙ্গেও তার কথা হয়েছিল। বিরাট জানিয়ে দেন, তিনি টেস্ট এবং একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব করবেন।
ছবি: AFP/D. Sarkar
কোহলির জায়গায় রোহিত
এরপর কোহলির জায়গায় রোহিত শর্মাকে প্রথমে ভারতের টি-টোয়েন্টি টিমের অধিনায়ক করা হয়। কিছুদিন পর একটা বিবৃতি দিয়ে জানানো হয়, একদিনের ক্রিকেটেও রোহিতই অধিনায়ক হবেন। বোর্ডের যুক্তি ছিল, সাদা বলের ক্রিকেটে একজনই অধিনায়ক থাকা উচিত।
ছবি: Getty Images/D. Sarkar
সৌরভের সাফাই
কোহলির কাছ থেকে এইভাবে একদিনের ক্রিকেটের অধিনায়কের পদ ছিনিয়ে নেয়ার পর প্রবল বিতর্ক শুরু হয়। তখন সৌরভ জানান, কোহলিকে জানিয়েই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আর তিনি কোহলিকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়ার অনুরোধ করেছিলেন। কোহলি সেটা শোনেননি। সাদা বলে একজন অধিনায়ক থাকা উচিত বলে নির্বাচকরা রোহিতকে অধিনায়ক করেছেন।
ছবি: Getty Images/AFP/P. Paranjpe
বিরাটের জবাব
এরপর বোমা ফাটান বিরাট কোহলি। তিনি দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, সৌরভ তাকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়ার কোনো কথা বলেননি। আর একদিনের ক্রিকেটে রোহিতকে অধিনায়ক ঘোষণার দেড় ঘণ্টা আগে তাকে সিদ্ধান্তের কথা জানানো হয়। সেটাও দক্ষিণ আফ্রিকায় দল নির্বাচন নিয়ে তার সঙ্গে কথা বলার পর একেবারে শেষে।
ছবি: Getty Images/A. Davidson
'বোর্ড দেখছে'
প্রশ্ন হলো, কে ঠিক বলছেন, সৌরভ না বিরাট? সৌরভ এরপর জানিয়েছেন, বোর্ড বিষয়টি দেখছে। তবে অনেক বিশেষজ্ঞের মতে, দক্ষিণ আফ্রিকা সফরের মাঝখানে বোর্ড কোনো সিদ্ধান্ত নেবে না। দল দেশে ফেরার পর নিতে পারে।
ছবি: privat
গাভাস্কারের মতে
সুনীল মনোহর গাভাস্কার মনে করেন, বিরোধের কারণ, কোহলির বিবৃতি। টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার সময় কোহলি বলেছিলেন, তিনি টেস্ট ও একদিনের ক্রিকেটে অধিনায়ক থাকবেন। তার বলা উচিত ছিল, এই দুই ফরম্যাটে অধিনায়ক থাকতে তার কোনো অসুবিধা নেই। কোহলির কথায় বোর্ড চটেছে বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ছবি: picture alliance/AP Photo
অশ্বিন বনাম শাস্ত্রী
ভারতীয় স্পিনারদের মধ্যে অন্যতম রবিচন্দ্রন অশ্বিন। তিনি সম্প্রতি ক্রিকইনফোডটকমে বলেছেন, ২০১৮-১৯-এর অস্ট্রেলিয়া সফরের সময় কোচ রবি শাস্ত্রীর একটি কথায় ভেঙে পড়েছিলেন। সে সময় একটি টেস্টে স্পিনার কুলদীপ যাদব পাঁচ উইকেট নেয়ার পর রবি শাস্ত্রী বলেছিলেন, কুলদীপই এখন ভারতের সেরা স্পিনার। ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল বোলার অশ্বিন এই কথাটা মেনে নিতে পারেননি বলে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।
ছবি: Getty Images/AFP/P. Parks
শাস্ত্রীর জবাব
রবি শাস্ত্রী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, সবার টোস্টে মাখন মাখানো একজন কোচের কাজ নয়। তার কাজ, কোনো এজেন্ডা ছাড়া ঠিক তথ্য পরিবেশন করা। কুলদীপ সেই টেস্টে অসাধারণ বল করেছিলেন এবং পাঁচ উইকেট নিয়েছিলেন। তিনি এত ভালো বল করেছিলেন বলেই ওই কথাগুলো বলেছিলেন বলে জানিয়েছেন শাস্ত্রী।
ছবি: dapd
শাস্ত্রী খুশি
শাস্ত্রীর বক্তব্য, তার ওই মন্তব্যের ফলে অশ্বিন আরো ভালোভাবে নিজের কাজটা করেছেন। তাই তিনি খুশি। শাস্ত্রীর দাবি, তার মন্তব্যের পরই অশ্বিন নতুন কিছু করার চেষ্টা করেছেন। উপরের ছবিতে মহম্মদ শামির সঙ্গে শাস্ত্রী।
বাংলাদেশের তুলনায় নিউজিল্যান্ড দলে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। কিন্তু এই দুই সফরে বেশ কিছু ক্রিকেটার বাদ পড়েছেন। তারা তাদের ক্ষোভও প্রকাশ করেছেন নানাভাবে।
বাদ পড়ে ক্ষোভ
দল থেকে বাদ পড়ে ক্ষুব্ধ পৃথ্বী শ। সামাজিক মাধ্যমে সাই বাবার একটা ছবি-সহ পোস্ট করে পৃথ্বী বলেছেন, ''আশা করি, সাই বাবা সবকিছুই দেখছেন।'' উমেশ যাদব বাংলাদেশের টেস্ট দলে সুযোগ পেয়েছেন। তিনি তারপরেও সামাজিক মাধ্যমে বলেছেন, ''হয়তো তোমরা আমাকে বোকা বানাতে পার, কিন্তু মনে রেখ, ঈশ্বর সবই দেখছেন।''
নীতীশ রানা কোনো দলেই সুযোগ পাননি। তাই তিনি লিখেছেন, ''আশা। অপেক্ষা কর। যন্ত্রণা শেষ হবে।'' স্পিনার রবি বিষ্ণোই বলেছেন, ''কামব্যাক অলওয়েজ স্ট্রঙ্গার দ্যান সেটব্যাক।''
নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা বলেছেন, ''পৃথ্বী শ-র সঙ্গে নির্বাচকদের যোগাযোগ থাকবে। ও সুযোগ পাবে। এখন যাদের দরকার, তাদেরই বেছে নিয়েছি।'' অর্থাৎ, চেতন শর্মার মতে, যোগ্যতম ক্রিকেটাররাই দলে ঠাঁই পেয়েছেন।