1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীমান্তে বেড়া দিতে হবে ভারতকে

৯ মার্চ ২০১৭

বাংলাদেশের নাগরিকদের ভারতে অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে বেড়া দেয়ার প্রয়োজনীয় অর্থ শিগগির ছাড় দিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত৷ এছাড়া আসামের বৈধ নাগরিকদের শুমারি এপ্রিলের মধ্যে করতে বলা হয়েছে৷

An der Grenze zwischen Indien und Bangladesch
লালমনিরহাটে বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়াছবি: S. Rahman/Getty Images

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অবৈধ বাংলাদেশিদের সংখ্যা নির্ধারণের জন্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স (এনআরসি)-র তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট৷ এর আগে মার্চের মধ্যে পরিসংখ্যান জমা দেয়ার নির্দেশ দিয়েছিল আদালত৷ আসামের হাজেলা কমিটির সদস্য প্রতীক হাজেলা আদালতকে জানান, কাজটি বেশ সময় সাপেক্ষ৷ আরো সময় প্রার্থনা করেছিলেন তিনি৷ তবে আদালত এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে সহায়তা করার নির্দেশ দেয়৷ এতে যে পরিমাণ লোকবল ও অর্থ প্রয়োজন তা কেন্দ্রীয় সরকার দিতে বাধ্য থাকবে বলে জানিয়েছে আদালত৷

বুধবার সুপ্রিমকোর্টের বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আরএফ নরিমানের যৌথ বেঞ্চের দেওয়া ওই আদেশে কাজটি দ্রুত শেষ করতে তাগাদা দেওয়া হয়েছে৷ সেই সাথে ভারত সরকারের কাছে কাঁটাতারের বেড়া বসানো ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার কাজে অগ্রগতির প্রতিবেদনও চাওয়া হয়েছে৷

আসাম রাজ্য সরকার সীমান্তে নিরাপত্তার জন্য ২ কোটি ৯৬ কোটি রুপি কেন্দ্রের কাছে চেয়েছে৷ সেই বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে৷

বেশ কিছুদিন ধরেই আসাম থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর দাবিতে সরব সেই রাজ্যের বেশ কিছু সংগঠন৷ অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের শিগগিরই প্রত্যর্পণের দাবিতে বেশ কিছুদিন ধরেই সরগরম আসাম৷

এপিবি/এসিবি (হিন্দুস্থান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ