বাংলা ভাষার প্রতি ভালোবাসা আছে অনেক বিদেশির৷ তাদের কেউ কেউ ভাষার টানেই স্থায়ী হয়েছেন বাংলাদেশে৷ ভালোবেসে ফেলেছেন এখানকার সংস্কৃতি আর জল-হাওয়া৷ বাংলার জন্য আছে তাদের গভীর ভাবনাও৷
বিজ্ঞাপন
একজন লুসিওর গল্প
‘‘কষ্ট পাই এই দেশের বাংলাভাষীরা যখন বাংলা বলতে গিয়ে তার মধ্যে ইংরেজি শব্দ ব্যবহার করেন৷ অনেকে রেগে গেলেও ইংরেজি বলেন৷ তারা মনে করেন ইংরেজি বললে গুরুত্ব বাড়ে৷ আমার কষ্ট হয়, যে দেশের মানুষ ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাদের মধ্যে এই প্রবণতা দেখে৷’’
কথাগুলো কোন বাংলাদেশি নন, বললেন একজন বিদেশি৷ নিজেও তিনি পরিস্কার বাংলাতেই কথা বলেন৷ আলাদা করে বোঝার উপায় নেই যে তিনি ইটালির নাগরিক৷ বোঝা যাবেই বা কী করে! এই দেশের ভাষা, সংস্কৃতিকে যে তিনি নিজের প্রাণেই ধারণ করেছেন! বলছি লুসিও বেনানিতির কথা৷ তার বয়স এখন ৬৪ বছর৷
কুড়ি বছর আগে এসেছেন বাংলাদেশে৷ এরপর থেকে ঢাকার বস্তি আর পথশিশুদের নিয়েই আছেন৷ তাদের শিক্ষা, খেলাধুলা, খাবারের ব্যবস্থা করেন নিজস্ব উদ্যোগে৷
কষ্ট পাই এই দেশের বাংলাভাষীরা যখন বাংলা বলতে গিয়ে তার মধ্যে ইংরেজি শব্দ ব্যবহার করেন: লুসিও
তিনি ভাষাকে দেখেন ভালোবাসার একটি মাধ্যম হিসেবে৷ ভালোবেসে ফেলেছেন বাংলাকেও৷ তাই প্রয়োজন ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহার করেন না৷ বাংলাতেই কথা বলেন, লিখেন৷ এমনকি গাইতেও পারেন৷
তিনি বলেন, ‘‘গান আছে তো ‘আমি কি ভুলিতে পারি’৷ এই গানে যা বলা হয়েছে তা-ই করতে হবে৷ দেশকে ভালোবাসতে হবে৷’’
কিভাবে শিখলেন বাংলা ভাষা? তার জবাব, ‘‘এটা আমি নিজেই চর্চা করে শিখেছি৷ কোনো প্রতিষ্ঠানে গিয়ে নয়৷ শুরুতে এখানকার বন্ধুদের সহায়তা নিয়ে বর্ণমালা শিখেছি৷ তারপর আমি চর্চা করেছি৷ এটা আমাকে শিখতে হয়েছে৷ কারণ, যাদের আমি ভালোবাসি, তাদের ভাষা বাংলা৷ এই ভাষা না জানলে আমি ভালোবাসা প্রকাশ করবো কিভাবে?’’
তার মতে স্কুলে গিয়ে ভাষা শেখা যায়, কিন্তু চর্চাই প্রধান৷ তারপরও বাংলা সম্পর্কে তার কৌতুহল আর জানার আগ্রহের শেষ নেই৷ ‘‘আমি বইপত্র পড়ি৷ চর্চা করি৷ তারপরও আমি বলতে পারি না যে, আমি বাংলা ভাষা পুরোপুরি শিখতে পেরেছি,’’ বললনে লুসিও৷
লালন প্রেমে বাংলা প্রেম
লালনের গান ভালোবেসে ২০১৬ সালে এই দেশে এসেছেন ফ্রান্সের দেবোরা এলিয়েট৷ নিয়েছেন নতুন নাম, দেবোরা জান্নাত৷ বিয়ে করেছেন বাংলাদেশেরই এক বাউল সাধককে৷ নাম ফকির রাজন শাহ৷ নিজেও হয়েছেন বাউল৷
লালনের গান বুঝতে হলে আমাকে তো বাংলা শিখতেই হবে: দেবোরা জান্নাত
লালনের গানের প্রতি তার ভালোবাসা জন্মায় ফ্রান্সে থাকতেই৷ সেখানে থেকেই তিনি বাংলা ভাষা শেখার চেষ্টা করেছেন৷ এই দেশে এসে রপ্ত করেছেন৷ তিনি বলেন, ‘‘প্রথমে বর্ণমালা মুখস্থ করি৷ আমার দেশে একজনের সহায়তা নেই৷ এখন বাংলাদেশে থেকে চর্চার মাধ্যমে শিখছি৷ লালন সাঁইর গানের ভাষা কিন্তু অত সহজ না৷ বাংলাদেশের অনেক মানুষও তা বুঝতে পারে না৷ আমি সেই ভাষাও এখন বুঝি৷ আর আমি কুষ্টিয়ায় থাকি, কারণ, এখানকার বাংলা শুদ্ধ বাংলা৷ লালনের গান বুঝতে হলে আমাকে তো বাংলা শিখতেই হবে৷’’
বাংলাকে ‘মধুর ভাষা’ মনে করেন তিনি৷ তার মতে, এদেশের মানুষ ভাষার জন্য প্রাণ দিয়েছে৷ ভাষা টিকিয়ে রাখতে এই লড়াইটা অব্যাহত রাখতে হবে৷ নয়তো বিশ্বায়নের এই যুগে বাংলা কোণঠাসা হয়ে পড়তে পারে৷ তিনি বলেন, ‘‘ভাষা শিক্ষার মাধ্যম৷ এই দেশে গ্রামে ও শহরে শিক্ষায় পার্থক্য আছে৷ এটা দূর করতে হবে৷’’
বিদেশিদের বাংলা শেখার আগ্রহ বাড়ছে
মানবতার সেবা, গবেষণা বা সাহিত্য বা এদেশের গানের প্রেমে পড়ে বাংলা ভাষা শিখছেন এমন আরো অনেক গল্প আছে৷ তাদের অধিকাংশই বাংলা শিখেছেন নিজস্ব উদ্যোগে৷ তবে এখন প্রাতিষ্ঠানিকভাবেও বাংলা শেখার সুযোগ রয়েছে৷ এরকম একটি প্রতিষ্ঠানের নাম ‘লার্ন বাংলা’৷ বেশ কয়েক বছর ধরে তারা বিদেশিদের বাংলা ভাষা শেখাচ্ছে৷
প্রতিষ্ঠানটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তারা চার মাসের ‘ফাউন্ডেশন কোর্স’ পরিচালনা করেন৷ আছে ‘অ্যাডভান্স কোর্সও’৷ চার মাসের কোর্স করলেই বিদেশিরা কাজ চালানোর মতো বাংলা বলতে ও লিখতে পারেন বলে জানান তিনি৷ তাদের প্রতিটি কোর্সে কমপক্ষে ৩০ জন বিদেশি বাংলা শেখেন৷
লার্ন বাংলার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫০টি দেশের বিদেশিরা এই প্রতিষ্ঠান থেকে বাংলা শিখেছেন৷ তাদের মধ্যে যুক্তরাষ্ট্র ও কোরিয়ার নাগরিকই বেশি৷ তবে আজকাল ভারতীয় নাগরিকরা বেশি আসছেন বাংলা শিখতে৷
সেই কর্মকর্তা আরো জানান, ‘‘বিদেশিরা যারা এখানে বাংলার চর্চা করেন তারা বাংলাদেশের সংস্কৃতির সাথেও একাত্ম হয়ে যান৷ একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যান৷ দল বেধে পহেলা বৈশাখে শাড়ি পরেন৷’’
কোন ভাষায় কত অক্ষর
সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে অসংখ্য ভাষা৷ কিন্তু আমরা কি জানি, কোন ভাষায় কতগুলি করে অক্ষর? একনজরে দেখে নেওয়া যাক আজকের গ্যালারিতে৷
ছবি: Getty Images
তামিল ২৪৭
তামিল ভাষায় মূল অক্ষর ৩১টি৷ তবে যুক্তাক্ষর ধরলে সেখানে আরো ২১৬টি অক্ষর যুক্ত হয়৷ অর্থাৎ, সব মিলিয়ে ২৪৭টি অক্ষর৷ বিশ্বের যে কোনো ভাষার চেয়ে বেশি অক্ষর তাই তামিলে৷
ছবি: Reuters/N. Bhalla
খামের ৭৪
দক্ষিণ-পূর্ব এশিয়ার পুরনো দেশগুলির অন্যতম কম্বোডিয়া৷ খামের সংস্কৃতি বহু শতাব্দীর৷ খামের ভাষাও খুব সমৃদ্ধ৷ খামের ভাষায় ৭৪টি অক্ষর আছে, যার মধ্যে ৩৫টি ব্যাঞ্জনবর্ণ এবং ১৪টি স্বরবর্ণ৷ বাকি অক্ষরগুলি যুক্তবর্ণ৷ তবে ব্যাঞ্জনবর্ণের মধ্যে ৩৩টি এখন ব্যবহৃত হয়, ২টির কোনো ব্যবহার নেই৷
ছবি: Imago/blickwinkel
থাই ৭০
থাইল্যান্ডের ভাষা থাই৷ থাই ভাষায় সব মিলিয়ে ৭০টি অক্ষর, যার মধ্যে ৪৪টি ব্যাঞ্জনবর্ণ এবং ১৫টি স্বরবর্ণ৷ এই দুই অক্ষর মিলিয়ে বেশ কিছু যুক্তাক্ষরও তৈরি হয়৷
ছবি: Reuters/A. Perawongmetha
মালয়ালম ৫৮
দক্ষিণ ভারতের কেরলে মালয়ালম ভাষার প্রচলন আছে৷ এই ভাষায় মোট ৫৮টি অক্ষর, যার মধ্যে ১৩টি স্বরবর্ণ এবং ৩৬টি ব্যাঞ্জনবর্ণ৷ আর কিছু অন্তচিহ্ন আছে৷ ওই অঞ্চলের ছোট ছোট বেশ কয়েকটি ভাষাও মালয়ালম অক্ষরেই লেখা হয়৷
ছবি: UNI
তেলেগু ৫৬
ভারতের অন্ধ্রপ্রদেশে তেলেগু মুখ্যভাষা৷ তেলেঙ্গানা প্রদেশেও৷ কন্নড় ভাষার সঙ্গে তেলেগু লিপির বহু মিল আছে৷ কারণ, দু’টি ভাষারই সৃষ্টি একই জায়গা থেকে৷ সব মিলিয়ে ৫৬টি অক্ষর আছে এই ভাষায়৷
ছবি: UNI
সিংহলী ৫৪
শ্রীলঙ্কার রাষ্ট্রভাষা ভাষা সিংহলী৷ অসামান্য সুন্দর এই ভাষার অক্ষর বিন্যাস৷ সব মিলিয়ে অক্ষরের সংখ্যা ৫৪৷ এই ভাষাতেও সংযুক্ত অক্ষরের প্রচলন আছে৷
ছবি: Reuters/D. Liyanawatte
বাংলা ৫২
বাংলায় সব মিলিয়ে ৩২টি অক্ষর৷তবে যুক্তাক্ষর ধরলে ৫২টি অক্ষর৷ দেবনাগরী লিপি না হলেও তার সঙ্গে বাংলা বর্ণের প্রচুর মিল৷ মূলত এই লিপির জন্ম ব্রাহ্মী থেকে৷
ছবি: DW/M. Mostafigur Rahman
কন্নড় ৪৯
দক্ষিণ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪টি ভাষার একটি কন্নড়৷ কর্ণাটকে মূলত এই ভাষা ব্যবহৃত হয়৷ কন্নড় ভাষায় ১৩টি স্বরবর্ণ আছে৷ তবে তার মধ্যে অনুস্বর এবং বিসর্গ নেই৷ কন্নড়ে ব্যাঞ্জনবর্ণের সংখ্যা ৩৬৷
ছবি: Jayalaxmi AgroTech
হিন্দি ৪৪
হিন্দিও স্বরবর্ণ এবং ব্যাঞ্জনবর্ণে বিভক্ত, যার মধ্যে ১১টি স্বরবর্ণ এবং ৩৩টি ব্যাঞ্জনবর্ণ৷ হিন্দি ভাষার উৎপত্তি দেবনাগরী থেকে৷ সংস্কৃতের প্রচুর প্রভাব আছে এই ভাষায়৷
ছবি: AP
হাঙ্গেরিয়ান ৪৪
লাতিন বর্ণমালা থেকেই হাঙ্গেরিয়ান বর্ণমালার উৎপত্তি৷ রোমান বর্ণমালার এ থেকে জেড ছাড়াও এই বর্ণমালায় আরো বেশ কিছু অক্ষর দেখতে পাওয়া যায়৷
ছবি: Getty Images/AFP/A. Kisbenedek
অবখাজ ৪১
জর্জিয়ার কোনো কোনো অংশে এই ভাষায় কথা বলা হয়৷ অবখাজ ভাষায় ৪১টি অক্ষর৷ ১৮৮০ সালে এই ভাষার বর্ণমালা তৈরি করা হয়৷
ছবি: Filip Warwick
আর্মেনিয়ান ৩৯
আর্মেনিয়ার প্রধান ভাষা আর্মেনিয়ান৷ তাদের বর্ণমালায় মোট অক্ষরের সংখ্যা ৩৬৷ তবে কালে কালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৷
ছবি: Reuters/M. Sezer
রুশ ৩৩
আধুনিক রুশ বর্ণমালায় ৩৩টি অক্ষর৷ রুশ ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত অক্ষর ঔ, এ, আ এবং ন৷ রুশ ভাষার সাহিত্য সারা পৃথিবীতেই এক সময় অত্যন্ত জনপ্রিয় ছিল৷
ছবি: picture alliance/Russian Look
আজারবাইজানি ৩২
আজারবাইজানে বলা হয় আজারবাইজানি ভাষা৷এই ভাষার অক্ষরবিন্যাসও তৈরি হয়েছে লাতিন বর্ণমালার উপর ভিত্তি করে৷ তবে লাতিনের চেয়ে কিছু আলাদা অক্ষরও তাদের বর্ণমালায় ব্যবহার করা হয়৷
ছবি: picture alliance/AA /Stringer
ইংরেজি ২৬
ইংরেজিতে মোট ২৬টি অক্ষর আছে, যার মধ্যে ৫টি ভাওয়েল এবং ২১টি কনসোনেন্ট৷ সারা পৃথিবীতেই ইংরেজি ভাষার ব্যাপক ব্যবহার৷ মূলত রোমান স্ক্রিপ্ট থেকেই তৈরি হয়েছে ইংরেজির বর্ণমালা৷
ছবি: AP
গ্রিক ২৪
গ্রিক বর্ণমালায় মোট ২৪টি অক্ষর, যার প্রথম অক্ষর আলফা৷ আর শেষ হয় ওমেগা দিয়ে৷ বিজ্ঞান এবং গণিতের বহু ক্ষেত্রে এখনো গ্রিক অক্ষর ব্যবহার করা হয় সারা পৃথিবীতেই৷
ছবি: picture-alliance/AP Photo/P.Karadjias
হিব্রু ২২
আরবি, ফারসি কিংবা উর্দুর মতো হিব্রু ভাষাও বাঁ দিক থেকে ডানদিকে লেখা হয়৷ এই ভাষার বর্ণমালায় মোট ২২টি অক্ষর আছে৷ইজরায়েলের রাষ্ট্রভাষা হিব্রু৷ এই ভাষার ইতিহাসও কয়েক হাজার বছর প্রাচীন৷