1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সংবাদমাধ্যম চাপ অনুভব করবে’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৯ আগস্ট ২০১৬

অনলাইন পোর্টাল বাংলামেইল টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করে অফিসে তালা মেরে দেয়া হয়েছে৷ প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে অসত্য সংবাদ প্রচারের অভিযোগে এ ব্যবস্থা নেয়া হয়৷

বাংলাদেশের পত্রিকা
ছবি: DW

সাংবাদিক ইউনিয়ন নেতা এবং অনলাইন-এর নীতি নির্ধারণযোগ্য পদের ব্যক্তিরা বলছেন, অপরাধের শাস্তি পেতই হবে৷ কিন্তু কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ না করে একটি সংবাদমাধ্যম বন্ধ করা ঠিক হয়নি৷ এতে অন্যান্য সংবাদমাধ্যম চাপ অনুভব করছে৷

নিউজ পোর্টাল বাংলামেইল গত ৭ আগস্ট ‘বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর পুত্র জয়ের মৃত্যুর গুজব'-এই শিরোনামে একটি খবর প্রকাশ করে৷ এরপর সেইদিন রাতেই র‌্যাবের একটি টিম বাংলামেইল অফিসে গিয়ে ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও নিউজরুম এডিটর প্রান্ত পলাশকে আটক করে৷

শাবান মাহমুদ

This browser does not support the audio element.

পরদিন র‌্যাব ৩-এর সদস্য শাহ আলম বাদি হয়ে বাংলামেইল-এর প্রকাশক স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমসহ ঐ চারজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করেন৷ প্রকাশক এখনও গ্রেপ্তার না হলেও, এরইমধ্যে বাংলামেইল-এর ইনার সার্কুলার রোডের স্কাউট ভবনের অফিসে তালা মেরে চাবি নিয়ে গেছে আইন-শৃঙ্খলা বাহিনী৷ মঙ্গলবার থেকে নিউজ পোর্টলটিওআর অনলাইনে দেখাও যাচ্ছে না৷ তবে পোর্টালটি সরকারি তরফ থেকে আদৌ বন্ধ বা ব্লক করা হয়েছে কিনা, তা নিয়ে বিটিআরসি কোনো কথা বলছে না৷

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলামেইল একটি ভুয়া খবর ছেপেছে, তাও আবার স্পর্শকাতর একটি বিষয় নিয়ে৷ এমনটা করে তারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে৷ তারা ঐ খবরটি ছেপে সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করেছে৷ তাই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যেতেই পারে এবং তাই নেয়াও হয়েছে৷ কিন্তু তদন্ত বা আইনি প্রক্রিয়া ছাড়া একটি সংবাদমাধ্যমের অফিসে তালা দেয়া বা বন্ধ করে দেয়া ঠিক হয়নি৷ কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের দায় পুরো প্রতিষ্ঠানের ওপর দেয়া ঠিক না৷''

তিনি অন্য একটি প্রশ্নের জবাবে বলেন, ‘‘এই ঘটনায় সংবাদমাধ্যম চাপ অনুভব করবে৷ তাছাড়া বিষয়টি খুব স্পর্শকাতর৷ আমরা সাংবাদিক নেতাদের সঙ্গে কথা বলে কী করণীয়, তা ঠিক করব৷''

মাহমুদ মেনন খান

This browser does not support the audio element.

অপরদিকে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম-এর হেড অফ নিউজ মাহমুদ মেমন খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলামেইল যা করেছে, এ জন্য তাদের দায় নিতে হবে৷ তবে সেটা কীভাবে হবে – সেই প্রশ্নটাই এখন আসল৷ সেটা কি বাংলামেইলে তালা মেরে বা পোর্টাল বন্ধ করে না দায়ীদের শাস্তি দিয়ে? আমি একজন সাংবাদিক হিসেবে মনে করি, প্রতিষ্ঠানের সবাই এর জন্য দায়ী নয়৷ ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেয়া ঠিক না৷''

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সাংবাদিকতায় দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে৷ দায়িত্বহীনতা সাংবাদিক এবং সংবাদমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করে৷ তবে এর ব্যাখা একেকজনের কাছে একেকরকম৷ তবে আমি মনে করি, এই ঘটনায় সংবাদমাধ্যমের ওপর চাপ পড়বে৷''

প্রসঙ্গত, বাংলাদেশে গত সপ্তাহে ৩৫টি নিউজ ও ব্লগ সাইট বন্ধ করে দিয়েছে বিটিআরসি৷ আইন-শৃঙ্খলা বাহিনীর অনুরোধে পোর্টালগুলো বন্ধ করা হয়েছে বলে জানা গেছে৷ বলা হচ্ছে, ঐ সাইটগুলোর বিরুদ্ধে উগ্রবাদের উসকানি দেয়ার অভিযোগ রয়েছে৷

বন্ধু, আপনি কি জয়কে নিয়ে ভুয়া খবরটি পড়েছিলেন? বাংলামেইলকে যে শাস্তি দেয়া হয়েছে, তা কি আপনি সমর্থন করেন? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ