পশ্চিমবঙ্গে নির্বাচনের মৌসুমে নাট্যমঞ্চেও লাগছে রাজনীতির রং৷ নাট্যমঞ্চে রাজনীতির প্রভাব কিংবা রাজনীতিতে নাট্যকর্মীদের সক্রিয়তা নতুন নয়৷ তবে নতুন সংগঠনের আত্মপ্রকাশের খবরে নতুনত্ব আছে বৈকি৷
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গে এক সময় প্রগতিশীল আন্দোলনের সমার্থক হয়ে উঠেছিল গ্রুপ থিয়েটার৷ বামফ্রন্টের আমলেও এই পরম্পরা অটুট ছিল৷ কিন্তু বাম শাসনের শেষ দিক থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের ডাকে রং বদলাতে থাকে৷ নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, বিভাস চক্রবর্তী, অর্পিতা ঘোষ প্রমূখ সরাসরি বিরোধীদের সমর্থনে এগিয়ে আসেন৷
ব্রাত্য বসু এখন তৃণমূল সরকারের মন্ত্রী আর অর্পিতা ঘোষ তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ সদস্য৷ চন্দন সেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, মেঘনাদ ভট্টাচার্য প্রমুখ নাট্যকাররা বাম ধারাকে এখনো বজায় রেখেছেন৷
শহরে নয়া নজির
বিধানসভা ভোটের কয়েক মাস আগেই নানা ইস্যুতে সরগরম পশ্চিমবঙ্গ৷ সংস্কৃতি জগতেও তার ছোঁয়া লেগেছে৷ এর আগে টালিগঞ্জ চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের নিয়ে সংগঠন তৈরি হয়েছিল বিজেপির পৃষ্ঠপোষকতায়৷ এবার নাট্যকর্মীদের বড় আকারের একটি সংগঠনে অংশীদার হতে চলেছে গেরুয়া শিবির৷
মেঘনাদ ভট্টাচার্য
আগামী ১৭ জানুয়ারি কলকাতার যোগেশ মাইম হলে একটি আলোচনা চক্রের আয়োজনে উপস্থিত থাকছেন কেন্দ্রের শাসকশিবিরের নেতা কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির রাজ্য সম্পাদক ও থিয়েটারকর্মী শর্বরী মুখোপাধ্যায়, অভিনেত্রী পাপিয়া অধিকারী ও প্রাক্তন সাংসদ অনুপম হাজরা৷ ‘দ্য লিবারাল থিয়েটারস্ কনফেডারেশন’ সংগঠনের আহ্বানেই এই জমায়েত৷
২০১৮ সালে তৈরি এই সংগঠন পশ্চিমবঙ্গের নাট্যকর্মীদের সমস্যা, নিরাপত্তা, উন্নতিসহ সার্বিক দিক নিয়ে কাজ করতে চায়৷ থিয়েটারের সঙ্গে যুক্ত বিভিন্ন জেলার ৬৮৬ টি দল ইতিমধ্যে এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে৷ সংগঠনের অন্যতম সদস্য ‘বোড়াই ইতি থিয়েটার’-এর সৃজিত ঘোষের ব্যাখা, ‘‘বাংলায় এই সংগঠন আরও আগে তৈরি হওয়া উচিত ছিল৷ বাংলা থিয়েটারের রন্ধ্রে রন্ধ্রে সমস্যা৷ অতীতে আমরা নাট্যকর্মীদের অর্থনৈতিক ও শারীরিক সমস্যায় সহযোগিতা করেছি৷ লকডাউনেও তাদের পাশে থাকার চেষ্টা করেছি৷ এবার নিরাপত্তার জন্য নাট্যকর্মীদের জন্য অ্যাম্বুলেন্স, আবাসনের ব্যবস্থা করতে চাই৷’’
ঢাকার জনপ্রিয় মঞ্চ নাটক
বাংলাদেশে মঞ্চ নাটকের রয়েছে সুদীর্ঘ ঐতিহ্য, অসংখ্য গুণী টেলিভিশন-চলচ্চিত্র অভিনয় শিল্পী এসেছেন এখান থেকে৷ ঢাকায় বিভিন্ন সময়ে মঞ্চস্থ হওয়া জনপ্রিয় কিছু নাটকের কথা থাকছে এই ছবিঘরে৷
ছবি: DW/M. Rahman
রক্তকরবী
রবীন্দ্রনাথ ঠাকুরের এ নাটক ঢাকার মঞ্চে এনেছিল নাগরিক নাট্য সম্প্রদায়। নাটকের নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। নাটকটি এখনো জনপ্রিয়, নিয়মিত মঞ্চস্থ হচ্ছে ঢাকার মঞ্চে।
ছবি: DW/M. Rahman
নূরলদীনের সারাজীবন
সৈয়দ শামসুল হক রচিত নাটকটি সর্বপ্রথম মঞ্চে আসে ১৯৮২ সালে৷ আলী যাকেরের নির্দেশনায় নাটকটি প্রথম মঞ্চস্থ করে নাগরিক নাট্য সম্প্রদায়। ইতিহাসের কৃষক বিদ্রোহের নেতা নূরলদীনের জীবন চেতনা নিয়ে নির্মিত এ নাটকের কাহিনী।
ছবি: Nagorik Natya Sampraday
বিচ্ছু
ফরাসি নাট্যকার মলিয়রের এই নাটক ১৯৯১ সালে মঞ্চে আনে নাট্যকেন্দ্র৷ নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। ১৯৯৭ সাল পর্যন্ত ঢাকায় নিয়মিত মঞ্চস্থ হয়েছে নাটকটি। পরে বিচ্ছিন্নভাবে কিছু প্রদর্শনী হয়েছে।
ছবি: Natya Kendra
কঞ্জুস
লোক নাট্যদলের দর্শকনন্দিত নাটক ‘কঞ্জুস’। ফরাসি নাট্যকার মলিয়ের ‘দ্য মাইজার’-এর অনুবাদ করে নাট্যরূপ দিয়েছেন তারিক আনাম খান৷ নাটকের নির্দেশনায় ছিলেন লিয়াকত আলী লাকী৷ গত ৩০ বছর ধরে নাটকটি নিয়মিতভাবে মঞ্চস্থ হয়ে আসছে। ২০১৭ সালের ডিসেম্বরে ৭০০তম প্রদর্শনী হয়েছে এই নাটকের৷
ছবি: Lok Natya Dol
যৈবতী কন্যার মন
নাট্যাচার্য সেলিম আল দীনের ‘যৈবতী কন্যার মন’ নাটকটি মঞ্চে এনেছিল ঢাকা থিয়েটার। এর নির্দেশনা দিয়েছিলেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। ২০০২ সাল পর্যন্ত নাটকটির নিয়মিত মঞ্চায়ন হয় ঢাকায়।
ছবি: Dhaka Theater
বিনোদিনী
ঢাকার ‘মঞ্চকমল’ হিসেবে পরিচিত শিমুল ইউসুফের অনবদ্য অভিনয়ে বাংলাদেশে দর্শকপ্রিয় হয়ে ওঠে নাটক ‘বিনোদিনী’৷ ঢাকা থিয়েটারের ৩১তম প্রযোজনা এটি৷ ‘বিনোদিনী দাসী’র আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার কথা’ ও ‘আমার অভিনয় জীবন’-এর আলোকে এ নাটকের নাট্যরূপ দিয়েছেন সাইমন জাকারিয়া। নাটকের নির্দেশনা দিয়েছেন নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু।
ছবি: Dhaka Theater
দেওয়ান গাজীর কিসসা
নাগরিক নাট্য সম্প্রদায়ের এ নাটক সর্বপ্রথম মঞ্চে আসে ১৯৭৭ সালে। বের্টল্ড ব্রেশটের মূল নাটকটির রূপান্তর ও নির্দেশনায় ছিলেন আসাদুজ্জামান নূর। নাটকের কেন্দ্রীয় দুই চরিত্র দেওয়ান গাজী ও মাখন চরিত্রে অভিনয় করেন আলী যাকের ও আবুল হায়াত৷
ছবি: Nagorik Natya Sampraday
বেহুলার ভাসান
বেহুলা লখিন্দর উপাখ্যান অবলম্বনে নাটক-চলচ্চিত্র হয়েছে ঢের৷ তবে ‘বেহুলার ভাসান’ নামে এর নাট্যরূপ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ৷ তাঁর নির্দেশনায় ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়।
ছবি: DW/M. Rahman
ম্যাকবেথ
উইলিয়াম শেকসপিয়ারের এই ট্রাজেডি মঞ্চে এনেছে পদাতিক নাট্য সংসদসহ একাধিক নাট্যদল৷ বহুল আলোচিত এই নাটকও মঞ্চায়ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ৷ বিভাগের অধ্যাপক ড. ইস্রাফিল শাহিনের নির্দেশনায় ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে তাদের প্রথম মঞ্চায়ন হয়৷ শিক্ষার্থীদের পরিবেশনারই ছবি এটি৷
ছবি: DW/M. Rahman
কথা ৭১
মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে লেখা ‘কথা ৭১’ নাটকটি মঞ্চে এনেছিল ঢাকা পদাতিক৷ কুমার প্রীতিশ বলের লেখা এই নাটকের নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।
ছবি: DW/M. Rahman
সময়ের প্রয়োজনে
শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ছোট গল্প অবলম্বনে ‘সময়ের প্রয়োজনে’ নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। নাটকটি প্রথম মঞ্চে আসে ২০০৫ সালে। এ নাটকটিও মুক্তিযুদ্ধভিত্তিক।
এ নাটকটি মঞ্চে এনেছে ঢাকা পদাতিক। দেশের মৎস্যজীবীদের কঠিন জীবনসংগ্রামের গল্প নিয়ে গড়ে উঠেছে নাটকের কাহিনি। নাটকটি রচনা করেছেন হারুন অর রশীদ এবং নির্দেশনা দিয়েছেন নাদের চৌধুরী।
ছবি: DW/M. Rahman
13 ছবি1 | 13
তৃতীয় বিশ্বে নাট্যকর্মীদের অবস্থা নিয়ে কজন ভাবেন? লকডাউনে সব বন্ধ ছিল বলে মানুষের অনুদান এসেছে৷ এখন হল খুলে যাচ্ছে৷ মানুষ কি তেমন অনুদান দেবেন? নাট্যকর্মীদের সংসার চলবে কী করে? সমাধানই-বা কোথায়? এসব প্রশ্নই সৃজিৎ-এর মতো ‘সরস্বতী কলামন্দির'–এর প্রবীর মণ্ডল, ‘কালিন্দী নাট্যসৃজন'-এর বিল্বদল চট্টোপাধ্যায়, নাট্যকার মৃণালজিৎ গোস্বামীদের ভাবিয়েছে৷ তাহলে ১৭ জানুয়ারি সংগঠনের আত্মপ্রকাশের পর লক্ষ্য কী? তাদের অভিযোগ, রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ নাট্য আকাডেমি কার্যত কোনো কাজই করে না৷ তাই নাট্য আকাডেমির দায়িত্বই পালন করবে ‘দ্য লিবারাল থিয়েটারস্ কনফেডারেশন'৷ পাশাপাশি ভাল হল তৈরি, ভাল অভিনেতা তৈরির মতো সামগ্রিক দিকেও নজর থাকবে৷
দলের অনুপ্রেরণা
নাট্যকর্মীরা জানান, দিল্লি থেকে বছরে ১২ কোটি, রাজ্য থেকে চার কোটি টাকা অনুদান আসে৷ সৃজিত বলেন, ‘‘আমাদের মনে হয়েছে বাংলা থিয়েটার দিল্লি নির্ভর৷ দিল্লি ছাড়া কাজ করার উপায় নেই, বাঁচার উপায় নেই৷ রাজ্যের সামর্থ্যও নেই, সাধও নেই!’’ নামপ্রকাশে অনিচ্ছুক এক নাট্যকর্মী বলেন, ‘‘থিয়েটার নিয়ে প্রধানমন্ত্রীর ৩০ মিনিটের একটি ভিডিও অনুপ্রাণিত করেছে আমাদের৷ দেরিতে হলেও অনান্য দলের তুলনায় বিজেপি নাট্যদলের অবস্থাটা বোঝার চেষ্টা করেছে৷’’
প্রবাদপ্রতিম নাট্যব্যক্তিত্ব মেঘনাদ ভট্টাচার্য ডয়চে ভেলেকে বলেন, ‘‘লকডাউনে আমরা নিজেরা নাট্যোৎসব করে টাকা তুলেছি৷ কিন্তু থিয়েটারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল মানুষদের জন্য পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকার কোনো আলাদা করে গ্রান্ট দেননি৷ তাই জাতীয় পুরস্কারজয়ী নাট্যব্যক্তিত্বদের সই নিয়ে দিল্লিতে পাঠিয়েছিলাম, তাতে দিল্লি কর্ণপাত করেনি৷ আজ হঠাৎ করে প্রায় একবছর পরে দিল্লি আমাদের সুবিধা করে দিচ্ছে, এটা অবান্তর৷’’
মেঘনাদ বলেন, ‘‘আসলে বিজেপি চাইছে নাট্যকর্মীদের মধ্যে ভাঙন তৈরি করে তাদের নিজস্ব ইউনিট তৈরি করতে, যেটা ভোটে কাজে লাগবে৷ সত্যি কাজ করার থাকলে অনেক আগেই করত৷’’
দেখুন গত সেপ্টেম্বরের ছবিঘর...
‘নিউ নর্মালে’ ফিরছে বিনোদন, খেলাধুলা
করোনার কারণে বিশ্বব্যাপী খেলাধুলা ও বিনোদন জগত একেবারে থমকে গিয়েছিল৷ এখন আবার সবকিছু শুরুর চেষ্টা চলছে, তবে স্বাস্থ্যবিধি মেনে৷
ছবি: Privat
স্বাস্থ্যবিধি মেনে নাটক, সিনেমার শুটিং
কোরবানির ঈদ থেকেই বাংলাদেশে সীমিত পরিসরে শুরু হয়েছে টিভি নাটকের শুটিং৷ ঢাকার অদূরে শুটিং স্পট পূবাইলে ২০-এর অধিক শুটিং হাউজের সবকটিই ব্যস্ত সময় পার করছে৷ ব্যস্ত উত্তরার শুটিং হাউজগুলোও৷ আর সেপ্টেম্বরের শুরু থেকেই একটু একটু করে জমতে শুরু করে ঢাকাই চলচ্চিত্রের প্রধান কেন্দ্র এফডিসি৷ ছবিতে সরকারি অনুদান পাওয়া ‘আশীর্বাদ’ চলচ্চিত্রের শুটিং দেখা যাচ্ছে৷
ছবি: Privat
শর্তসাপেক্ষে সিনেমা হল খুলছে
বাংলাদেশে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে৷ তবে শর্ত হিসেবে স্বাস্থ্যবিধি মেনে চলা ও আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি করতে বলা হয়েছে৷ দর্শকদের মাস্ক পরতে হবে৷ স্বাস্থ্যবিধি মানা না হলে হল বন্ধ করে দেয়া হতে পারে৷
ছবি: DW/M. Mamun
নাটকের মঞ্চায়ন
আগস্টে ঢাকার বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনের মঞ্চে আয়োজন করা হয় শূন্যনের নাটক ‘লাল জমিন’৷ সেপ্টেম্বর মাসে সপ্তাহের শুক্র ও শনিবার দুদিন নিজস্ব মহড়াকক্ষে স্বল্পসংখ্যক দর্শকের জন্য নাট্য প্রদর্শনীর আয়োজন করেছিল ‘প্রাচ্যনাট’৷
ছবি: Dhaka Theater
‘ড্রাইভ ইন মুভি ফেস্ট’
করোনার কারণে বিশ্বের অনেক দেশেই এ ধরনের চল দেখা গেছে৷ এবার বাংলাদেশেও সেটা আয়োজনের চেষ্টা চলছে৷ চলতি মাসেই এমন একটি উৎসব অনুষ্ঠিত হতে পারে৷
ছবি: picture-alliance/dpa
স্টেজে গাইতে না পারার আক্ষেপ
করোনার কারণে স্টেজে গান গাইতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন সাবিনা ইয়াসমিন৷ তবে সম্প্রতি তিনি সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন৷ কবরীর অনুদানের ছবি ‘এই তুমি সেই তুমি’ ছবিতে প্রথমবারের মতো সংগীত পরিচালনা করছেন তিনি৷ সম্প্রতি তেজগাঁওয়ের এক স্টুডিওতে নিজের সুর করা গানেই কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন৷
ছবি: Privat
জয়ার শর্ত
কঠোর স্বাস্থ্যবিধি মেনেই অনুদানের ছবি ‘বিউটি সার্কাস’এর শেষ দৃশ্য ধারণে অংশ নিয়েছেন অভিনেত্রী জয়া আহসান৷ এক্ষেত্রে জয়ার প্রথম শর্তই ছিল শুটিংয়ের সময় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে৷
ছবি: Privat
করোনার কারণে ছোট টিম
‘বিউটি সার্কাস’এর পরিচালক মাহমুদ দিদার জানান, অন্য সময় শুটিং টিমে প্রায় শতাধিক সদস্য থাকতো, এখন তা বড়জোর ২০-২৫ জনে নেমে এসেছে৷
ছবি: Privat
খুলছে শিল্পকলা একাডেমি
এ মাসেই শিল্পকলা একাডেমি খোলা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এমএ খালেদ৷ তিনি বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে একাডেমিতে প্রবেশ ও মিলনায়তনগুলোতে বসার ব্যবস্থা করা হবে৷ এ নিয়ে একটি নীতিমালা তৈরি হচ্ছে৷ যে নাট্যদলগুলো হল বরাদ্দ নেবে বা আবেদন করবে, তাদের এই নীতিমালা মেনে হল সরবরাহ করা হবে৷
ছবি: Privat
ভিড় বেশি, তাই আলো বন্ধ
১১ থেকে ২০ সেপ্টেম্বর বার্লিনে অনুষ্ঠিত হয়েছে ১৬তম ‘ফেস্টিভ্যাল অফ লাইটস’৷ এই সময় বার্লিনের বিভিন্ন ভবন আলোকিত করা হয়েছিল৷ তবে এ বছর আলো দেখতে আসা মানুষের ভিড় বেড়ে গেলে কিছু সময়ের জন্য আলো নিভিয়ে দেয়া হয়েছিল, যেন ভিড় কমে যায়৷ করোনার কারণে এই নিয়ম৷
ছবি: picture-alliance/Xinhua News Agency/S. Yuqi
অনলাইন কনসার্ট
সম্প্রতি ইতিহাসের প্রথম কোরিয়ান পপ ব্যান্ড হিসেবে যুক্তরাষ্ট্রের ‘বিলবোর্ড হট হান্ড্রেড’ সিঙ্গেলসের শীর্ষে উঠেছিল দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস-এর প্রথম ইংলিশ সিঙ্গেলস ‘ডায়নামাইট’৷ তবে করোনার কারণে কনসার্ট করতে পারছে না বিটিএস৷ তাই হতাশ সমর্থকদের আনন্দ দিতে অনলাইনে কনসার্ট করার সিদ্ধান্ত নিয়েছে তারা৷ সৌলে অনুষ্ঠিত কনসার্টটি ১০ ও ১১ অক্টোবর অনলাইনে লাইভস্ট্রিম করা হবে৷
ছবি: picture-alliance/Yonhap
অনলাইনে মিউজিয়াম
করোনার কারণে মিউজিয়াম বন্ধ করে দিতে বাধ্য হওয়ার পর অনেক মিউজিয়াম কর্তৃপক্ষ অনলাইনে তাদের সংগ্রহ দেখার ব্যবস্থা করেছিল৷ বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে মিউজিয়াম খুললেও অনলাইনের সুযোগ এখনো রেখে দিয়েছে অনেকে৷
ছবি: TU Darmstadt/Architectura Virtualis
দর্শকহীন মাঠে আন্তর্জাতিক ক্রিকেট
জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরেছিল৷ করোনার কারণে খেলা হয়েছে দর্শকশূন্য মাঠে৷ এছাড়া বল চকচকে দেখাতে থুথু মেশানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ এরপর পাকিস্তান, অস্ট্রেলিয়াও ইংল্যান্ড সফর করেছে৷
ছবি: Getty Images/AFP/A. Dennis
আইপিএল-ও ব্যতিক্রম নয়
নিজ দেশের পরিস্থিতি অনুকূলে না থাকায় সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ খেলা হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়াম৷ তবে টিভিতে আইপিএল দেখে রোমাঞ্চিত হচ্ছেন ক্রিকেটপ্রেমীরা৷ উপরের ছবিটি গতবছরের৷
ছবি: IANS
বাংলাদেশের ক্রিকেট
শ্রীলঙ্কায় কোভিড-১৯ নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্সের নিয়মের কারণে সে দেশে এখনই সফরে যেতে পারছেন না টাইগাররা৷ অথচ সেই সফর দিয়েই মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন তারা৷ অপেক্ষায় ছিলেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরাও৷ আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে না পারায় এখন ঘরোয়া ক্রিকেট চালু করতে চাইছে বিসিবি৷
ছবি: Getty Images/AFP/A. Ali
বিশ্ব ফুটবলেও দর্শকহীন ম্যাচ
করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া ইউরোপীয় ফুটবল ফিরেছিল মে মাসে৷ পথ দেখিয়েছিল জার্মানির বুন্ডেসলিগা৷ এরপর একে একে ইংল্যান্ড, ইটালি ও স্পেনের লিগও শুরু হয়৷ অবশ্যই দর্শকহীন স্টেডিয়ামে৷ স্থগিত থাকা গত মৌসুমের ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগও শেষ হয়েছে৷ এখন চলছে ২০২০-২১ মৌসুমের খেলা৷ ছবিতে এক সমর্থককে টিভিতে ২১ জুন অনুষ্ঠিত লিভারপুল-এভারটনের ম্যাচটি দেখতে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/M. Childs
আছে ব্যতিক্রমও
২৪ সেপ্টেম্বর হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত উয়েফা সুপার কাপ ফাইনালের সময় স্টেডিয়ামে ১৫ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন৷ ইউরোপা লিগের সেরা সেভিয়াকে ২-১ গোলে হারায় চ্যাম্পিয়নস লিগের সেরা বায়ার্ন মিউনিখ৷ করোনার পর এই প্রথম দর্শকদের সামনে ফুটবল খেলেছে বায়ার্ন ও সেভিয়া৷ এছাড়া বুন্ডেসলিগার কিছু ম্যাচে অল্প সংখ্যক দর্শককে স্টেডিয়ামে উপস্থিত থাকতে দেয়া হচ্ছে৷
ছবি: Bernadett Szabo/AP Images/picture-alliance
বাংলাদেশের ফুটবল
ফুটবলপাড়া এখন ব্যস্ত নির্বাচন নিয়ে৷ করোনায় গিলে খেয়েছে পেশাদার ফুটবল লিগের একটি মৌসুম৷ বাতিল হয়েছে আন্তর্জাতিক ম্যাচও৷ আগামী ডিসেম্বর থেকে ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবল চালু হবার কথা৷
ছবি: Mir Farid
টেনিস
সম্প্রতি হয়ে গেল ইউএস ওপেন৷ তবে তাতে অংশ নেননি পুরুষ ও মহিলা এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও বিয়াঙ্কা আন্দ্রেস্কু৷ করোনা মহামারির স্বাস্থ্যঝুঁকির কারণে প্রথমজন এবং পরেরজন সে কারণেই যথাযথ প্রস্তুতি না নিতে পারায় অংশ নেননি৷ ডমিনিক থিয়েম ও নাওমি ওসাকা হয়েছেন ইউএস ওপেনের নতুন রাজা-রানি৷