1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলার প্রেমে হাবুডুবু বিদ্যা বালন

১৯ জুলাই ২০১১

মাতৃভাষা তামিল৷ জন্ম কেরালায়৷ পেশায় অভিনেত্রী৷ কিন্তু বাংলার সঙ্গে যেন নাড়ির টান অনুভব করেন বলিউডের খ্যাতনামা তারকা বিদ্যা বালন৷ কারণ যে কী, তাও জানা নেই৷

বাংলার প্রতি ‘অন্ধ’ ভালবাসা বিদ্যা বালনেরছবি: UNI

কলকাতার ‘টলিউড'এ এক বাংলা ছবি দিয়েই অভিনয় জীবনের শুরু৷ ২০০৩ সালে গৌতম হালদার পরিচালিত ‘ভালো থেকো' ছবিতে তিনি দিব্যি বাংলা সংলাপ নিজেই বলেছিলেন৷ এরপর বলিউডেও এমন তিনটি ছবিতে অভিনয় করেছেন, যেগুলি কোনো না কোনো ভাবে বাংলার সঙ্গে যুক্ত৷ এখানেই শেষ নয়৷ কলকাতাকে তিনি দ্বিতীয় বাড়ি হিসেবে আপন করে নিয়েছেন৷ সুযোগ পেলেই কলকাতায় ছুটে আসেন৷ বলেছেন, সম্ভব হলে কোনো বাঙালি পুরুষকেই বিয়ে করবেন৷ বাংলার চলচ্চিত্র, বাংলার খাবার, বাংলা ভাষা-সংস্কৃতি, ফ্যাশন, গান – সবই বিদ্যার দারুণ পছন্দ৷

বাঙালি স্বামীর খোঁজে বিদ্যাছবি: AP

কিন্তু কেন যে বাংলার প্রতি এমন টান, তা জানেন না বিদ্যা৷ প্রথম দর্শনেই কলকাতা শহরের প্রেমে পড়ে গেছেন৷ বলছেন, ‘‘আমি এনিয়ে ভাবাই বন্ধ করে দিয়েছি৷ মা বলেন, নিশ্চয় আগের জন্মের কোনো যোগাযোগ ছিল৷ আমার জীবনে যে পুরুষ আসবে, তাকেও কলকাতার সঙ্গে আমার এই প্রেমের সম্পর্ক মেনে নিতে হবে৷''

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ