বাংলার বিকৃত উচ্চারণের জন্য গণমাধ্যমের একাংশ দায়ী
৯ জানুয়ারি ২০১২
বাংলার সঙ্গে ইংরেজি মিশিয়ে আবার বাংলা ধ্বনি পরিবর্তন করে বাংলা উচ্চারণের প্রবণতা দিন দিন বাড়ছে৷ আর এজন্য বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান দায়ী করছেন অধিকাংশ এফএম রেডিও এবং কিছু টেলিভিশন চ্যানেলকে৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন সস্তা জনপ্রিয়তা পেতে ইচ্ছাকৃতভাবে তারা একাজ করছেন তারা৷ ফলে বিকৃত উচ্চারণের পাশাপাশি বাংলা বলার সহজাত ঢংয়েও পরির্তন হচ্ছে৷ যা কোনভাবেই মেনে নেয়া যায়না৷ তিনি বলেন এটাকে জাতীয় অপরাধ হিসেবে দেখতে হবে৷
তিনি বলেন, এই বিকৃতি বন্ধ না করলে এর পরিণতি হবে ভয়াবহ৷ ফিলিপাইনে এই প্রবণতা রোধ করতে না পারায় তাদের এখন নিজস্ব ভাষা বলতে কিছু নেই৷ বাংলার মত একটি সমৃদ্ধ ভাষার এরকম পরিণতি হোক তা আমরা কেউই চাইনা৷ তিনি বলেন যারা এই বিকৃতি ঘটাচ্ছেন তারা বাংলা ভাষার শত্রু৷
শামসুজ্জামান খান বলেন বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে বাংলা একাডেমী পাঁচ খন্ডে বাংলা ব্যাকরণ প্রকাশ করছে৷ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং বাংলা সাহিত্যের ইতিহাস প্রকাশেরও কাজ চলছে৷ তার মতে, বাংলা একাডেমীকে শুধু বাঙালির মননশীলতার প্রতীক নয়, বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির দিকনির্দেশক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম