1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলার মাটিতে অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার হবে: শেখ হাসিনা

১৫ ডিসেম্বর ২০১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন শক্তিই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবেনা৷ অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, যারা যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা করেছিল তাদের বিচার করতে হবে আগে৷

‘যুদ্ধাপরাধীদের বিচার চাই...’ছবি: Dhaka National Archives

শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধী একাত্তরের ঘাতকদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেলেন৷ তিনিই স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেন৷ আর জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া তার ব্যতাক্রম নন৷ তিনি এখন একাত্তরের ঘাতকদের রক্ষায় আন্দোলন করছেন, করছেন লংমার্চ - বলেন প্রধানমন্ত্রী৷

শেখ হাসিনা বলেন, শহীদদের রক্তের সঙ্গে যারা বেঈমানি করবে তাদের দেশের মানুষ রেহাই দেবেন৷ একাত্তরের ঘাতকদের সহযোগিতা করার দায়ে খালেদা জিয়াকেও বিচারের মুখোমুখি করবে দেশের মানুষ, বলেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী বলেন, মানবতা বিরোধী সব অপরাধের প্রমাণ আছে৷ বাংলাদেশে অবশ্যই যুদ্ধাপরাধের বিচার হবে৷ কেউ এই বিচার বন্ধ করতে পারবেনা৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: dapd

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপি'র আলোচনা সভায় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, যারা যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা করেছিল তারাই আবার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে৷ যুদ্ধাপরাধীদের বিচার করতে হলে যারা তাদের ক্ষমা করছিল তাদের বিচার করতে হবে সবার আগে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ