বাংলার মাটিতে অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার হবে: শেখ হাসিনা
১৫ ডিসেম্বর ২০১১শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধী একাত্তরের ঘাতকদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেলেন৷ তিনিই স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেন৷ আর জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া তার ব্যতাক্রম নন৷ তিনি এখন একাত্তরের ঘাতকদের রক্ষায় আন্দোলন করছেন, করছেন লংমার্চ - বলেন প্রধানমন্ত্রী৷
শেখ হাসিনা বলেন, শহীদদের রক্তের সঙ্গে যারা বেঈমানি করবে তাদের দেশের মানুষ রেহাই দেবেন৷ একাত্তরের ঘাতকদের সহযোগিতা করার দায়ে খালেদা জিয়াকেও বিচারের মুখোমুখি করবে দেশের মানুষ, বলেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী বলেন, মানবতা বিরোধী সব অপরাধের প্রমাণ আছে৷ বাংলাদেশে অবশ্যই যুদ্ধাপরাধের বিচার হবে৷ কেউ এই বিচার বন্ধ করতে পারবেনা৷
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপি'র আলোচনা সভায় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, যারা যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা করেছিল তারাই আবার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে৷ যুদ্ধাপরাধীদের বিচার করতে হলে যারা তাদের ক্ষমা করছিল তাদের বিচার করতে হবে সবার আগে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক