1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলায় পথ চেনাচ্ছে গুগল

২৮ জুলাই ২০১৯

শখের মোটর সাইকেল নিয়ে রাস্তায় নেমেছেন, ঘুরে দেখতে চান ঢাকা৷ কিন্তু পুরান ঢাকার অলিগলির ঠিকানা আপনার ভালো জানা নেই৷ চিন্তা নেই, ‘গুগল ম্যাপস’ আপনার পাশে থাকছে বাংলা ভাষা নিয়ে৷ পথ দেখিয়ে নিয়ে যাবে গন্তব্যে৷

Bangladesch | Kameraauto Google Maps
ছবি: Mahbub Hasan

যাত্রার আগেই গুগল ম্যাপস অ্যাপটি চালু করুন৷ গন্তব্য লিখে দিলেই জানতে পারবেন কতোটা সময় লাগবে৷ সেইসঙ্গে রাইড চলাকালে শুনতে পাবেন বাংলায় পথ নির্দেশনা৷ ১৬ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এই সেবাটি বাংলাদেশে চালু করেছে টেক জায়ান্ট গুগল৷

গুগল বাংলাদেশ লোকাল গাইড মডারেটর মাহবুব হাসান জানিয়েছেন, গত কয়েকবছরে বাংলাদেশে ম্যাপ ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়েছে৷ রাইড শেয়ারিং কিংবা অন্য কোনো কারণে হোক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়াটা ভাবিয়েছে গুগলকে৷ তাই গুগল ম্যাপস অ্যাপে বাংলা সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি৷

মাহবুব হাসান আরো জানান, ‘‘গোটা বিশ্বের আঞ্চলিক ভাষাগুলোর দিকে নজর দিতে শুরু করেছে গুগল৷ তার ধারাবাহিকতায় গত তিন বছরে ৮৮টি নতুন ভাষা যুক্ত হয়েছে গুগলের পরিষেবায়৷‘‘

তিনি জানান, দেশের অনেক মানুষ গুগল ম্যাপস ব্যবহার করলেও ইংরেজি ভাষার কারণে অনেক কিছু বুঝতে অসুবিধা হতো৷ তাই মাতৃভাষায় অ্যাপটি আপডেট করার বিষয়টিও মাথায় ছিল গুগলের৷ 

‘‘বাংলা সুবিধা পেতে অ্যাপ থেকে ভাষা হিসেবে ‘বাংলা' নির্বাচন করতে হবে৷ সেলফোনের ভাষাতেও ‘বাংলা' নির্বাচন করলেও এই সেবা পাওয়া সম্ভব,'' জানালেন মাহবুব৷

এখানেই শেষ নয়৷ অ্যাপে নিরাপত্তা ফিচার ‘স্টে সেফার' সংযুক্ত করেছে গুগল৷ ভারতের পর বাংলাদেশের ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন৷ মাহবুব হাসান বলেন, এই ফিচারের মধ্য দিয়ে ব্যবহারকারী তাঁর অবস্থানটি পরিবার পরিজন বা কাঙ্খিত ব্যক্তির সঙ্গে শেয়ার করে রাখতে পারেন৷

এছাড়াও যাওয়ার পথে গাড়ি যদি নির্ধারিত পথ ছেড়ে পাঁচশো মিটার দূরে চলে যায়, তখনই সেলফোন অ্যালার্ম দেয়া শুরু করবে৷ অ্যালার্মের তীব্রতা ধাপে ধাপে বাড়বে, যেন ব্যবহারকারী বুঝতে পারেন তিনি ভুল পথে যাচ্ছেন৷

গুগল বাংলাদেশ লোকাল গাইড মডারেটর বলছেন, পাঁচশো মিটারের আগে সেলফোন কোনো সংকেত দেবে না৷ কারণ, গুগল তার অ্যালগরিদম ব্যবহার করে বিকল্প রাস্তা খুঁজে দেখবে৷ তিনি জানান, ‘‘কোনো বিকল্প রাস্তা পাওয়া না গেলে, ব্যবহারকারীকে যেমন সংকেত দেয়া হবে ঠিক তেমনি কাঙ্খিত ব্যক্তির কাছেও নোটিফিকেশন চলে যাবে৷''

যেমন চলছে

গুগলের নতুন সেবা নিয়ে কথা হয় ব্যবহারকারীদের সঙ্গে৷ সাংবাদিক আরিফুল ইসলাম জানান, ‘‘আমার কাছে গুগল ম্যাপে বাংলা ভাষা সংযোজন ভালো লেগেছে৷ স্বাভাবিকভাবে আমাদের দেশের বেশিরভাগ লোকেশন, প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, স্কুল-কলেজসহ যাবতীয় নামকরণ হয় বাংলায়৷ এই ফিচারের মাধ্যমে দ্রুত খুঁজে পাওয়া যায় গন্তব্য৷''

হেদায়েত উল্লাহ হানিফ পেশায় ভিডিও এডিটর হলেও বাইক তাঁর নিত্য সঙ্গী৷ তিনি জানিয়েছেন, ‘‘অনেকে আছেন যাঁরা ইংরেজি ঠিক মতো পড়তে পারেন না৷ এদিক থেকে স্বল্পশিক্ষিত মানুষদের জন্য এটা খুব কাজের হয়েছে৷ বিশেষ করে এখন যারা রাইড শেয়ারিং আপ্লিকেশন ব্যবহার করছে তাঁদের জন্য এই সুবিধাটা খুব দরকার ছিল৷''

তবে এই সুবিধাটি আপাতত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন৷ আইফোন ব্যবহারকারীদের আরো মাস ছয়েক অপেক্ষায় থাকতে হতে পারে বলে মনে করছেন মাহবুব হাসান৷ কারণ হিসেবে তিনি জানিয়েছেন, আইফোনের কোনো অফিসিয়াল সাপোর্ট বাংলাদেশে নেই৷

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ