1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাষা আন্দোলেনের ৬০ বছর

২১ ফেব্রুয়ারি ২০১২

বাংলা ভাষাকে বিশ্ব দরবারে সম্মানের আসনে প্রতিষ্ঠার শপথের মধ্য দিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি৷ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷

Bangladesh is paying homage to the martyrs of the historic Language Movement of 1952 to mark 'Amar Ekushey' – the Language Martyrs Day and UNESCO's International Mother Language Day. The Central Shaheed Minar is the main location of the celebrations. Copyright: DW/Harun Ur Rashid Swapan 21.02.12, Bangladesh
Language Movement Day, Bangladeshছবি: DW

তবে শহীদদের স্বপ্ন আজো পুরোপুরি পুরণ না হওয়ায় হতাশা রয়েছে সাধারণ মানুষের মধ্যে৷ আর রাজনীতিবিদরা এই দিনে যুদ্ধাপরাধী মুক্ত গণতান্ত্রিক এক বাংলাদেশ গঠনের কথা বলেছেন৷

কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের ঢল৷ মধ্যরাত থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত লাইন ধরে সব শ্রেনীর, সব বয়সের মানুষ শ্রদ্ধার্ঘ হাতে নত হন শহীদ মিনারের বেদিতে৷ শ্রদ্ধা জানান '৫২-এর ভাষা শহীদদের৷ যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন ২১শে ফেব্রুয়ারি৷ যাদের ত্যাগে আজ আমরা বাংলায় কথা বলি৷ বাংলা আমাদের মাতৃভাষা৷ আর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷

বাবা চান তার শিশুটিও যেন জানে এই আত্মত্যাগের কথা৷ জানে ভাষার জন্য সংগ্রামের কথা৷ বাংলা ভাষার প্রতি যেন তার জন্ম নেয় গভীর শ্রদ্ধা৷ তাই শহীদ মিনারে শিশুটিকেও নিয়ে আসা৷

বাংলা ভাষার ভবিষ্যৎ এদেরই হাতেছবি: DW

কিন্তু ভাষা আন্দোলেনের ৬০ বছরেও শহীদদের স্বপ্ন পুরোপুরি পুরণ না হওয়ায় অনেকের মধ্যেই ক্ষোভ৷ তারা চান সর্বস্তরে বাংলার ব্যবহার আর শোষণ এবং দারিদ্র্যমুক্ত একটি দেশ৷

তবে আশা ছাড়েননি অনেকেই ৷ ভাষা সৈনিক আব্দুল মতিনসহ অনেকেই মনে করেন, শহীদদের স্বপ্ন পুরণ হবেই৷ বাংলা তার মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে৷

শহীদ মিনারে ফুল দিতে এসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির এক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নের কথা বলেন৷ আর আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশের কথা৷

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান বিদেশী নাগরিকরাও৷

মধ্যরাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার শ্রদ্ধার্ঘ অর্পণের মধ্য দিয়ে শহীদ দিবসের কর্মসুচি শুরু হয়৷এর পর সারাদিন লাখো মানুষের শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনার৷ বাঙালির স্মৃতির মিনার৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ