1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসাবে গ্রহণ করা উচিৎ’

৭ অক্টোবর ২০০৯

বাংলার পাশাপাশি জার্মান এবং জাপানি ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষার তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে বাংলাদেশ৷ বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার এই কথা বলেন৷

বিশ্বের ২৫ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন (ফাইল ফটো)ছবি: AP

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসাবে অন্তর্ভুক্ত করার অনুরোধ রাখেন বিশ্ব নেতাদের কাছে৷

আশরাফুল ইসলাম বলেন, এখন বিশ্বের ২৫ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন৷ ভাষার জন্য প্রাণ দিয়েছেন তরুণ বাঙালিরা৷ যা বিশ্বের ইতিহাসে বিরল৷ তার প্রতি সম্মান জানিয়ে ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে৷

আশরাফুল ইসলাম বলছেন, শুধু মাত্র এতো বেশি সংখ্যক মানুষ বাংলা ভাষায় কথা বলে সেই জন্যই নয়, বাংলা ভাষার জন্য যে আত্মত্যাগ- সেই কারণে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসাবে গ্রহণ করা উচিৎ৷

বর্তমানে জাতিসংঘের সকল বৈঠক এবং কাগজপত্র তৈরি হয় ছয়টি ভাষায়৷ সেগুলো হলো আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রাশিয়ান এবং স্প্যানিশ৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ