1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলা ভাষার ইতিহাস

২২ ফেব্রুয়ারি ২০১৩

বলা হয়, বর্তমান তরুণ প্রজন্ম বই পড়ার চেয়ে মোবাইল বা ল্যাপটপে সময় কাটাতেই বেশি পছন্দ করে৷ ফলে তাদের কাছে কোনো তথ্য পৌঁছে দিতে এসব ডিভাইসের ব্যবহার সফলতা নিয়ে আসতে পারে৷

ছবি: picture-alliance/AP

এই লক্ষ্যেই বাংলা ভাষার ইতিহাস নিয়ে তৈরি হলো মোবাইল অ্যাপ ‘আমার বাংলা ভাষা'৷ তৈরি করেছে ‘পাওয়ার গ্রুপ বিডি' নামে সাতজনের একটি দল৷ তাদেরই একজন সাব্বির আহমেদ খান৷ ডয়চে ভেলেকে সাব্বির বলেন, এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস, এর প্রচলন, ভাষা আন্দোলন ও তাতে ভাষা শহীদদের অবদান সম্পর্কিত নানা তথ্য জানা যাবে৷ এসব বিষয়ে অডিও ও ভিডিও সংযোজন করা হয়েছে অ্যাপটিতে৷

‘আমার বাংলা ভাষা’

This browser does not support the audio element.

সাব্বির বলেন, প্রয়োজনীয় তথ্য পেতে তারা এ সংক্রান্ত বিভিন্ন বই ও ওয়েবসাইটের সাহায্য নিয়েছেন৷ আপাতত গুগলের অ্যাপ স্টোর থেকে এটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে৷ আইফোন আর আইপ্যাড ব্যবহারকারীদের কথা বিবেচনা করে তাদের জন্যও অ্যাপটি তৈরির করার কাজ চলছে৷ অ্যাপটি পেতে ক্লিক করুন এখানে

এর আগে গত বিজয় দিবসে ‘বাংলাদেশ' নামে আরেকটি অ্যাপ তৈরি করেছিল সাব্বির ও তাঁর দল৷ তাতে বাংলাদেশের ইতিহাসের পাশাপাশি মুক্তিযুদ্ধকালীন ছবি ও ভিডিও যোগ করা হয়েছে৷ এই অ্যাপটি পেতে ক্লিক করুন এখানে

সাব্বির ও তাঁর দলছবি: Powergroupbd

সাব্বির বলেন বর্তমান তরুণ প্রজন্ম বিভিন্ন ডিভাইস নিয়েই সময় কাটায়৷ তাই আমরা চেয়েছি আমাদের গৌরবের ইতিহাসগুলো এই ডিভাইসে নিয়ে যেতে৷ এতে করে যারা এই ইতিহাস জানে না তারা সহজেই তা জানতে পারবে৷

ভবিষ্যতে ২৬শে মার্চ ও পহেলা বৈশাখ নিয়েও অ্যাপ তৈরির পরিকল্পনা করছেন সাব্বির ও তাঁর বন্ধুরা৷ এই দলে আরও রয়েছেন বিক্রম দাস, নিরুপমা সাহা, কাজী রিফাত হাসান, জাহ্রা জাহান পার্লিয়া, শ্যামশ্রী রায় ও নাফিস রহমান৷ তারা সবাই আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে লেখাপড়া করেছেন একসঙ্গে৷

সাক্ষাৎকার: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ