1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলা ভাষা

২৯ ফেব্রুয়ারি ২০১২

বায়ান্ন’র একুশে ফেব্রুয়ারির সর্বকনিষ্ঠ ভাষা আন্দোলনকারী সম্ভবত অধ্যাপক আনোয়ার হোসেন৷ চাচার কাঁধে চড়ে তিনি শরিক হন মিছিলে৷ মহান শহীদ দিবসের ষাট বছর পূর্তিতে এই আন্দোলনকারী জানালেন, বাংলা ভাষা ঠিকভাবে এগিয়ে যেতে পারেনি৷

ছবি: DW

বায়ান্ন'র ফেব্রুয়ারিতে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন'এর বয়স ছিল সাড়ে চার বছর৷ তিনি তখন বাংলাদেশের রংপুরে অবস্থান করছিলেন৷ সেই ছোট্ট বয়সের এক স্মৃতি এখনো মনে করতে পারেন অধ্যাপক আনোয়ার৷ ভাষা আন্দোলনের স্মৃতি৷ ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ছোট চাচা আমাকে কাঁধে তুলে নিয়ে চলে যান মিছিলে৷ আমাকে তিনি বলে দিয়েছিলেন, আমি যা বলবো, করবো, তুই তা করবি৷ ছোট চাচা কী শ্লোগান দিচ্ছে আমি লক্ষ্য করতাম৷ রাষ্ট্রভাষা বাংলা চাই, আমিও বলবার চেষ্টা করতাম তখন আধো আধো বুলিতে৷ আর ছোট চাচা যখন হাত তুলতেন আমিও হাত তুলতাম৷''

বর্তমানে ইংরেজি দৈনিক ডেইলি সান'এর সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক তিনি৷ বায়ান্ন'র একুশে ফেব্রুয়ারির পর পেরিয়েছে ষাটটি বছর৷ এই দীর্ঘ সময়ে বাংলা ভাষার এগিয়ে চলা সম্পর্কে জানতে চাইলে, খানিকটা হতাশার সুর শোনা গেল অধ্যাপকের গলায়৷ তিনি মনে করেন, বাংলাদেশ ভাষাভিত্তিক জাতীয়তাবাদের উপর দাঁড়িয়ে থাকলেও বাংলা ভাষার আশানুরূপ অগ্রগতি হয়নি৷ অধ্যাপক আনোয়ার বলেন, ‘‘বাংলা ভাষা এগিয়ে চলেনি, এটাই হচ্ছে দুঃখজনক একটি বাস্তব সত্য৷ স্বাধীনতার পরে বাংলাভাষা লালনের ক্ষেত্রে, চর্চার ক্ষেত্রে আমরা যে শৈথিল্যের পরচিয় দিয়েছি, সেটি অত্যন্ত দুঃখজনক৷ বাংলা লেখায় ব্যাকরনগত অশুদ্ধি প্রচুর পরিমানে থাকছে, অশুদ্ধ উচ্চারন রয়েছে -- এসবকিছুই যথেষ্ট বেদনাদায়ক৷''

বর্তমানে বেসরকারি রেডিও এবং টেলিভিশনে বাংলা এবং ইংরেজির মিশ্রণে ‘বাংলিশ' ভাষার প্রচলন শুরু হয়েছে৷ বিভিন্ন টেলিভিশন নাটকেও ব্যবহার হচ্ছে আঞ্চলিক ভাষা৷ অধ্যাপক আনোয়ার এই চর্চার সমালোচনা করেন৷ তিনি বলেন, ‘‘ভাষার দিক থেকে বিবেচনা করলে অতি সম্প্রতি আরেকটি সংকট শুরু হয়েছে৷ সেটি হচ্ছে আমাদের কিছু প্রাইভেট রেডিও চ্যানেল হয়েছে৷ সেখানে বাংলা-ইংরেজি খিচুড়ি মিশিয়ে একধরনের বাংলা ভাষা ব্যবহার হচ্ছে, যেটা আবার তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে যাচ্ছে৷''

একাধিক উপায়ে বাংলা ভাষার উন্নয়ন সম্ভব, মনে করেন অধ্যাপক আনোয়ার৷ বাংলা ভাষার ব্যবহার সম্পর্কে সম্প্রতি হাইকোর্টের একটি রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি৷ একইসঙ্গে বাংলায় বক্তব্য প্রদানকালে রাজনীতিবিদদেরকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ