1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাইক চালিয়ে নারিকেল গাছে!

৫ জুন ২০১৯

নারিকেল গাছে ওঠা খুবই কঠিন কাজ৷ হ্যাঁ, এতদিন তা-ই ছিল৷ কিন্তু ভারতের এক কৃষক সেই কাজটাকে একেবারে সহজ করে ফেলেছেন৷ বাইক চালিয়ে গাছের মগডালে উঠতে পারেন তিনি৷

Mosambik Palmöl in Inhambane
ছবি: DW/L. da Conceição

ব্যাপারটা সত্যিই অবিশ্বাস্য৷ না দেখলে কারো হয়ত বিশ্বাসই হতো না৷ একজন ছোট্ট একটা ভিডিও টু্ইট করেছেন আর সেই ভিডিও দেখেই সবার চক্ষু চড়কগাছ – এভাবেও গাছে ওঠা যায়!

ভিডিওতে দেখা যায়, নারিকেল গাছের কাছে মোটর বাইকের মতো হ্যান্ডেল লাগানো ছোট্ট একটা বাহন,  লুঙ্গি পরা এক কৃষক এসে সেই বাহনে বসলেন৷ তারপর চালিয়ে দিলেন সেই বাহন৷ চোখের পলকে অনায়াসে কৃষককে নিয়ে সেই বাহন উঠে গেল নারিকেল গাছে৷

নিজের তৈরি করা বাহনটিকে গাছের একেবারে ওপরে উঠে থামালেন, তারপর গাড়ির মতো ব্যাক গিয়ার চেপে খুব সহজে নেমেও এলেন নীচে৷

ভিডিওটি যে শুধু ভাইরাল হয়েছে তা-ই নয়, ভারতের গণমাধ্যমের খবরেও উঠে এসেছে এক কৃষকের অবাক করা সাফল্যের গল্প৷অভিনব এই আবিষ্কারের জন্য কৃষকের প্রশংসা করছেন সবাই৷ তবে তাঁর নাম, পরিচয় এখনো জানা যায়নি৷

এসিবি/কেএম (টাইমস অফ ইন্ডিয়া)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ