1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাইডেনকে বিশ্ব নেতাদের অভিন্দন

৮ নভেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা৷ শুভেচ্ছা জানিয়েছেন ভাইস-প্রেসিডেন্ট হতে যাওয়া কমলা হ্যারিসকেও৷ সাফল্য কামনার পাশাপাশি বাইডেনের সাথে একত্রে কাজ করার প্রত্যাশা তাদের৷

USA Wilmington | Joe Biden und Jill Biden
ছবি: Andrew Harnik/AFP/Getty Images

ট্রান্স-আটলান্টিক বন্ধুত্ব গুরুত্বপূর্ণ: আঙ্গেলা ম্যার্কেল

প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে জেতায় জো বাইডেনকে দেওয়া অভিনন্দন বার্তায় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেন, ‘‘অ্যামেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেন৷ আমি তার সৌভাগ্য ও সাফল্য কামনা করি৷ যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস-প্রেসিডেন্ট হতে যাওয়া কমলা হ্যারিসকেও অভিনন্দন জানাই৷’’

বাইডেনের সাথে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করে ম্যার্কেল আরো বলেন ‘‘বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমাদের ট্রান্স-আটলান্টিক বন্ধুত্ব গুরুত্বপূর্ণ৷’’

ঐতিহাসিক অর্জন: বরিস জনসন

জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘‘যুক্তরাষ্ট্র হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু৷’’ বাইডেনের সাথে জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা ও বাণিজ্য সম্প্রারণে একসাথে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি৷

ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের জয়কে তিনি ‘ঐতিহাসিক অর্জন' বলে মন্তব্য করেন৷

বিশ্বমঞ্চে আমাদের বন্ধুত্ব অনন্য: জাস্টিন ট্রুডো

নিজ দেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘অনন্য' উল্লেখ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জো বাইডেন ও কমলা হ্যারিসকে দেওয়া অভিনন্দন বার্তায় বলেন, ‘‘আমাদের দু'দেশ হলো পরস্পর বন্ধু, সহযোগী ও মিত্র৷ আমাদের এ সম্পর্ক বিশ্বমঞ্চে অনন্য৷ ভবিষ্যতে একসাথে কাজ করার অপেক্ষায় আছি’’

একসাথে অনেক কাজ করার আছে: এমানুয়েল মাক্রোঁ

নির্বাচনে জেতায় জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷ এ বিষয়ক এক টু্ইটে তিনি বলেন, ‘‘বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে অনেক কাজ করতে হবে৷ চলুন আমরা একসাথে কাজ করি৷’’

ইন্দো-অ্যামেরিকা সম্পর্ক দৃঢ় করার আহ্বান মোদির

জো বাইডেন ও কমলা হ্যারিসকে নির্বাচনে জয়ের অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টুইটারে দেওয়া এক বার্তায় তিনি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন৷

শান্তি প্রতিষ্ঠায় একসাথে কাজ করার আশা ইমরান খানের

প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিসকে দেওয়া অভিনন্দন বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সাথে গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও আফগানিস্তানসহ এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় একসাথে কাজ করার অপেক্ষায় আছেন৷

অভিনন্দন শেখ হাসিনার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

তাছাড়াও জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা, ইটালির প্রধানমন্ত্রী জুসেপে কন্টে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন, ন্যাটোর প্রধান ইয়েনস স্টল্টেনব্যার্গের জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন ৷

আরআর/এআই (রয়টার্স, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ