1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাইডেনের আগমনে ডলারের দরপতন

২১ জানুয়ারি ২০২১

করোনা মোকাবিলায় বাইডেন প্রশাসন সম্প্রতি ১.৯ ট্রিলিয়ন ডলারের (প্রায় এক কোটি ৬১ লাখ কোটি টাকা) রিলিফ প্যাকেজের পরিকল্পনা ঘোষণা করে৷ বৃহস্পতিবার কয়েকটি উল্লেখযোগ্য মুদ্রার বিপরীতে ডলারের মান পড়ে যাওয়ার এটি একটি কারণ৷

Corona-Hilfe: Mehr als 100 Österreicher bekommen Scheck von Trump
ছবি: picture-alliance/dpa/A. Burgi

রিলিজ প্যাকেজের জন্য মার্কিন অর্থনীতিতে প্রবৃদ্ধি আসবে এই আশায় ‘সেফ-হেভেন কারেন্সি' বলে পরিচিত মুদ্রাগুলোরচাহিদা কমে গেছে৷ যেসব দেশের আইন ও প্রশাসনিক ব্যবস্থা স্থিতিশীল, দুর্নীতিকম, যাদের ক্রয়ক্ষমতা স্থিতিশীল, অর্থব্যবস্থাপনা ও রাজনৈতিক পরিস্থিতি ভালো সেসব দেশের মুদ্রাকে সাধারণত সেফ-হেভেন কারেন্সি হিসেবে ধরা হয়৷

বৃহস্পতিবার এশিয়ায় টানা তৃতীয়দিনের মতো ক্যানাডীয় ডলারের বিপরীতে মার্কিন ডলার ০.২ শতাংশ পড়ে গেছে৷ নরওয়েজিয়ান ক্রোনার  বিপরীতেও ডলার ০.৪ শতাংশ পড়েছে৷

আরেকটি সেফ-হেভেন কারেন্সি জাপানের ইয়েনের বিপরীতে ডলারের মান ০.২ শতাংশ কমে গেছে৷

ইউরো, অস্ট্রেলিয়ার ডলারের বিপরীতেও ডলারের একই চিত্র দেখা গেছে৷

জেডএইচ/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ