বাইডেনের 'ইমপিচমেন্ট তদন্তে'র পক্ষে ভোট মার্কিন কংগ্রেসে
১৪ ডিসেম্বর ২০২৩
অ্যামেরিকার হাউস অফ রিপ্রেসেনটেটিভে জো বাইডেনের ইমপিচমেন্ট তদন্তের পক্ষে ভোট। পাল্টা বিবৃতি প্রেসিডেন্টের।
বিজ্ঞাপন
বাইডেন তার ছেলের ব্যবসায় অবৈধ এবং বিতর্কিতভাবে যুক্ত। এই অভিযোগে বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্তের প্রস্তাব আনা হলো মার্কিন হাউস অফ রিপ্রেসেনটেটিভে। বুধবার প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২২১টি। বিপক্ষে ২১২টি। বোঝাই যাচ্ছে, রিপাবলিকানদের দখলে থাকা হাউস অফ রিপ্রেসেনটেটিভে সমস্ত রিপাবলিকান প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। ডেমোক্র্যাটেরা সমকলেই বিরোধিতা করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলের নাম হান্টার। তার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন উঠছে। বিতর্কিত সেই ব্যবসায় বাইডেনও যুক্ত বলে অভিযোগ উঠেছে। তার পরিপ্রেক্ষিতে বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা উচিত এমন দাবি উঠেছে। হাউসের সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থি গত ১২ সেপ্টেম্বর বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্তের নির্দেশ দিয়েছিলেন। হোয়াইট হাউস অবশ্য তা বাতিল করে দিয়েছিল।
কেন মাঝপথে সাংবাদিক সম্মেলন ছেড়ে চলে গেলেন বাইডেন?
সোমবার ক্যালিফোর্নিয়া যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে কোনো প্রশ্নের জবাব না দিয়ে চলে গেলেন জো বাইডেন। কেন?
ছবি: Leah Millis/REUTERS
ব্যাংক বন্ধ নিয়ে প্রশ্ন এড়াতে
অ্যামেরিকায় সিলিকন ভ্যালি ব্যাংক(এসভিবি) ও সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় আলোড়ন পড়ে গেছে। সোমবার বাইডেন এই ব্যাংক বন্ধ নিয়ে বিবৃতি মিনিট পাঁচেক ধরে পড়ে শোনান। তারপরই তিনি কোনো প্রশ্নের জবাব না দিয়ে সাংবাদিক সম্মেলন ছেড়ে চলে যান। তারপরই বাইডেনের এই আচরণ নিয়ে সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
ছবি: Mandel Ngan/AFP
ব্যাংক বন্ধ
গত শুক্রবার ক্যালিফোর্নিয়ায় এসভিবি ও রোববার নিউ ইয়র্কে সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ মনে করছে, এসভিবির যে সম্পদ আছে তা দিয়ে আমানতকারীদের টাকা ফেরত দেয়া সম্ভব হবে৷ কিন্তু তা সত্ত্বেও অ্যামেরিকায় এই ব্যাংকের গ্রাহকেরা আতঙ্কে ভুগছেন। হঠাৎ পরপর দুইটি ব্যাংক বন্ধ হওয়ায় তারা অশনি সংকেত দেখছেন।
ছবি: Noah Berger/AFP/Getty Images
বাইডেনকে প্রশ্ন
বাইডেন যখন প্রশ্ন না নিয়ে সাংবাদিক সম্মেলন ছেড়ে চলে যাচ্ছেন তখন এক সাংবাদিক চিৎকার করে বলেন, আপনি এখন ব্যাংক বন্ধ হয়ে যাওয়া নিয়ে কী জানেন, কেন এই ঘটনা ঘটলো? আপনি কি অ্যামেরিকাকে আস্বস্ত করতে পারেন যে, এর প্রতিক্রিয়া খুব বেশি হবে না? আরেক সাংবাদিক প্রশ্ন করেন, আপনি কি প্রত্যাশা করেন যে, আর কোনো ব্যাংক বন্ধ হবে না?
ছবি: Saul Loeb/AFP
আগেও করেছেন
বাইডেন এভাবে আগেও মাঝপথে সাংবাদিক সম্মেলন ছেড়ে চলে গেছেন। কোনো গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইভেন্ট বা যেখানে অস্বস্তিকর প্রশ্ন আসতে পারে, সেখানে তিনি কোনো প্রশ্নের জবাব না দিয়ে অতীতেও চলে গেছেন।
ছবি: Mandel Ngan/AFP
সমালোচনার ঝড়
বাইডেন যেভাবে প্রশ্নের জবাব না দিয়ে সাংবাদিক সম্মেলন ছেড়েছেন, তা নিয়ে সামাজিক মাধ্যমে, বিশেষ করে টুইটারে সমালোচনার ঝড় বয়ে যায়। প্রশ্ন ওঠে, এতবড় ব্যাংক ফেল করা নিয়ে বাইডেন পাঁচ মিনিট ভাষণ দেবেন, তারপর প্রশ্নের জবাব না দিয়ে চলে যাবেন? এজন্য কি তিনি ভোট পেয়েছিলেন? একজন বলেছেন, মার্কিন ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে বড় ব্যাংক ফেলের ঘটনা ঘটেছে, অথচ বাইডেন প্রশ্নের জবাব দেবেন না?
ছবি: Diptendu Dutta/AFP
সাফল্যের দাবি
সাংবাদিক সম্মেলন ছেড়ে যাওয়ার আগে বাইডেন আর্থিক ক্ষেত্রে সাফল্যের কথা বলেন। তিনি জানান, গত দুই বছরে আর্থিক বৃদ্ধির হার বেড়েছে। এক কোটি ২০ লাখ কর্মসংস্থান তৈরি হয়েছে। গত ১৪ মাস ধরে বেকারত্বের হার চার শতাংশের কম আছে। এভাবেই ব্যাংক ফেল হওয়ার ঘটনাকে অতটা গুরুত্ব না দিয়ে বাইডেন বোঝাবার চেষ্টা করেছেন, এখনও মার্কিন অর্থব্যবস্থা যথেষ্ট শক্তিশালী।
ছবি: Justin Sullivan/Getty Images
6 ছবি1 | 6
এদিনের ভোটের পর বাইডেন হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি জারি করেছেন। তাতে বলা হয়েছে, মিথ্যের উপর দাঁড়িয়ে এই প্রস্তাব নেয়া হয়েছে। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে একাজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। বিবৃতিতে বলা হয়েছে, তদন্তে স্পষ্ট বাইডেন তার বর্তমান অফিসে এমনকী, ভাইস প্রেসিডেন্ট থাকাকালীনও কখনো কোনো ঘুস নেননি।
রিপাবলিকানরা অবশ্য এসব শুনতে নারাজ। তবে একটি বিষয় স্পষ্ট, তারা কোনোভাবেই বাইডেনকে ক্ষমতাচ্যূত করতে পারবেন না। রিপাবলিকানরা হাউস অফ রিপ্রেসেনটেটিভে বাইডেনকে ইমপিচ করার প্রস্তাব গ্রহণ করলেও সেনেটে দুই-তৃতীয়াংশ ভোট তাদের পেতে হবে। কিন্তু সেনেটে তাদের সেই ক্ষমতা নেই। ডেমোক্র্যাটদের অভিযোগ, ডনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট প্রস্তাবের বদলা নিতেই বাইডেনের বিরুদ্ধে এই প্রস্তাব আনা হয়েছে।