বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট-তদন্তের নির্দেশ ম্যাকার্থির
১৩ সেপ্টেম্বর ২০২৩হোয়াইট হাউস জানিয়েছে, ম্যাকার্থির এই সিদ্ধান্ত 'চূড়ান্ত পর্যায়ের রাজনীতি' ছাড়া আর কিছু নয়।
মঙ্গলবার রিপাবলিকান স্পিকার এই অনুমতি দিয়েছেন। তার আগে দক্ষিণপন্থি কিছু সদস্য হুমকি দিয়েছিলেন, এই অনুমতি দেয়া না হলে, তারা ম্যাকার্থির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবেন।
স্পিকার কী বলেছেন?
স্পিকার ম্য়াকার্থি বলেছেন, ''তার ছেলে হান্টার বাইডেনের বিদেশি বাণিজ্যিক লেনদেন নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অ্যামেরিকার মানুষের কাছে মিথ্যা কথা বলেছিলেন। হাউস কমিটির তদন্তে দেখা গেছে, বাইডেন পরিবারের দুর্নীতির সংস্কৃতি আছে।''
ম্য়াকার্থি সাংবাদিকদের বলেছেন, ''আমি হাউস কমিটিগুলিকে নির্দেশ দিয়েছি, ইমপিচমেন্ট তদন্ত শুরু করতে। দেখা যাক, তথ্যপ্রমাণ আমাদের কোথায় নিয়ে যায়।''
তিনি জানিয়েছেন, ''বাইডেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদন্তে বাধা দেয়া ও দুর্নীতির অভিযোগ আছে। তার তদন্ত হওয়া দরকার।''
এই তদন্তের নেতৃত্ব দেবেন, ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কর্নার। তাকে সহযোগিতা করবেন বিচারবিভাগীয় কমিটির চেয়ারম্যান জেমস জর্ডন এবং ওয়েস অ্যান্ড মিনস কমিটির চেয়ারম্যান জেসন স্মিথ।
বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট, তখন থেকেই রিপাবলিকানরা হান্টার বাইডেনকে নিয়ে অভিযোগ করছে। তাদের অভিয়োগ, বাইডেনেরপদকে কাজে লাগিয়ে হান্টার ইউক্রেনের এনার্জি সংস্থা বুরিসমা-র বোর্ডে স্থান পেয়েছেন।
হো.য়াইট হাউস যা বলেছে
হোয়াইট হাউসের মুখপাত্র আয়ান স্যামস এক্স প্ল্যাটফর্মে বলেছেন, ''হাউসে রিপাবলিকানরা গত নয় মাস ধরে তদন্ত করেও কিছুই পায়নি।'' তার অভিযোগ, ''সবচেয়ে খারাপ ধরণের চরম রাজনীতি হচ্ছে।''
ডেমোক্র্যাটরা বলেছেন, ট্রাম্পের আইনি লড়াই থেকে মানুষের নজর অন্যদিকে সরাতে এই সব করা হচ্ছে। ট্রাম্প ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হতে চাইছেন। কিন্তু তার বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা চলছে।
বাইডেনের নির্বাচনী মুখপাত্র বলেছেন, এই তদন্ত নিছক রাজনৈতিক স্টান্ট ছাড়া আর কিছু নয়।
কতটা সফল হবে?
প্রেসিডেন্টকে ইমপিচ করার অধিকার মার্কিন কংগ্রেসের আছে। প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতি-সহ গুরুতর অপরাধের তদন্তও তারা করতে পারে। তবে তারপর হাউসে দুই তৃতীয়াংশ ভোটে বিচার করতে হবে এবং সেনেটে সংখ্যাগরিষ্ঠ ভোটে তা পাস করাতে হবে।
ফলে বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পাস হওয়ার আশা খুবই কম। সেনেটে ডেমোক্র্যাটদের সংখ্য়াগরিষ্ঠতা আছে। আর হাউসে রিপাবলিকানদের সংখ্যা ২২২ এবং ডেমোক্র্যাটদের ২১২।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)