ডনাল্ড ট্রাম্প তার দাতাদের বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন ‘গেস্টাপো প্রশাসন' চালাচ্ছেন৷ শনিবার দাতাদের সঙ্গে ব্যক্তিগত আলাপে ট্রাম্প এমন মন্তব্য করেন বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে৷
বিজ্ঞাপন
নাৎসি আমলের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল গেস্টাপো৷
নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন ট্রাম্প৷ ‘‘তারা গেস্টাপো প্রশাসন চালাচ্ছে,'' বলে এক অডিও রেকর্ডিংয়ে ট্রাম্পকে বলতে শোনা গেছে৷ নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট এই রেকর্ডিংটি শুনেছে৷
এ বিষয়ে ট্রাম্প ক্যাম্পেইনের কাছে জানতে চাইলে তারা উত্তর দেয়নি৷
তবে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেইটস এক বিবৃতিতে ট্রাম্পের বিরুদ্ধে ফ্যাসিবাদী বক্তব্যের সঙ্গে সুর মেলানোর অভিযোগ আনেন৷ তিনি বলেন, ট্রাম্প নব্য-নাৎসিদের সঙ্গে মধ্যাহ্নভোজ করছেন, আর বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব সমর্থন করছেন যার কারণে সাহসী অনেক পুলিশ অফিসারকে প্রাণ দিতে হয়েছে৷ ‘‘গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের চারপাশে অ্যামেরিকান জনগণকে একত্রিত করছেন প্রেসিডেন্ট বাইডেন - এটা এমন এক পদ্ধতি যা গত ৫০ বছরের মধ্যে সহিংস অপরাধ সবচেয়ে বেশি কমিয়েছে,'' বলেন বেইটস৷
অ্যাডভোকেসি গ্রুপ ‘জুইশ কাউন্সিল ফর পাবলিক অ্যাফেয়ার্স' নাৎসি তুলনার নিন্দা করেছে৷ সংস্থার প্রধান নির্বাহী অ্যামি স্পিটালনিক রোববার বলেন, ‘‘এরকম তুলনা সবসময়ই ভুল, আক্রমণাত্মক এবং নিন্দনীয়৷''
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে বেশি কিছু বর্ণবাদী ও উত্তেজনা তৈরি করে এমন বক্তব্য রেখেছেন৷ ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয় না পেলে সহিংসতা হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন ট্রাম্প৷ অভিবাসনপ্রত্যাশীদের তিনি প্রাণির সঙ্গে তুলনা করেছেন৷ গতবছর ট্রাম্প বলেছিলেন, অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে তারা ‘আমাদের দেশের রক্তকে বিষাক্ত করে তুলছেন'৷
জেডএইচ/কেএম (রয়টার্স)
পর্ন তারকার তথ্য গোপন-কাণ্ডে আদালতে ট্রাম্পের একদিন
মুখ বন্ধ রাখতে সাবেক পর্ন তারকাকে ঘুস দেয়ার অভিযোগে মামলা হয়েছিল আগেই৷ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত ডনাল্ড ট্রাম্প সেই মামলার শুনানিতে আদালতে গিয়েছিলেন মলিন মুখে...
ছবি: Yuki Iwamura/via REUTERS
ট্রাম্প টাওয়ার থেকে আদালতের পথে
সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে মোটা অঙ্কের টাকা দিয়ে সেই তথ্য গোপন রাখার অভিযোগের মামলায় সোমবার আদালতে যান ডনাল্ড ট্রাম্প৷ ছবিতে ম্যানহাটনের আদালতের উদ্দেশ্যে ট্রাম্প টাওয়ার থেকে বের হতে দেখা যাচ্ছে তাকে৷
ছবি: Stefan Jeremiah/AP/dpa/picture alliance
আদালতে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের কথা গোপন রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুস দিয়েছিলেন৷ পুরো বিষয়টি গোপন রাখতে ব্যবসায়িক তথ্য সংরক্ষণে জালিয়াতির অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে৷ ছবিতে আইনজীবী টড ব্ল্যাঞ্জের সঙ্গে ম্যানহাটন ক্রিমিনাল কোর্টে প্রবেশ করতে দেখা যাচ্ছে তাকে৷
ছবি: Victor J. Blue/Pool/Getty Images
শান্ত, নীরব ট্রাম্প
২০১৬-র নির্বাচনের আগে স্টর্মি ড্যানিয়েলসকে তথ্য গোপনের জন্য বিপুল অঙ্কের অর্থ দিয়ে থাকলেও তখন তার বিরুদ্ধে এ অভিযোগ ওঠেনি৷ বরং সেই নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হিসেবে ঘটনাবহুল এক মেয়াদ পূর্ণ করেছিলেন৷ তার বিরুদ্ধে প্রথমে গোপনে আর্থিক লেনদেনের অভিযোগ তোলেন নিউ ইউয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ৷ ছবিতে ম্যানহাটনের ফৌজদারি আদালতে নীরব শ্রোতা ট্রাম্প৷
ছবি: Brendan McDermid/REUTERS
সাংবাদিকদের মুখোমুখি
স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়টি গোপন রাখতে তাকে এক লাখ ৩০ হাজার ডলার দেয়ার অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন ট্রাম্প৷ সোমবার আইনজীবীও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টকে নির্দোষ প্রমাণের জন্য তথ্য এবং যুক্তি উপস্থাপন করেন৷ ছবিতে সোমবারের শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি ট্রাম্প৷
ছবি: Victor J. Blue/Pool/Getty Images
পাল্টা অভিযোগ
মামলাটিকে প্রথম থেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করছেন ডনাল্ড ট্রাম্প৷ আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে আবার প্রেসিডেন্ট নির্বাচন৷ সেই নির্বাচনে আবার রিপাব্লিকান দলের প্রার্থী ট্রাম্প৷ নির্বাচনি প্রচারণায় ভীষণ ব্যস্ত থাকার সময়েই আদালতে হাজিরা দিতে হলো তাকে৷ এ নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ৭৭ বছর বয়সি ট্রাম্প৷
ছবি: Yuki Iwamura/via REUTERS
মামলার সম্ভাব্য পরিণাম
মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হতে পারে৷ তবে জরিমানা দিয়ে কারাবাস এড়ানোর সুযোগও পেতে পারেন ডনাল্ড ট্রাম্প৷