প্রেসিডেন্ট জো বাইডেন একটি দীর্ঘমেয়াদি সংঘর্ষ-বিরতির প্রস্তাব দিয়েছেন। হামাস শর্ত মানলে ইসরায়েলও মানবে বলে অ্যামেরিকার ধারণা।
বিজ্ঞাপন
শুক্রবার একটি সংঘর্ষ-বিরতির খসড়া প্রকাশ করেছে অ্যামেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে এই প্রস্তাব দিয়েছেন বলে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে। শনি ও রোববার সেই প্রস্তাব নিয়ে ইসরায়েল ও হামাসের সঙ্গে আলোচনা করেছে মধ্যস্থতাকারী মিশর, কাতার ও অ্যামেরিকার প্রতিনিধিরা।
হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আপতচোখে বাইডেন যে প্রস্তাবটি দিয়েছেন, তা ইসরায়েলের অনুসারী। ফলে ইসরায়েলের প্রস্তাবটি নিয়ে আপত্তি থাকার কথা নয়। যদিও ইসরায়েল জানিয়েছে, প্রস্তাবটির কয়েকটি শর্ত নিয়ে তাদের আপত্তি আছে। কিন্তু হোয়াইট হাউস মনে করছে, হামাস এই শর্ত মেনে নিলে ইসরায়েলও তাতে সম্মত হবে।
গাজায় নিহত ত্রাণকর্মীকে পোল্যান্ডে চোখের জলে চিরবিদায়
ইসরায়েলের হামলায় আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাতজন কর্মী নিহত হন৷ পোলিশ এক ব্যক্তিও ছিলেন নিহতদের মধ্য়ে৷ পোল্যান্ডের শোকাহত প্রতিবেশীরা স্মরণ করলেন এই দরদী ত্রাণকর্মীকে৷
গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত পোলিশ সহায়তাকর্মী ড্যামিয়ান সোবোলকে বৃহস্পতিবার শ্রদ্ধা জানালেন তার শোকাহত প্রতিবেশীরা৷ দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে কাজ করতেন ড্য়ামিয়ান৷
পিএপি বার্তাসংস্থা জানিয়েছে, ড্যামিয়ান সোবোলকে শ্রদ্ধা জানাতে পোল্যান্ডের প্রজেমিসল ট্রেন স্টেশনের কাছে বৃহস্পতিবার শতাধিক ব্যক্তি জড়ো হন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে৷ ইউক্রেনীয়দের সাহায্য করার জন্য যে জায়গা থেকে তিনি ত্রাণের কাজ শুরু করেছিলেন সেখানে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় তাকে।
ড্যামিয়ানের মতো ত্রাণকর্মীরা গাজার ২৪ লাখ মানুষের কষ্ট খানিকটা লাঘব করার জন্য কাজ করছিলেন। ড্যামিয়ানের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না চেনাপরিচিতরা৷ ড্যামিয়ানের স্মরণসভায় ফুল দিতে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন তারা৷
ইউক্রেন এবং তুরস্কেও স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেছেন সোবোল৷ তার ছোটবেলার বন্ধু ক্রিজসটফ বুট্রা বুধবার বার্তাসংস্থা রয়টার্সকে এ কথা জানান। সোবলের সহকর্মী ও স্থানীয় সাহায্যকর্মী স্টেফান মস্কোভিজ বেসরকারি সম্প্রচারসংস্থা টিভিএনকে বলেন, ‘’ওর মৃত্যুর খবর মাথায় চরম আঘাতের মতো নেমে এসেছে।"
প্রেজেমিসল স্টেশনে ড্যামিয়ানের পাশাপাশি ইউক্রেনের শরণার্থীদের সহায়তা করতেন স্থানীয় সাহায্য কর্মী ওয়ালডেমার। তিনি বলেন, ‘’আসুন আমরা এটা মনে রাখি, যাতে অন্য মানুষজন খিদের কষ্টে মারা না যান, তাই ড্যামিয়ান সাহায্য করতে গিয়েছিলেন৷ আমরা এখানে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ শুরু করেছিলাম। ড্যামিয়ান স্বেচ্ছাসেবী হিসাবে অনেক দূর এগিয়েছিলেন৷ দুর্ভাগ্যবশত ইসরায়েল তাকে হত্যা করেছে।"
ইসরায়েলের দাবি, ভুলবশত ত্রাণ কর্মীদের হত্যা করা হয়েছে৷ ঘটনার পূর্ণ তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে তারা৷ এদিকে, পোলিশ কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের পাশাপাশি ইসরায়েলকে ক্ষমা চাইতে বলেছে৷ এছাড়াও ত্রাণকর্মীর পরিবারের জন্য ক্ষতিপূরণের আহ্বান জানিয়েছে।
ছবি: Leo Correa/AP Photo/picture alliance
6 ছবি1 | 6
এর আগে মধ্যস্থতাকারীদের প্রস্তাবে সাড়া দিয়ে গত নভেম্বর মাসে সাময়িক সংঘর্ষ-বিরতির প্রস্তাবে রাজি হয়েছিল ইসরায়েল এবং হামাস। সে সময় বেশ কিছু বন্দিকে মুক্তি দিয়েছিল হামাস, পরিবর্তে ইসরায়েল মুক্তি দিয়েছিল বেশ কিছু আটক হামাস নেতা-কর্মীকে। এরপর বার বার সংঘর্ষ-বিরতির প্রস্তাব নিয়ে আলোচনা হলেও তা সার্থক হয়নি। এবারের প্রস্তাব নিয়ে মধ্যস্থতাকারীরা আশাবাদী।
নতুন প্রস্তাবে তিনটি ধাপের কথা বলা হয়েছে। প্রথম ধাপে বলা হয়েছে, ছয় সপ্তাহের মধ্য়ে ইসরায়েলের সেনা গাজার সমস্ত জনবহুল অঞ্চল থেকে সরে যাবে। ওই সময়ের মধ্য়েই হামাস ৭ অক্টোবরের হামলায় আটক করা আরো কিছু বন্দিকে মুক্তি দেবে। পাশাপাশি ইসরায়েলকেও আরো কিছু ফিলিস্তিনি জেলবন্দিকে মুক্ত করতে হবে।
দ্বিতীয় ধাপে সমস্ত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে হবে। অন্য়দিকে ইসরায়েল গাজা থেকে সেনাবাহিনী সম্পূর্ণভাবে সরিয়ে নেবে।
তৃতীয় ধাপে গাজায় নতুন করে ভেঙে পরা ঘর-বাড়ির পুনর্গঠন শুরু হবে। মানুষের কাছে আরো বেশি করে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।
বাইডেন বলেছেন, এই প্রস্তাবে সমস্তরকম আলোচনার রাস্তা খোলা আছে। দুই পক্ষ সমস্ত শর্ত মেনে নিলে দীর্ঘমেয়াদি সংঘর্ষ-বিরতি সম্ভব বলেই বাইডেন মনে করেন। অ্যামেরিকার ধারণা, হামাস এই শর্ত মেনে নিলে ইসরায়েলও সম্মতি জানাবে। বিষয়টি নিয়ে সপ্তাহান্তে দুই পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়েছে মধ্যস্থতাকারীরা। ইসরায়েলের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রস্তাবে যে শর্তগুলি আছে, তার অনেককিছুই ইসরায়েলের পছন্দ নয়। কিন্তু তারপরেও ইসরায়েল এই প্রস্তাব মেনে নিতে প্রস্তুত কারণ, তারা দ্রুত বন্দিদের মুক্তি চায়।