রাশিয়া এবং অ্যামেরিকার বৈঠকে চীনের প্রসঙ্গ উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপন
বুধবার ঐতিহাসিক বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। জেনেভায় দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হওয়ার কথা। আলোচনায় চীনের প্রসঙ্গও উঠে আসতে পারে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা।
গত কয়েকবছরে রাশিয়ার সঙ্গে অ্যামেরিকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। একাধিক বিষয়ে রাশিয়ার চরম বিরোধিতা করেছে অ্যামেরিকা। অ্যামেরিকার নির্বাচনে রাশিয়ার গোয়েন্দাদের নাক গলানো নিয়েও তীব্র বিতর্ক হয়েছে। সম্প্রতি ন্যাটোর বৈঠকে রাশিয়ার চরম বিরোধিতা করেছে অ্যামেরিকা। এত কিছুর পরেও দুই দেশের রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক বৈঠকে বসতে রাজি হয়েছেন।
বস্তুত, জো বাইডেন পুটিনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে দুই রাষ্ট্রপ্রধানই কোনো নিরপেক্ষ অঞ্চলে বৈঠক করতে চেয়েছিলেন। সে কারণেই সুইজারল্যান্ডে বৈঠকের স্থান ঠিক হয়।
বাইডেনের প্রথম একশ দিন, সাফল্য ও ব্যর্থতা
মার্কিন প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেনের প্রথম একশ দিন। কী করতে পেরেছেন এই একশ দিনে। কী পারেননি। তারই খতিয়ান এই ছবিঘরে।
ছবি: Tasos Katopodis/Getty Images/AFP
করোনার বিরুদ্ধে লড়াই
বাইডেন যখন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিলেন, তখন অ্যামেরিকার করোনা পরিস্থিতি খুবই খারাপ। প্রচুর আক্রান্ত। মৃত্যু ঠেকানো যাচ্ছে না। বাইডেন প্রথমেই করেনা নিয়ে টাস্কফোর্স গঠন করেন। সব ফেডারেল অফিসে মাস্ক পরা বাধ্যতামূলক করেন। টিকা দেয়ার গতি অনেকটাই বাড়িয়ে দেন। করোনা-বিধি পালন করার জন্য জোর দেন।
ছবি: Jonathan Ernst/REUTERS
বাইডেনের দাবি
প্রেসিডেন্ট হিসাবে প্রথম ১০০ দিন উপলক্ষে মার্কিন কংগ্রেসে ভাষণ দেন বাইডেন। তার দাবি, ''করোনাকে ঠেকিয়ে অ্যামেরিকা আবার ঘুরে দাঁড়িয়েছে। আমরা আবার কাজ করছি, স্বপ্ন দেখছি, বিশ্বের নেতৃত্ব দিচ্ছি। আমরা নিজেদের ও বিশ্বকে দেখিয়ে দিতে পেরেছি, অ্যামেরিকা কখনো হাল ছাড়ে না।''
ছবি: Chip Somodevillaat/PREUTERS
পরিকাঠামো উন্নতির জন্য
বাইডেন পরিকাঠামো উন্নতির জন্য চার ট্রিলিয়ান ডলারের পরিকল্পনা হাতে নিয়েছেন। এতে রাস্তা, পাইপলাইন, ব্রিজ সহ সব পরিকাঠামো উন্নত করা হবে, সারানো হবে। পরিকাঠামো ক্ষেত্রে অর্থ খরচ করার মানে কর্মসংস্থান তৈরি হবে। অর্থনীতি চাঙ্গা হবে। দেশের পরিকাঠামোর ভোলবদল হবে। তাতে আরো বিনিয়োগ আসবে।
ছবি: Justin Sullivan/Getty Images/AFP
বড়লোকদের উপর কর বসিয়ে
পরিকাঠামোতে খরচ করার জন্য এই বিপুল পরিমাণ অর্থ তিনি জোগাড় করবেন বড়লোকদের উপর, কর্পোরেটের উপর কর বসিয়ে। তিনি বড় কর্পোরেটের কর সাত শতাংশ বাড়াবার কথা বলেছেন। ট্রাম্পের আমলে কর্পোরেটের কর কমিয়ে দেয়া হয়েছিল। তিনি তা বাড়িয়েছেন।
ছবি: Tasos Katapodis/Getty Images/AFP
ন্যূনতম মজুরি
বাইডেন সিদ্ধান্ত নিয়েছেন, কেন্দ্রীয় স্তরে ন্যূনতম মজুরি হবে, ঘণ্টায় ১৫ ডলার। তিনি এই মজুরি ৩৭ শতাংশ বাড়িয়েছেন। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগনের মতো বাইডেনও বলছেন, আর্থিক সুবিধা একেবারে নীচ পর্যন্ত পৌঁছতে হবে।
ছবি: TransCanada/G. Waddell
সকলকে নিয়ে চলা
প্রচারের সময় বাইডেন বলেছিলেন, তিনি সকলকে নিয়ে চলবেন। তিনি অতীতে কৃষ্ণাঙ্গদের পাশে দাঁড়িয়েছেন। তিনি কমলা হ্যারিসকে তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী করেছিলেন। জেতার পরে বাইডেন প্রশাসনে প্রচুর কৃষ্ণাঙ্গ গুরু দায়িত্ব পেয়েছেন। এমন অনেক মানুষকে প্রশাসনে নিয়েছেন, যাদের শিকড় ভারত, বাংলাদেশ সহ এই উপমহাদেশে আছে। উপরের ছবিটি কমলা হ্যারিসের।
ছবি: Drew Angerer/Getty Images/AFP
চীনের সঙ্গে সম্পর্ক
প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে চীনের সঙ্গে অ্যামেরিকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। বাইডেন আসার পর চীনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চাইছেন। চীন ও অ্যামেরিকার মধ্যে একদফা আলোচনা হয়েছে। তাতে অবশ্য দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ বেশি করেছে। তবে আলোচনা শুরু হয়েছে। বাইডেন বলেছেন, তিনি চীন ও রাশিয়ার সঙ্গে সংঘাতে যাবেন না। তবে অ্যামেরিকার স্বার্থরক্ষা করবেন।
ছবি: Frederic J. Brown/REUTERS
ইরানের সঙ্গে পরমাণু চুক্তি
ইসরায়েলের তীব্র আপত্তি সত্ত্বেও বাইডেন ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে আগ্রহ দেখিয়েছেন। ইউরোপের কিছু দেশের সঙ্গে এখন ইরানের আলোচনা চলছে। উপরের ছবিটি ভিয়েনায় গত ১৫ এপ্রিল ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করছেন ইইউ প্রতিনিধিরা।
ছবি: EU Delegation in Vienna/Handout/AA/picture alliance
বাইডেনের সমালোচনা
অভিযোগ উঠেছে, অ্যামেরিকার স্বার্থরক্ষা করতে গিয়ে বাইডেন গরিব দেশগুলির দিকে তাকাচ্ছেন না। তাদের ভ্যাকসিন দেয়া, সাহায্য করার ক্ষেত্রে বাইডেন দরাজ হতে পারেননি। করোনার প্রকোপ বাড়ার পর ভারত বারবার সাহায্য চেয়েছে। কিন্তু তিনি তা দিতে দেরি করেছেন।
ছবি: Jonathan Ernst/REUTERS
9 ছবি1 | 9
বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে চীন। চীনের বিরুদ্ধে কী ভাবে জোট গঠন করা যায়, তা নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছেন বাইডেন। সম্প্রতি জি সেভএন এবং ন্যাটো বৈঠকেও বিষয়টি সামনে উঠে এসেছে। ইইউ-অ্যামেরিকা বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। রাশিয়ার সঙ্গেও এ বিষয়ে কথা বলতে আগ্রহী অ্যামেরিকা। তবে বিশেষদজ্ঞদের ধারণা, সরাসরি চীনের নাম উল্লেখ করে বৈঠকে আলোচনা হবে না। তবে বিষয়টি ঘুরিয়ে আলোচনায় আনা হবে।
এছাড়াও ইউক্রেনের সমস্যা, নিরস্ত্রীকরণ চুক্তি, সিরিয়া, ইরানের পরমাণু পরিকল্পনা ইত্যাদি বিষয়গুলিও আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
বিদেশ সফরে আসার দিনকয়েক আগে চীনের সঙ্গে ফের সংঘাতের রাস্তা নিয়েছে বাইডেন প্রশাসন। তাইওয়ানে লগ্নির কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও একাধিক বিষয়ে চীনের সমালোচনা করা হয়েছে। রাশিয়ার সঙ্গে অ্যামেরিকা বন্ধুত্ব করতে চায় না। পুটিন বাইডেনের বন্ধু হয়তো কখনোই হয়ে উঠতে পারবেন না। কিন্তু চীন-অ্যামেরিকা সংঘাতে পুটিন চীনের পক্ষ নেবেন না, এটুকুই স্পষ্ট করতে চায় অ্যামেরিকা। বৈঠকে সে বিষয়েই বাইডেন সব চেয়ে গুরুত্ব দেবেন বলে বিশেষজ্ঞদের ধারণা।