1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

বাইডেন-বেনেটের রাশিয়া, ইরান নিয়ে আলোচনা

৭ ফেব্রুয়ারি ২০২২

রোববার অ্যামেরিকার প্রেসিডেন্ট বাইডেন ফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেটের সঙ্গে।

বাইডেন ও বেনেট ফোনে কথা বললেন। ছবি: Evan Vucci/AP Photo/picture alliance

বাইডেন ফোনে বেনেটকে জানিয়েছেন, তিনি এই বছরে ইসরায়েল সফরের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। বেনেট মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, অ্যামেরিকা যেভাবে ইসরায়েলকে সমর্থন করেছে, তার জন্য তিনি কৃতজ্ঞ।

দুই নেতার আলোচনা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বাইডেনকে বলেছেন, অ্যামেরিকা যেভাবে সিরিয়ায় আইএস প্রধান আল-কুরেশিকে মেরেছে, তার জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য। প্রধানমন্ত্রীর অফিস একটা বিবৃতি দিয়ে বলেছে, অ্যামেরিকা যেভাবে সবসময় ইসরায়েলের পাশে থেকেছে এবং আয়রন ডোম ব্যবস্থার জন্য সহায়তা দিয়েছে, তার জন্য বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন বেনেট।

হোয়াইট হাউস বিবৃতি দিয়ে জানিয়েছে, বাইডেন জানিয়েছেন, আয়রন ডোম সিস্টেম মেরামতির জন্য অ্যামেরিকা ইসরায়েলকে সবরকমের সাহায্য করবে।

বাইডেন এবং বেনেট রাশিয়া-ইউক্রেন নিয়েও কথা বলেছেন। মার্কিন সরকারি কর্মকর্তারা রোববারও জানিয়েছেন, শীঘ্রই ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া।

ইরান নিয়ে আলোচনা

বাইডেন ও বেনেট ইরান নিয়েও আলোচনা করেছেন। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, ইরান তার কাছের দেশগুলির কাছে বিপদের কারণ হয়ে দেখা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, দুই নেতা ইরানের পরমাণু প্রকল্পের কাজ বন্ধ করা নিয়েও কথা বলেছেন।

বাইডেন ইরানের সঙ্গে আবার পরমাণু চুক্তিতে আগ্রহী। পশ্চিমা দেশগুলির সঙ্গে ইরানের এই বিষয়ে আলোচনাও চলছে। তবে এই বিষয়ে ইসরায়েলের আপত্তি আছে।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ