1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাইসাইকেলে পৃথিবী চক্কর!

১৫ জুন ২০১৯

হলিউডের চলচ্চিত্র ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ'৷ যাতে সহ অভিনেতাকে সঙ্গে নিয়ে হাসি-তামাশা-রোমাঞ্চে পৃথিবী ঘুরেছিলেন নায়ক জ্যাকি চ্যান৷ এবার বাস্তবে বাইসাইকেলে চড়ে পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন তিনি৷

China Jackie Chan Schauspieler
ছবি: Getty Images/K. Ota

ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে চার বছর আগে পৃথিবী ঘুরতে বের হন জ্যাকি চ্যান৷ দ্বিচক্রযানে এর মধ্যে অ্যামেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ৬৪টি দেশ ঘুরে শেষ করেছেন তিনি৷

৬৪ দেশ ঘুরে সম্প্রতি তিনি পৌঁছান ইসরায়েলের জেরুজালেমে৷ যেখানে তাঁর সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি৷

‘‘এটি একটি রোমাঞ্চকর যাত্রা,'' পৃথিবী ঘুরতে  বের হওয়ার উদ্দেশ্য হিসাবে বলেছেন চেন৷ এর মধ্যে তিনি পাড়ি দিয়েছেন ৫৪ হাজার কিলোমিটার৷

চেন বলছেন, আগামী তিন বছরে আরো ৩৬ দেশ ঘুরে একশ পূর্ণ করতে চান তিনি৷ এক্ষেত্রে তাঁর লক্ষ্য এক লাখ মাইল পাড়ি দেওয়ার৷

চলতি পথে রাত পার করা নিয়ে তেমন চিন্তা করেন না ৪০ বছর বয়সি চেন৷ ‘কাউচসার্ফিং'-এর মতো অ্যাপের মাধ্যমে থাকার ব্যবস্থা করে নেন তিনি, কিংবা সঙ্গে থাকা তাঁবু খাটিয়ে রাত পার করেন দেন৷

ঘোরার জায়গা ঠিক করতে আগে থেকে বেশি গবেষণাও করেন না চেন৷ তিনি মনে করেন, কোনো একটি জায়গা দেখার পরই সেটা নিয়ে মুগ্ধ হতে চান তিনি৷

‘‘এটা আমাকে আশ্চর্য করে দেয়,'' জেরুজালেম সম্পর্কে বলেছেন চেন৷ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কেন্দ্রস্থল হলেও খ্রিস্টান, মুসলিম ও ইহুদি উৎসভূমি হিসাবে এটাকে দেখতে চেয়েছেন তিনি৷

ভ্রমণের সময় কিছু কঠিন সময়ের বর্ণনাও এএফপির কাছে দেন চেন৷ বরফ আচ্ছাদিত পর্বতের চেয়ে পাশ দিয়ে যাওয়া ট্রাক কিংবা লরি তাঁকে বেশি ভীত করে বলে জানান তিনি৷

যুক্তরাষ্ট্রর আলাস্কা রাজ্য থেকে চার বছর আগে যাত্রা শুরু করেছেন চেন৷ এরপর পেরুর মাচু পিচু পর্বত এলাকা যেমন তিনি ঘুরেছেন, তেমনি ভ্রমণ করেছেন প্যারিসেও৷

জেরুজালেম থেকে মিশর হয়ে আফ্রিকার পূর্বাঞ্চলভ্রমণে যাবেন তিনি৷ এরপর এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ ঘুরে ক্ষান্ত দেওয়ার ইচ্ছা চেনের৷

কম সময়ে সাইকেল চালিয়ে পুরো পৃথিবী ঘোরার রেকর্ড স্কটল্যান্ডের মার্ক বিয়াউমাউন্টের৷ ২০১৭ সালে মাত্র ৭৯ দিনে পৃথিবী ভ্রমণ করেন তিনি৷

তবে  ঘুরে রেকর্ডের চেয়ে পৃথিবীর সৌন্দর্য্য দেখে মুগ্ধ হওয়ার কথা বলছেন চেন৷ ‘‘যেসব মানুষের সঙ্গে আমি মিশি, তারাই আমাকে সবচেয়ে অভিভূত করে,'' এএফপিকে বলেছেন তিনি৷

এমবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ