1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাকিবুরের কোটি কোটি টাকার সম্পত্তির নেপথ্যে বালু?

১৩ ডিসেম্বর ২০২৩

জেলায় জেলায় তো বটেই দুবাইয়েও হদিশ মিলেছে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিবুরের সম্পত্তির।

জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তারের পর
কোটি কোটি টাকার সম্পত্তির হদিশছবি: Satyajit Shaw/DW

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার দোর্দণ্ডপ্রতাপ নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে মাসকয়েক আগে গ্রেপ্তার করেছে ইডি। রেশন দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তার ঘনিষ্ঠ বাকিবুরকে গ্রেপ্তার করা হয়েছিল। মঙ্গলবার বাকিবুর এবং জ্যোতিপ্রিয়ের নামে আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে বলা হয়েছে, সরকারি তহবিল থেকে ৪৫০ কোটি টাকা বাকিবুরের কাছে গেছিল। বালুর নির্দেশেই ওই টাকা গেছিল বলে দাবি করা হয়েছে।

এখানেই শেষ নয়, ইডি জানিয়েছে, কলকাতা এবং দুবাইয়ে কোটি কোটি টাকার সম্পত্তি আছে বাকিবুরের নামে। রাজ্যের বেশ কিছু জেলা মিলিয়ে ১০১টি নতুন সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এই সম্পত্তিগুলি বাকিবুরের নামে হলেও নেপথ্যে আছেন জ্যোতিপ্রিয়, এমনই মনে করা হচ্ছে।

উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় বাকিবুরের পরিবারের বিভিন্ন সদস্যের নামে একাধিক সম্পত্তি আছে বলে ইডি-র দাবি। কোথা থেকে এই সম্পত্তি এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। বাকিবুরকে এবিষয়ে প্রশ্ন করা হচ্ছে বলে জানা গেছে।

চার্জশিটে ইডি জানিয়েছে, বাকিবুর ৫০ জন ভুয়া কৃষকের নামে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন। ধান কেনার নামে সেই অ্যাকাউন্টে টাকা জমা হতো। সেখানেই সরকারি তহবিল থেকে ৪৫০কোটি টাকা ঢুকিয়েছিলেন তিনি।

এখানেই শেষ নয়, রেশনের সরঞ্জাম খোলা বাজারে বিক্রি করেছেন বাকিবুর। এই পুরো কাজটিই মন্ত্রী জ্যোতিপ্রিয়ের প্রশ্রয়ে হয়েছে বলে ইডির দাবি। বস্তুত, এর থেকে লাভ করেছেন জ্যোতিপ্রিয়। বাকিবুরের সম্পত্তির পিছনেও তার হাত আছে বলে ইডি-র দাবি। বস্তুত, জ্যোতিপ্রিয়ের আর কোথাও কোনো সম্পত্তি আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এসজি/জিএইচ (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ