1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এসপিডি দলের মধ্যে মতপার্থক্য

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)১৬ জানুয়ারি ২০১৮

জার্মানিতে মহাজোট সরকার গড়ার লক্ষ্যে ইউনিয়ন শিবির দলীয় অনুমোদন পেয়েছে৷ এবার এসপিডি দলের পালা৷ দলের মধ্যে প্রবল বিরোধিতা সামলানোর চেষ্টা করছে দলীয় নেতৃত্ব৷

চাপের মুখে মার্টিন শুলৎস
ছবি: DW/P. Hille

২১শে জানুয়ারি বন শহরে এসপিডি দলীয় সম্মেলনের দিকে নজর থাকবে গোটা দেশের৷ দলীয় নেতৃত্ব মহাজোটে যোগ দিতে আলোচনার সিদ্ধান্ত নিলেও দলের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ বেড়েই চলেছে৷ একের পর এক রাজ্য শাখা খোলাখুলি এই প্রস্তাবের বিরোধিতা করছে৷ এই অবস্থায় শীর্ষ নেতা মার্টিন শুলৎস দলের সদস্যদের সমর্থন আদায় করতে অভিযান চালিয়ে যাচ্ছেন৷ জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থরাইন ওয়েস্টভেলিয়ায় সোমবার তিনি তৃণমূল স্তরে সদস্যদের সঙ্গে আলোচনা শুরু করেছেন৷

এদিকে প্রস্তাবিত মহাজোট গড়ার লক্ষ্যে বাকি দুই দল সদস্যদের আনুষ্ঠানিক অনুমোদন পেয়ে গেছে৷ শুক্রবার সিডিইউ এবং সোমবার বাভেরিয়ার সিএসইউ দলের পরিচালকমণ্ডলী মহাজোট গড়ার ছাড়পত্র দিয়েছে৷ দুই দল আর সময় নষ্ট করতে চায় না৷ রবিবার এসপিডি দল অনুমোদন পেলে সেদিন সন্ধ্যা থেকেই সরকারি জোট গড়ার কাজ শুরু করতে চায় ইউনিয়ন শিবির৷ ফলে এসিপিডি দলের উপর চাপ বাড়ছে৷

বিভিন্ন রাজ্য শাখার বিরোধিতা ছাড়াও এসপিডি দলের কিছু নেতা ইউনিয়ন শিবিরের সঙ্গে বোঝাপড়ার সমালোচনা করছেন৷ এমনকি কেউ কেউ নতুন করে দর কষাকষির দাবিও জানিয়েছেন৷ অর্থাৎ তাঁরা দলীয় নেতৃত্বের প্রতি কার্যত অনাস্থা প্রকাশ করেছেন৷ ইউনিয়ন শিবির অবশ্য সেই সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে৷ দলের অন্যান্য নেতারা ভোটারদের রায়ের প্রেক্ষাপটে দেশের প্রতি দায়িত্ব পালনের উপর জোর দিচ্ছেন৷ বিদায়ী সরকারের আইনমন্ত্রী বলেছেন, এফডিপি দলের মতো দায়িত্ব এড়িয়ে যেতে চায় না এসপিডি দল৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ