বাখমুত থেকে তিন বর্গ কিলোমিটার দূরে পালিয়ে গেছে রাশিয়ার সেনা। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিয়ে বুধবার একথা জানিয়েছেন। তার আগে মঙ্গলবারই একথা বলেছিলেন রাশিয়ার অসরকারি সেনা ভাগনার আর্মির প্রধান।
ইউক্রেনের দাবি রাশিয়ার ৭২ ইন্ডিপেনডেন্ট মোটোরাইজড রাইফেল ব্রিগেড বাখমুতের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছে। ঘটনাস্থলে রাশিয়ার সেনার দেহ পড়ে আছে কেবল। ইউক্রেনের থার্ড সেপারেট অ্যাসল্ট ব্রিগেড একথা জানিয়েছে বলে দাবি করেছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী।
ভাগনার আর্মির প্রধান মঙ্গলবারই এই দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, লড়াইয়ের সামনে দাঁড়তে না পেরে রাশিয়ার সেনা পালিয়েছে। তাদের সেনা এখনো লড়াই করছে। কিন্তু তাদের পর্যাপ্ত রসদ দেয়া হচ্ছে না। ভাগনার সেনার বহু জওয়ান নিহত হয়েছেন। এমন চলতে থাকলে তারাও যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাবেন।
বিধ্বস্ত ইউক্রেনে যেমন কাটছে জীবন
কবে, কিভাবে শেষ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জানা নেই কারো৷ অনেকেই আক্রান্ত এলাকা থেকে সরে গিয়েছেন৷ অনেকে ছেড়েছেন ইউক্রেন৷ কিন্তু অনেকেই বিধ্বস্ত ইউক্রেনেই মৃত্যুর আশঙ্কা মাথায় নিয়ে জীবন কাটাচ্ছেন৷ ছবিঘরে থাকছে তাদের কথা৷
ছবি: VIOLETA SANTOS MOURA/REUTERS
ধ্বংসপ্রাপ্ত দালান
গালিনা স্লেপকোর বয়স ৬৪ বছর৷ এই বয়সে ভিটেমাটি ছেড়ে কোথাও গিয়ে নতুন জীবন শুরু করাটাও তার পক্ষে প্রায় অসম্ভব৷ রাশিয়ার দখল করে নেয়া দনেৎস্ক অঞ্চলে তার এই বাড়িটির এক পাশের দেয়াল রাশিয়ার মর্টার শেলের আঘাতে ধসে গেছে৷ এই অবস্থাতেই তাকে কাটাতে হয়েছে শীতকাল৷
ছবি: Alexander Ermochenko/REUTERS
যুদ্ধের ফ্রন্টলাইনে
পুরো ইউক্রেন যুদ্ধটাই যেন থেমে আছে বাখমুতে৷ কৌশলগতভাবে তেমন গুরুত্বপূর্ণ না হলেও মর্যাদার লড়াইয়ের কারণে এই এলাকা দখলে নিতে চায় দুই পক্ষই৷ বাখমুতের চাসিভ ইয়ার গ্রামে এখনও হাতেগোণা কয়েকজন বাসিন্দা রয়ে গেছেন জীবনের ঝুঁকির তোয়াক্কা না করেই৷ তাদের একজনকে দেখা যাচ্ছে ছবিতে৷
ছবি: Kai Pfaffenbach/REUTERS
মুহুর্মুহু বোমাবর্ষণ
যেকোনো সময় পালটে যেতে পারে পরিস্থিতি৷ দোনেৎস্ক অঞ্চলের বাখমুতে এখন চলছে চূড়ান্ত লড়াই৷ দুই পক্ষের সেনারাই দখল-পুনর্দখলের চেষ্টায় রত৷ রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অঞ্চলের সুপারমার্কেটে এসে পড়েছে একটি মর্টার শেল৷ আগে এক হামলায় আহত এক নারীকে দেখা যাচ্ছে কান্না করতে৷ বাখমুতে এখন প্রতিটি মুহূর্তই জীবন-মরণের লড়াই৷
ছবি: ALEXANDER ERMOCHENKO/REUTERS
সরবরাহ সংকট
যুদ্ধের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট দেখা দিয়েছে৷ স্বাভাবিকভাবেই বিদ্যুৎ ও জলের মতো অতিপ্রয়োজনীয় সেবাও এখন বিলাসিতা৷ হাতের কাছে যা পাওয়া যায়, তা দিয়েই প্রয়োজন মিটিয়ে কোনোরকমে টিকে থাকার লড়াই করছেন বাসিন্দারা৷ ছবিতে দেখা যাচ্ছে একটি বিধ্বস্ত সামরিক বিমান থেকে ধাতব দ্রব্য নিয়ে যাচ্ছেন দুজন৷ সেটিকেই কোনো কাজে লাগানোর চিন্তা রয়েছে তাদের৷
ছবি: OLEKSANDR KLYMENKO/REUTERS
একটি রক্তাক্ত চশমা
এই ছবিটিই অনেক কথা বলে দেয়৷ কস্তিয়ানতিনিভকা নামের একটি আবাসিক এলাকায় ভয়াবহ বোমা হামলায় মারা যান অনেকেই৷ কেউ ছিলেন বাসায়, কেউ বাজারে, কেউ রাস্তায়৷ হয়তো একজন বাসিন্দার রক্তমাখা চশমা এখনও পড়ে রয়েছে মাঠের পাশে৷ পৃথিবীকে আর দেখা হবে না তার৷
ছবি: VIOLETA SANTOS MOURA/REUTERS
জ্বালানি সংকট
ঠিক পেছনেই একটি গাড়ি বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে৷ এখন বাখমুতের রাস্তায় গাড়ি চালানো অনেক কারণেই আঁতকে ওঠার কারণ৷ একে তো জ্বালানি জোগাড় করাই কষ্ট ও ব্যয়সাধ্য৷ অন্যদিকে, যেকোনো সময় হতে পারে মর্টার বা বিমান হামলা৷ ফলে রাস্তায় বের হয়ে কেউই নিশ্চিত টার্গেটে পরিণত হতে চান না৷ ফলে দোকানে যেতেও বেশিরভাগের ভরসাই নিজের পা, বড়জোর বাইসাইকেল৷
ছবি: KAI PFAFFENBACH/REUTERS
ত্রাণ সহায়তা
প্রায় পুরো অঞ্চলই ধ্বংসপ্রায়৷ ফলে বাখমুতের সকল অফিস-আদালত, দোকানপাট প্রায় বন্ধ৷ যেসব গুটিকয়েক দোকান খোলা রয়েছে, অনেকেই সেখান থেকে জিনিস কেনার সামর্থ্য নেই৷ ফলে যেসব বাসিন্দা এখনও বাখমুতে রয়ে গেছেন তাদের অনেকের নির্ভর করতে হচ্ছে ত্রাণের ওপর৷ বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ঝুঁকি নিয়েই যুদ্ধের ফ্রন্টলাইনে ত্রাণ সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে৷
ছবি: KAI PFAFFENBACH/REUTERS
জীবন-মৃত্যুর দোলাচল
এই ছবিটি খারকিভের৷ রাশিয়া দখলে নেয়ার পর ইউক্রেনের সেনারা আবার এই এলাকা পুনর্দখলে নিয়েছে৷ কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি দখলে মরিয়া রুশবাহিনী৷ ফলে এখনও প্রায়ই বোমাবর্ষণ চলছে এখানে৷ রুশ মিসাইলে ধ্বংস হওয়া একটি বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী৷ মনে ভয়, যেকোনো মুহূর্তে আবারও হতে পারে নির্বিচার হামলা৷
ছবি: Sofiia Gatilova/REUTERS
প্রিয়জন হারানোর বেদনা
একসঙ্গেই থাকা, একসঙ্গেই কাজ৷ কদিন আগেও বন্ধুর চেয়েও বেশি ছিলেন ইভান সোরোকিনের সহকর্মী৷ কর্মরত অবস্থাতেই বিমান হামলায় মারা যান এই গাড়ি মেরামতকর্মী৷ বন্ধুকে শেষ বিদায় জানানোর আগে তার মরদেহ আনা হয়েছে তার কাজের জায়গাতেই৷
ছবি: ALEXANDER ERMOCHENKO/REUTERS
9 ছবি1 | 9
এদিকে, ইউক্রেনের যে ব্রিগেড বাখমুতে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে লড়াই করছে, তাদের নাম থার্ড সেপারেট অ্যাসল্ট ব্রিগেড। বিতর্কিত অ্যাজভ ব্যাটেলিয়ন নিয়ে তৈরি এই ব্রিগেড। অভিযোগ, এই অ্যাজভ ব্যাটেলিয়ন অতি দক্ষিণপন্থি এবং অতি জাতীয়তাবাদী। এদেরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন নয়া নাৎসি বলে ব্যাখ্যা করেছিলেন। বেশ কিছু অ্যাজভ সেনাকে রাশিয়া মারিউপল থেকে আটকও করেছে।
ইউক্রেনের দাবি, ভাগনার আর্মি একসময় বাখমুতের অনেকটাই দখল করে ফেলেছিল। কিন্তু রাশিয়ার সেনা পালিয়ে যাওয়ায় বাখমুত আবার তাদের দখলে আসতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই তারা তা সম্পূর্ণ দখল করতে পারবে।
জেলেনস্কির ডাক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশের এক ইঞ্চি জমিও রাশিয়াকে ছাড়া হবে না। বিদেশি শক্তির সাহায্যে রাশিয়াকে কার্যত ঝেঁটিয়ে বার করে দেওয়া হবে দেশ থেকে। এর জন্য তিনি ফের পশ্চিমা দেশগুলির কাছে আহ্বান জানিয়েছেন। জেলেনস্কির দাবি, এই যুদ্ধে রাশিয়া অনেকটাই পিছিয়ে পড়েছে। সময় হয়েছে, তাদের দেশ থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করার।