1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

বাখমুত রক্ষায় ইউক্রেনের সেনা লড়ছে

৬ মার্চ ২০২৩

ইউক্রেনে রাশিয়া বাখমুত দখল করতে চাইছে। আর ইউক্রেনের সেনা তাদের এই দুর্গরক্ষার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

ছবি: Aris Messinis/AFP/Getty Images

কিয়েভ জানিয়েছে, তারা কিছুতেই রাশিয়ার সেনাকে বাখমুত দখল করতে দেবে না। এটা হলো পূর্ব ইউক্রেনের প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি শহর যা গত কয়েক মাস ধরে রাশিয়ার সেনা দখল করতে চাইছে।  ইউক্রেন জানিয়েছে, তাদের সেনা এই শহরকে বাঁচাবে। তারা কোনোভাবেই রাশিয়ার সেনাকে শহর অধিকার করতে দেবে না।

ইউক্রেনের সেনা কর্তা জানিয়েছেন, গত কয়েকদিনে বাখমুত ও তার আশপাশের শহরে রাশিয়ার সেনা ১৩০ বার আক্রমণ করেছে। তারা বাখমুত শহর ঘিরে ফেলারও চেষ্টা করছে।

বাখমুতে রাশিয়ার সেনার সঙ্গে লড়ছে ইউক্রেনের সেনা। ছবি: Oleksandr Ratushniak/REUTERS

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ''বাখমুত-সহ ডনবাস এলাকায় কষ্টকর ও কঠিন লড়াই হচ্ছে। সেখানে ইউক্রেনের যে সেনারা লড়ছেন, তাদের সাহস, শক্তি ও লড়াইকে আমি কুর্নিশ করি।''

ইউক্রেনের সেনার এক মুখপাত্র জানিয়েছেন, এই এলাকায় কঠিন লড়াই হচ্ছে। তবে শহর এখনো ইউক্রেনের দখলে আছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জার্মানির একটি সংবাদপত্রকে জানিয়েছেন, ''প্রতিদিন ৫০০ জন রুশ সেনা হয় মারা যাচ্ছে বা আহত হচ্ছে।'' তবে প্রতিরক্ষামন্ত্রীর দেয়া এই সংখ্যা ডিডাব্লিউ যাচাই করে দেখতে পারেনি।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ