1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাগদানের আংটির করুণ পরিণতি!

১৯ সেপ্টেম্বর ২০১৭

সবই ঠিক ছিল, প্রেয়সীর সামনে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিতে প্রস্তুত প্রেমিক৷ কিন্তু কোথা থেকে কী যে হয়ে গেল৷ হাত থেকে পরে গেল সেই আংটি!

ছবি: Fotolia/JM Fotografie

সবই ঠিক ছিল, প্রেয়সীর সামনে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিতে প্রস্তুত প্রেমিক৷ কিন্তু কোথা থেকে কী যে হয়ে গেল৷ হাত থেকে পরে গেল সেই আংটি!

প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে একটু রোম্যান্টিক জায়গাই বেছে নিয়েছিলেন প্রেমিক পুরুষটি৷ ক্যানসাস শহরে একটি পার্কের মধ্যে থাকা কাঠের সেতুর উপরে বসে প্রেমিকাকে জানাচ্ছিলেন ভালোবাসার কথা৷ কিন্তু হাত থেকে বাগদানের রিং-টি প্রথমে পড়ে পাটাতনে৷ তারপর পাটাতনের ফাঁক গলে সোজা পানিতে!

বাগদানের আংটির এই করুণ পরিণতির ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হতে সময় লাগেনি৷ মার্কিন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে ভিডিওটি, ভাইরাল ভিডিও হিসেবে৷ ফলে রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত হন স্যাথ ডিক্সন এবং রুথ মারি প্রেমিক যুগল৷ তাঁদের সহায়তায় এগিয়ে আসেন অনেকে৷ একটি ছবিতে দেখা যায়, একদল তরুণ যুবা লেকের পানিতে সেই রিং খুঁজছেন৷

এখানেই শেষ নয়৷ডিক্স এবং মারির জন্য নতুন বাগদানের আংটি কিনতে ইন্টারনেটে অর্থ সংগ্রহের ক্যাম্পেইনও করা হয়৷ ‘গো ফান্ড মি' ওয়েবসাইটে অল্পসময়েই জমা হয়ে যায় ২৬১ মার্কিন ডলার৷ এখন সেই নতুন আংটিটি ঠিকভাবে পরাতে পারলেই হয়!

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ