1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাগবোকে গৃহবন্দি করা হয়েছে

১২ এপ্রিল ২০১১

বিচারের মুখোমুখি করা হবে বাগবোকে৷ সে দেশের সরকার জানিয়েছে, বাগবোকে গৃহবন্দি করা হয়েছে৷ দেশের শান্তি রক্ষায় যেকোনো ধরণের সহিংস পথ বর্জন করার আহ্বান জানিয়েছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসান ওয়াতারা৷

সংকটের পর জাতীয় ঐক্যের উপর জোর দিচ্ছেন ওয়াতারাছবি: AP

যুদ্ধবিধ্বস্ত আইভরি কোস্টের হাল ধরলেন প্রেসিডেন্ট আলাসান ওয়াতারা৷ ৬৯ বছর বয়সি পশ্চিম আফ্রিকার এই নেতা সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন৷ অবৈধভাবে ক্ষমতায় আসীন লোরঁ বাগবো গ্রেপ্তার হওয়ার পর জাতির সামনে প্রথম দেখা দিলেন ওয়াতারা৷ আহ্বান জানালেন গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশটিতে শান্তি বজায় রাখার৷ একইসঙ্গে ঘোষণা দিলেন, বেসামরিক মানুষদের প্রতি সহিংস আচরণের জন্য বিচারের মুখোমুখি হতে হবে বাগবোকে৷ বিচার করা হবে বাগবোর সহযোগীদেরও৷

টেলিভিশন ভাষণে ওয়াতারা আরও বলেন, ‘‘আমি সবাইকে যেকোন ধরণের সহিংসতা ও প্রতিরোধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করছি৷ কেননা আমাদের দেশ ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায় অতিক্রম করতে যাচ্ছে৷''

লোরঁ বাগবো ক্ষমতা আঁকড়ে ধরেছিলেন ২০০০ সাল থেকে৷ অন্যদিকে গত নভেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে ওয়াতারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পান৷ কিন্তু এক দশক ধরে ক্ষমতায় থাকা বাগবো ক্ষমতা না ছাড়ায় দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়৷ ফলে আইভরি কোস্টে দেখা দেয় অচলাবস্থা৷

গ্রেপ্তারের সময় অপ্রস্তুত বাগবোছবি: dapd

ওয়াতারার সমর্থক বাহিনীর অবরোধের মুখে প্রায় এক সপ্তাহ ধরে প্রেসিডেন্টের বাসভবনে অবরুদ্ধ হয়ে ছিলেন বাগবো৷ সোমবার ফরাসি বাহিনীর সহায়তায় গ্রেপ্তার হন তিনি৷ বাগবো, তাঁর স্ত্রী এবং ছেলেকে আবিদজানের একটি হোটেলে রাখা হয়েছে৷

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন জাতির প্রতি ওয়াতারার অঙ্গীকারকে স্বাগত জানিয়েছেন৷ বান কি-মুন বলেছেন, ‘‘যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে৷'' জাতিসংঘ জানিয়েছে, গত নভেম্বরের নির্বাচনের পর থেকে এই পর্যন্ত গৃহযুদ্ধে দেশটিতে কমপক্ষে ৮০০ মানুষ মারা গেছেন৷

বাগবো'র গ্রেপ্তারের মধ্য দিয়ে চারমাসের বেশি সময় ধরে চলতে থাকা অচলাবস্থার অবসান হলো বলে মনে করা হচ্ছে৷ আইভরি কোস্টের উপর ইতোমধ্যে আরোপ করা সব নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন৷ মঙ্গলবার লুক্সেমবুর্গ এ ইইউ এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আইভরি কোস্টের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ