1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঘশূন্য হয়ে যেতে পারে সুন্দরবন

১ মার্চ ২০১১

আন্তর্জাতিক চোরাকারবারিদের টার্গেটে পরিণত হচ্ছে বাংলাদেশ৷ বাঘের চামড়া, মাথার খুলি এবং হাড়ের জন্য তারা এখন সুন্দরবনকেই বেছে নিচ্ছে৷ জানিয়েছেন জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম মনির৷

ফাইল ফটোছবি: AP

গবেষক ড. এম মনির ডয়চে ভেলেকে জানান, ‘‘এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, সুন্দরবন বাঘশূন্য হয়ে যেতে পারে৷''

গতমাসে সুন্দরবন সংলগ্ন শরনখোলা এলাকায় বাঘের চামড়া, মাথার খুলি এবং হাড় আটকের ঘটনাকে উদ্বেগজনক বলে জানান সুন্দরবন এবং রয়েল বেঙ্গল টাইগারের গবেষক ড. এম মনির৷ তিনি বলেন, আন্তর্জাতিক চোরাকারবারিরা আগে ভারত থেকে বাঘের চামড়া সংগ্রহ করত৷ এখান সেই সুযোগ কমে আসায়, তারা বাংলাদেশের সুন্দরবনের দিকে নজর দিয়েছে৷ আর এজন্য তারা নিয়োগ করছে চোরা শিকারি৷

তিনি বলেন, শিকারিরা বাঘের খাদ্য মাংসে বিষ মিশিয়ে অথবা বন্দুকের কল পেতে বাঘ হত্যা করছে৷ শুধু তাই নয়, এই চক্র সুন্দরবনের সংঘবদ্ধ ডাকাত দলের সঙ্গে যুক্ত বলে মনে করেন ড. এম মনির৷ তিনি বলেন, এই চোর শিকারি এবং ডাকাত দলকে প্রতিরোধ করা না গেলে, সুন্দরবন বাঘশূন্য হয়ে পড়বে৷ আর এজন্য প্রয়োজন সুন্দরবনের পাহারা ব্যবস্থায় আধুনিকিকরণ এবং তাকে আরো শক্তিশালী করা৷

ড. এম মনির বলেন, সরকারি হিসেবে সুন্দরবনে প্রায় সাড়ে ৪শ' বাঘের কথা বলা হলেও বাস্তবে বাংলাদেশের সুন্দরবনে ২শ'র বেশি বাঘ নেই৷ তাই বাঘ রক্ষায় জরুরিভিত্তিক কার্যকর উদ্যোগ প্রয়োজন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ