1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঘের থাবায় জব্দ মাহুত

৪ মার্চ ২০১৬

এটা প্রথমবার নয়, এমন ঘটনা আসামের গহীন জঙ্গলে আগেও ঘটেছে৷ বাঘকে ঘুমপাড়ানি ওষুধ দিতে গিয়ে বাঘের থাবায় আহত হয়েছে অনেক গ্রামবাসী, এমনকি হাতির পিঠে বসা মাহুতও৷ এবারো ঘটেছে সে ঘটনার পুনরাবৃত্তি৷

Youtube Indien Tigerangriff
ছবি: Youtube/WildFilmsIndia

একটা বাঘকে ঘন ঘন লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল৷ এই গ্রাম থেকে গরু, ঐ গ্রাম থেকে ছাগল নিয়ে যাচ্ছিল সে৷ তাই বাঘটিকে ঘুমের ওষুধ দিয়ে দূরের জঙ্গলে রেখে আসতে চেয়েছিলেন গ্রামবাসীরা৷ তলব পড়েছিল বন দপ্তরের এক মাহুতের৷ বাঘের উৎপাত থেকে বহুবার এই মাহুত গ্রামবাসীদের উদ্ধার করেছেন৷

কিন্তু কথায় বলে না ‘এভ্রি ডে ইজ নট সানডে'? এক্ষেত্রেই ঠিক তা-ই হলো৷ বাঘের দেখা মিললেও জনতার চিৎকারে ঘুমপাড়ানি ওষুধ হলো লক্ষ্যভ্রষ্ট৷ তীরটি নাক বরাবর আসতেই এক লাফে হাতির পিঠে বসা মাহুতের ওপর ঝাঁপিয়ে পড়লো ‘বাঘ মামা'৷ অর্থাৎ হানাদার রয়েল বেঙ্গল টাইগারকে ঘুম পাড়াতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হলন মাহুত নিজেই৷

সঙ্গে সঙ্গেই শুরু হলো হই চই৷ থাবার আঘাতে তখন দর দর করে রক্ত ঝরছে মাহুতের শরীর থেকে৷ তাকে ক্ষতবিক্ষত করার পর অবশ্য বাঘ বাবাজি আর দাঁড়ায়নি৷ এক দৌড়ে পালিয়ে গেছে সবুজ ঘাসের মধ্যে৷

ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, কেমন করে বাঘের হাতে জব্দ হলেন মাহুত৷

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ